বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > SRH vs LSG: ডাগ-আউটে নয়, লখনউয়ের এক ফিল্ডারের মাথায় নাট-বোল্ট ছুঁড়ে মারেন দর্শকরা, আসল সত্যিটা ফাঁস করলেন জন্টি রোডস

SRH vs LSG: ডাগ-আউটে নয়, লখনউয়ের এক ফিল্ডারের মাথায় নাট-বোল্ট ছুঁড়ে মারেন দর্শকরা, আসল সত্যিটা ফাঁস করলেন জন্টি রোডস

উপ্পলে আক্রান্ত প্রেরক। ছবি- টুইটার।

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants IPL 2023: উপ্পলে থার্ড আম্পায়ার একটি নো-বলের সিদ্ধান্ত নাকচ করার পরেই হাঙ্গামা শুরু করেন দর্শকরা। যার ফলে ম্যাচ কিছুক্ষণ বন্ধ থাকে।

লখনউ সুপার জায়ান্টসের ডাগ-আউটে নয়, উপ্পলে নাট-বোল্ট ছোঁড়া হয় মাঠে ফিল্ডিং করা ক্রিকেটারকে লক্ষ্য করে। সানরাইজার্স সমর্থকরা নাট-বোল্ট ছুঁড়ে মারেন লখনউয়ের ক্রিকেটার প্রেরক মানকড়কে। লং-অনে ফিল্ডিং করার সময় মাথায় আঘাত পান প্রেরক, এমনটাই জানালেন লখনউয়ের ফিল্ডিং কোচ জন্টি রোডস।

জন্টির দাবি যথার্থ হলে নিঃসন্দেহে পরিস্থিতি ছিল ভয়াবহ। সেক্ষেত্রে উপ্পলে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে পারে। ভাগ্য ভালো হওয়ায় বড় চোট পাননি প্রেরক। তিনি পরে ব্যাট করতে নেমে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন। দলকে জিতিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও জেতেন মানকড়।

উপ্পলে সানরাইজার্স ইনিংসের ১৮.৩ ওভারে ব্যাটসম্যান আব্দুল সামাদকে হাই ফুলটস বল করেন লখনউয়ের পেসার আবেশ খান। ফিল্ড আম্পায়ার নো-বল ডাকেন। তবে লখনউ সুপার জায়ান্টস রিভিউয়ের আবেদন জানায়। টেলিভিশন রি-প্লে দেখে অনেকেরই মনে হয় যে, সেটি যথার্থই নো-বল ছিল। তবে তৃতীয় আম্পায়ার নো-বলের সিদ্ধান্ত নাকচ করে সেটিকে ফেয়ার ডেলিভারি বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:- SRH vs LSG: উপ্পলে পুরানের তাণ্ডব, দাপুটে জয়ে হায়দরাবাদকে খাদের কিনারায় ঠেলে দিল লখনউ

নো-বলের সিদ্ধান্ত বদলে যাওয়ার পরে স্কোয়ার-লেগ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন ব্যাটসম্যান এনরিখ ক্লাসেন। আব্দুল সামাদও আম্পায়ারের সিদ্ধান্ত অসন্তোষ প্রকাশ করেন। শুধু ব্যাটসম্যানরাই নন, ক্ষেপে ওঠে হায়দরাবাদের গ্যালারির একাংশ। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে লখনউ শিবিরের উপরে রাগ উগরে দেন দর্শকরা।

আরও পড়ুন:- SRH vs LSG: ‘বাঁয়ে হাত কা খেল’, দেখুন কীভাবে শূন্যে লাফিয়ে কঠিন ক্যাচ অতি সহজে ধরলেন ডি'কক- ভিডিয়ো

প্রেরককে লক্ষ্য করে দর্শকরা নাট-বোল্ট ছোঁড়ার পরে বড়সড় বিপদ ঘটতে পারে বুঝেই লখনউয়ের সাপোর্ট স্টাফরা মাঠে নেমে পড়েন। তাঁরা ম্যাচ অফিসিয়ালদের দৃষ্টি আকর্ষণ করেন এই বিষয়ে। লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরকে দেখতে পাওয়া মাত্রই দর্শকরা কোহলি-কোহলি বলে চিৎকার করতে শুরু করেন। যতক্ষণ না পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, খেলা বন্ধ থাকে।

ম্যাচের শেষে ক্লাসেন আম্পায়ারের সিদ্ধান্তে প্রকাশ্যেই সংশয় প্রকাশ করেন। যার ফলে তাঁকে শাস্তির মুখেও পড়তে হয়। তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি।

ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৪ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাজিত করে লখনউ সুপার জায়ান্টস। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮২ রান সংগ্রহ করে। ক্লাসেন দলের হয়ে সব থেকে বেশি ৪৭ রান করেন। পালটা ব্যাট করতে নেমে লখনউ ১৯.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তুলে ম্যাচ জিতে যায়। প্রেরক মানকড় ৪৫ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন