আজ অর্থাৎ মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। কাকতালীয়ভাবে এই মাঠের ম্যাচ দুই দলের কাছেই কার্যত মরণ বাচনের। কারণ এই ম্যাচে যারা হারবে সেই দল ১৬তম আইপিএলের প্লেঅফে যাওয়ার দৌড়ে অনেকটা পিছিয়ে পড়বে। এই বছর আইপিএলে এখনও পর্যন্ত দুই দল ১০টি করে ম্যাচ খেলেছে। যার মধ্যে পাঁচটিতে জিতেছে। তবে রান রেটের বিচারে পয়েন্ট টেবিলের ছয় নম্বর স্থানে রয়েছে আরসিবি। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে ৮ নম্বর স্থানে।
এবারের মরশুমের শুরু থেকে ব্যাকফুটে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। চোট আঘাত সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে তারা। টুর্নামেন্টের আগেই ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। সম্প্রতি আবার জোফ্রা আর্চারকে হারিয়েছে রোহিত ব্রিগেড। ফলে প্রথম থেকে বোলিং বিভাগের দায়িত্ব এসে পড়ে তরুণ ক্রিকেটার উপর। একেবারেই ধারাবাহিক ফর্মে নেই তারা।
ব্যাটিং ব্যর্থতাও তাদের হারের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত অধিনায়ক রোহিত শর্মা পরপর দুটি ম্যাচে ০ রানে আউট হয়েছেন। এই মরশুমে ১০ টি ম্যাচ খেলে করেছেন মাত্র ১৮৪ রান। যা ভোগাচ্ছে মুম্বইকে। শুরুটা ভালো না হওয়ায় চাপে পড়ে যাচ্ছে রোহিতে দল। গত ম্যাচে চিপকে মহেন্দ্র সিং ধোনিদের কাছে হারতে হয়েছে মুম্বইকে। তাই আরসিবির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা।
সেই সঙ্গে বলে রাখা ভালো এবারের আইপিএলের প্রথম পর্বে চিন্নাস্বামীতে বিরাটদের বিরুদ্ধে হারতে হয়েছে। ফলে এবার রোহিতের কাছে সুযোগ বদলা নেওয়ার। নিজেদের ঘরের মাঠে বিরাটদের হারিয়ে বদলা নিতে মরিয়া সূর্যকুমার যাদবরা। তবে এই ম্যাচে পাওয়া যাবে না আর্চারকে। চোটের জন্য ছিটকে গিয়েছেন তিনি। তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে ক্রিস জর্ডনকে। কিন্তু তিনিও যে এই ম্যাচে সুযোগ পাবেন, তার সম্ভাবনাও খুবই কম।
অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং মূলত দুজনের কাঁধে নির্ভর করে রয়েছে। একজন অধিনায়ক ফাফ ডু প্লেসি ও অন্যজন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ফাফ এখনও পর্যন্ত এই মরসুমে সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১০ ম্যাচে তিনি করেছেন ৫১১ রান। পিছিয়ে নেয় বিরাটও। তিনি করেছেন ৪১৯ রান। এছাড়াও রয়েছেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিকও রানের মধ্যে রয়েছেন। বোলিংয়ের দিক থেকেও বেশ কিছুটা এগিয়ে রয়েছে বিরাটরা। জোরে বোলার মহম্মদ সিরাজের সঙ্গে রয়েছেন জোশ হ্যাজলউড। আজকের কার্যত টিকে থাকার লড়াইয়ে যে দল মাথা ঠান্ডা রেখে নিজেদের কাজ করে যেতে পারবে শেষ বাজি তারাই জিতবে।
মনে করা হচ্ছে গত ম্য়াচের একাদশ রেখে দিতে পারে দুই দল। যদিও আগে থেকে কোনও রকম ইঙ্গিত পাওয়া যায়নি। এবার এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ।
ইমপ্যাক্ট প্লেয়ার মুম্বইয়ের সম্ভাব্য দ্বাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, পীযূষ চাওলা, হৃতিক শোকিন, আকাশ মাধওয়াল/আর্শাদ খান, কুমার কার্তিকেয়।
ইমপ্যাক্ট প্লেয়ার সহ আরসিবি-র সম্ভাব্য দ্বাদশ: বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, সুয়াশ প্রভুদেসাই, অনুজ রাওয়াত/কেদার যাদব, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহিপাল লোমরর, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহম্মদ সিরাজ, জোশ হ্যাজেলউড, হার্ষাল প্যাটেল/বিজয়কুমার ভিশাক।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।