২০১৩ সালের স্পট ফিক্সিং কেলেঙ্কারি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটি কুখ্যাত অধ্যায়। রাজস্থান রয়্যালসের ত্রয়ী এস শ্রীসন্ত, অজিত চান্ডিলা এবং অঙ্কিত চহ্বানের নাম সরাসরি এই কেলেঙ্কারিতে জড়িয়েছিল। প্রাক্তন আরআর বোলার ব্র্যাড হগ, যিনি সেই বছর রাজস্থান ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন, পুরো ঘটনাটি নতুন করে সামনে এনেছেন। এবং এই ঘটনা কী ভাবে প্রভাবিত করেছিল পুরো দলকে, তা প্রকাশ্যে এনেছেন।
হগ তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে আমরা তখন মুম্বইতে ছিলাম এবং স্পট ফিক্সিংয়ের গল্পটি ছড়িয়ে পড়েছিল। পরের দিন সকালে মুম্বইয়ের বিরুদ্ধে খেলার পর আমরা হায়দরাবাদ যাওয়ার জন্য বাসে উঠেছিলাম। তিন জন খেলোয়াড় সেই বাসে ছিল না, তাদের গ্রেফতার করা হয়েছিল। আমরা হায়দরাবাদে চলে যাই। সব জায়গায় ক্যামেরা ছিল। আমরা শুধু বাস থেকে নেমে নিজেদের রুমে ঢুকে পড়তে চেয়েছিলাম। প্যাডি আপটন কোচ আমাদের নামিয়েডেকে এনে পুলের চারপাশে বসিয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সকলের মনের অবস্থা জানতে চান।’
আরও পড়ুন: হ্যাটট্রিক সহ ৫ উইকেট নিলেন, তবু যুজির সফল বোলিংয়ে চোনা থেকেই গেল
আরও পড়ুন: এ বার IPL-এ দ্বিতীয় সেঞ্চুরি বাটলারের, ছুলেন কোহলি, গেইলের মাইলস্টোন
হগ এর সঙ্গেই যোগ করেছেন, ‘সকলেই বিচলিত ছিল। আসলে যা ঘটেছিল, তাতে সবাই খুব বিরক্ত হয়েছিল। কয়েক জনের কিছু কাণ্ড অন্য সবাইকে প্রভাবিত করেছিল এবং বাকি সব খেলোয়াড় তখন সম্মানজনক ভাবে গেমটি খেলতে চেয়েছিল, এমন কী এই তিনজন যা করেছে, তার কাছাকাছি কিছু করার কথা বাকিরা চিন্তাও করেনি।’
হগ তার পর বর্ণনা করেছেন, সেই বছর আইপিএলে অভিষেক হওয়া প্রবীণ তাম্বে এই পুরো ঘটনায় কতটা আঘাত পেয়েছিলেন। হগ বলেছেন, ‘যা ঘটছে, সেটা নিয়ে প্রবীণ তাম্বে ওর মতামত জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল। এ রকম সর্বোচ্চ স্তরে ও খেলার সুযোগ পেয়েও, তিন জনের ক্রিয়াকলাপের কারণে কলঙ্কিত হয়েছিল। ওর ছোট্ট আবেগঘন বক্তৃতার পর সকলে মনের জোর পায় এবং লড়াই করার মানসিকতা খুঁজে পায়।’