বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: জিরো থেকে হিরো হলেন যারা

IPL 2021: জিরো থেকে হিরো হলেন যারা

ব্যাট হাতে ফর্মে ম্যাক্সওয়েল (ছবি: আইপিএল)

এভাবেও ফিরে আসা যায়। হ্যা তাঁরা দেখিয়েছেন। এই শব্দটাকে সত্যি প্রমাণ করেছেন। ২০২১ আইপিএল খেলতে আসা বেশ কিছু তারকা ক্রিকেটার বুঝিয়েছেন জিরো থেকেও হিরো হওয়া যায়। 

এভাবেও ফিরে আসা যায়। হ্যা তাঁরা দেখিয়েছেন। এই শব্দটাকে সত্যি প্রমাণ করেছেন। ২০২১ আইপিএল খেলতে আসা বেশ কিছু তারকা ক্রিকেটার বুঝিয়েছেন জিরো থেকেও হিরো হওয়া যায়। গত বছর থেকে শুরু করে কয়েক মাস আগে পর্যন্ত তাঁদের খারাপ পারফরমেন্স নিয়ে সমালোচকরা প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এবার তাদের সকলকে বাইশ গজে নিজেদের পারফরমেন্স দিয়েই জবাব দিলেন তাঁরা। চলুন দেখে নেওয়া যাক এবারের আইপিএল-এর বাইশ গজের ফিরে আসার সেই পাঁচ সফল নায়ককে।

গ্লেন ম্যাক্সওয়েল: গত আইপিএলে সেভাবে খেলতে পারেননি ম্যাক্সওয়েল। তাকে ছেড়ে দিয়েছিল তার প্রাক্তন দল পঞ্জাব। এবছর তিনি ফিরে আসলেন, ফিরলেন চ্যাম্পিয়নের মতোই। বিরাটের ব্যাঙ্গোলের ম্যাক্সওয়েলকে কিনে যে ভুল করেনি সেটা তিনি প্রমাণ দিলেন। আরসিবির জার্সি গায়ে এখনও পর্যন্ত সাত ম্যাচে করলেন ২২৩ রান।   

মহেন্দ্র সিং ধোনি: ২০২০ আইপিএল সুখের হয়নি ক্যাপ্টেন কুলের। আমীরশাহীতে ৭ নম্বরে শেষ করতে হয়েছিল ধোনির চেন্নাইকে। ১৪টি ম্যাচের মধ্যে ৬টি তে জিতেছিল সিএসকে। কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল মাহিকে। সেখান থেকে বেরিয়ে ২০২১ আইপিএল-এ চমক দিয়েছেন মাহি। এখনও পর্যন্ত ৬টির মধ্যে সাতটিতে জিতেছে মাহির দল। মাহির পারফরমেন্সেও খুশি সকলে।  

পৃথ্বী শ: ২০২০ আইপিএল ভাল যায়নি পৃথ্বী শ’র। সেই বছর একটিও শতরান পাননি তিনি। ১৩ ম্যাচে করেছিলেন ২২৮ রান। তাঁর এই পারফরমেন্স দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। সমালোচকরা তাঁর দিকে আঙুল তুলেছিলেন। এবার তাদের সকলকে নিজের ব্যাট দিয়ে জবাব দিলেন পৃথ্বী। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ৭টি ম্যাচে তিনি মাঠে নেমেছেন। তার ব্যাট থেকে এসেছে ২৬৯ রান। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেটও চোখে পড়ার মতো, তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট হল ১৬৫.০৩।   

হার্ষাল প্যাটেল: হার্ষাল প্যাটেলের ওবারেই রবীন্দ্র জাদেজা ৩৬ রান হাঁকিয়েছিলেন। এরপরে যেকোনও তরুণ বোলারই ব্যাকফুটে চলে যাবে। কিন্তু দারুন ভাবে ঘুরে দাঁড়িয়ে চলতি মরসুমে এখনও পর্যন্ত বেগুনি টুপি নিজের দখলে রেখে দিয়েছেন হার্ষাল প্যাটেল। ২০২০ আইপিএলও খুব একটা ভাল যায়নি হার্ষালের। মোট ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি, নিয়েছিলেন মাত্র ৩টি উইকেট। তবে চলতি বছর এখন পর্যন্ত ৭ ম্যাচে তিনি নিয়েছেন ১৭টি উইকেট।  

শিখর ধাওয়ান: চলতি মরসুমে এমুহূর্তে কমলা টুপির মালিক তিনিই। ১৪তম আইপিএল-এ তাঁর ব্যাট বাইশ গজে কথা বলছে। ৭ম্যাচে এখনও পর্যন্ত ৩১১ রান করেফেলেছেন গাব্বার। গত মরসুমেও অবশ্য তিনি কমলা টুপির কাছেই ছিলেন। ১৭ ম্যাচে করেছিলেন ৬১৮ রান। তবে নিজের সেই ধারাবাহিকতা ধরে রাখলেন ধাওয়ান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

NDA যোগের ৮ মাসেই প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.