IPL গ্রুপের অবস্থা
Pos | Team | PLD | Won | Lost | Tied | N/R | NRR | Pts |
---|---|---|---|---|---|---|---|---|
1 | ![]() | 14 | 10 | 4 | 0 | 0 | +0.809 | 20 |
2 | ![]() | 14 | 8 | 5 | 0 | 1 | +0.652 | 17 |
3 | ![]() | 14 | 8 | 5 | 0 | 1 | +0.284 | 17 |
4 | ![]() | 14 | 8 | 6 | 0 | 0 | -0.044 | 16 |
5 | ![]() | 14 | 7 | 7 | 0 | 0 | +0.148 | 14 |
6 | ![]() | 14 | 7 | 7 | 0 | 0 | +0.135 | 14 |
7 | ![]() | 14 | 6 | 8 | 0 | 0 | -0.239 | 12 |
8 | ![]() | 14 | 6 | 8 | 0 | 0 | -0.304 | 12 |
9 | ![]() | 14 | 5 | 9 | 0 | 0 | -0.808 | 10 |
10 | ![]() | 14 | 4 | 10 | 0 | 0 | -0.590 | 8 |
Pos: Position, Pld: Played, Pts: Points, NRR: Net Run Rate
গতবারের মতো এবারের আইপিএলেও অংশ নিচ্ছে মোট ১০টি দল। ১৬ তম আইপিএলেও থাকছে দুটি গ্রুপ। গতবারেও যা দেখা গিয়েছিল। এবারেও সেই গ্রুপ করে দেওয়া হয়েছে। ফলে প্রত্যেকটি দল দুটি করে ম্যাচ খেলতে পারবে না। যে কোনও ফ্র্যাঞ্চাইজিকে পাঁচটি দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ খেলতে হবে। চারটি দলের বিরুদ্ধে খেলতে হবে একটি করে ম্যাচ। তবে দুটি গ্রুপের জন্য পৃথক পয়েন্ট তালিকা নেই। সার্বিকভাবে একটি পয়েন্ট তালিকা আছে। গ্রুপ পর্যায়ের সব ম্যাচের শেষে যে চারটি দল তালিকার শীর্ষে থাকবে, সেই দলগুলি প্লে-অফে উঠবে। প্রথম দুটি দল প্রথম কোয়ালিফায়ারে খেলবে। জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে। অন্যদিকে, তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল ‘এলিমিনেটর’ খেলবে। এলিমিনেটরের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে যাবে। গ্রুপ 'এ'-তে রয়েছে- মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ 'বি'-তে রয়েছে- চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস, সানরাজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাট টাইটান্স।