পয়েন্ট তালিকা
ভারতে হচ্ছে ১৫ তম আইপিএল (আইপিএল ২০২২)। নয়া দুটি দল যুক্ত হওয়ায় এবার আইপিএলে মোট দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। নয়া নিয়ম অনুযায়ী, ১০ টি দলকে দুটি ‘ভার্চুয়াল’ গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলার নিয়ম এবার পালটে গিয়েছে। যে কোনও ফ্র্যাঞ্চাইজিকে পাঁচটি দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলতে হবে। চারটি দলের বিরুদ্ধে খেলতে হবে একটি করে ম্যাচ। তবে দুটি গ্রুপের জন্য পৃথক পয়েন্ট তালিকা নেই। সার্বিকভাবে একটি পয়েন্ট তালিকা আছে। গ্রুপ পর্যায়ের সব ম্যাচের শেষে যে চারটি দল তালিকার শীর্ষে থাকবে, সেই দলগুলি প্লে-অফে উঠবে। প্রথম দুটি দল প্রথম কোয়ালিফায়ারে খেলবে। জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে। অন্যদিকে, তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল ‘এলিমিনেটরে’ খেলবে। এলিমিনেটরের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে যাবে।
Teams | M | W | L | T | NR | PTS | NRR |
---|---|---|---|---|---|---|---|
Gujarat Titans | 14 | 10 | 4 | 0 | 0 | 20 | +0.316 |
Rajasthan Royals | 14 | 9 | 5 | 0 | 0 | 18 | +0.298 |
Lucknow Super Giants | 14 | 9 | 5 | 0 | 0 | 18 | +0.251 |
Royal Challengers Bangalore | 14 | 8 | 6 | 0 | 0 | 16 | -0.253 |
Delhi Capitals | 14 | 7 | 7 | 0 | 0 | 14 | +0.204 |
Punjab Kings | 14 | 7 | 7 | 0 | 0 | 14 | +0.126 |
Kolkata Knight Riders | 14 | 6 | 8 | 0 | 0 | 12 | +0.146 |
Sunrisers Hyderabad | 14 | 6 | 8 | 0 | 0 | 12 | -0.379 |
Chennai Super Kings | 14 | 4 | 10 | 0 | 0 | 8 | -0.203 |
Mumbai Indians | 14 | 4 | 10 | 0 | 0 | 8 | -0.506 |