আজ অর্থাৎ শনিবার ঘরের মাঠে একেবারে আইপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। নীতীশ রানাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে শেষ ম্যাচ জিততে মরিয়া শাহরুখ খানের দল। যদিও টুর্নামেন্ট থেকে তাদের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। বিশেষ করে গত ম্যাচে রাজস্থান রয়্যালস জেতার পর নাইটদের প্লেঅফে ওঠার আর কোনও রকম সম্ভাবনা নেই বললেই চলে।
যদি নাইটদের প্লেঅফে জায়াগা করে নিতে হয়, তাহলে রানরেটের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকতে হবে। হিসাব করলে তা দেখা যাচ্ছে শনিবার ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়েন্টকে ন্যূনতম ১০৩ রানে হারাতে হবে। আবার রান তাড়া করতে নামলে ৮.৫ ওভারের মধ্যে জিততে হবে কেকেআরকে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে মুম্বই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-গুজরাট টাইটানস ম্যাচের দিকে। কারণ ব্যাঙ্গালোর বা মুম্বই জিতলেই আইপিএল থেকে ছিটকে যাবে কেকেআর। কেকেআরের প্লেঅফের যাওয়ার অংকটা বেশ কঠিন। সেদিক থেকে দেখতে গেলে লখনউ ম্যাচ নীতীশ রানাদের কাছে আক্ষরিক অর্থে নিয়মরক্ষার ছাড়া আর কিছুই নয়। তার উপর নাইট অধিনায়ক অভিযোগ করেছেন, ইডেনে হোম অ্যাডভান্টেজ নাকি পাচ্ছে না তারা।
যদিও নিজেদের ঘরের মাঠে জিততে মরিয়া চন্দ্রকান্ত পণ্ডিতের শিষ্যরা। গত ম্যাচে চেন্নাইকে হারিয়ে টুর্নামেন্ট ভেসে ছিল। কিন্তু রাজস্থান ম্যাচ জিতে নেওয়ায় সেই আশা কার্যত শেষ হয়ে যায়। এখন এটাই দেখার বিষয়, এই ম্যাচে বড় ব্যবধানের জিততে পারে কিনা কেকেআর। তবে এই ম্যাচে নামার আগে নাইট ক্রিকেটারদের মানসিক দিক থেকে পাল্টা চাপে রেখেছে লখনউ। মোহনবাগান ক্লাবকে সম্মান জানাতে ক্রুণাল পান্ডিয়ারা সবুজ-মেরুন জার্সি পরে ম্যাচ খেলতে নামবে। যা নিয়ে বেশ চিন্তায় রয়েছে নাইট টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই বোর্ডের কাছে নালিশও করেছেন নাইট কর্তারা। স্বার্থসংঘাতের অভিযোগ তোলা হয়েছে। তারপরই লখনউয়ের টুইটার পেজ থেকে পোস্টার ডিলিট করা হয়েছে। পরিস্থিতি যে বেশ গরম তা বলার অপেক্ষা রাখে না।
এই পরিস্থিতির মধ্যেই শনিবার সন্ধ্যেয় ইডেনে লখনউয়ের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। তবে গত ম্যাচে চেন্নাইকে হারানোয় কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে রানার দলকে। তবে বিকালে বৃষ্টির ভ্রুকুটিও রয়েছে। বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেলে নাইটদের আর কিছু করার থাকবে না। পাকাপাকি ভাবে টুর্নামেন্ট থেকে বিদায় জানাবে কেকেআর শিবির। শাহরুখ খানের দল চাপে থাকলেও অনেকটাই হালকা মেজাজে লখনউ। তিন নম্বরে থাকা লখনউয়ের প্লেঅফ পাকা হলেও এই ম্যাচ জিতে পাকাপাকি ভাবে প্রথম চারে জায়গা করে নিতে মরিয়া গৌতম গম্ভীররা।
এবার এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে সম্ভাব্য একাদশ-
কলকাতা নাইট রাইডার্সের ইমপ্যাক্ট প্লেয়ার সহ সম্ভাব্য একাদশ: জেসন রয়, রহমনউল্লাহ গুরবাজ, বেঙ্কটেশ আইয়ার/সুয়াশ শর্মা, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর,বৈভব আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
লখনউ সুপার জায়ান্টস দলের ইমপ্যাক্ট প্লেয়ার সহ সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি'কক, দীপক হুডা, প্রেরক মানকাড, ক্রণাল পান্ডিয়া, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, আয়ূশ বাদোনী, নবীন-উল-হক, রবি বিষ্ণোই, সপনীল সিং, মহসিন খান, যশ ঠাকুর/অমিত মিশ্র।