আমদাবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর হাই-ভোল্টেজ ম্যাচে ব্যক্তিগত মাইলস্টোন ছুঁতে পারেন দিল্লি ক্যাপিটালসের তিন তারকা পৃথ্বী শ, শিখর ধাওয়ান ও ঋষভ পন্ত। টপ অর্ডারারের তিন ব্যাটম্যানের সামনেই রয়েছে নজির গড়ার হাতছানি।
১. দ্বিতীয় কণিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ১০০০ রান পূর্ণ করতে পারেন পৃথ্বী। তার জন্য তরুণ ওপেনারের প্রয়োজন মাত্র ৮ রান। আইপিএলে পৃথ্বী এখনও পর্যন্ত ৪৩ ম্যাচে ৯৯২ রান সংগ্রহ করেছেন। কোহলিদের বিরুদ্ধে ৮ রান তুলে নিলেই লক্ষ্যে পৌঁছে যাবেন তিনি। সবথেকে কম বয়সে আইপিএলে ১০০০ রান করা ক্রিকেটারের রেকর্ড রয়েছে দিল্লি অধিনায়ক ঋষভ পন্তের দখলে।
২. শিখর ধাওয়ান আরসিবি ম্যাচে ২টি চার মারলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০০টি বাউন্ডারি মারার নজির গড়বেন। সার্বিকভাবে গব্বর ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে বেশি ৬২৩টি চার মারার রেকর্ড নিজের দখলেই রেখেছেন। তাছাড়া ব্যাঙ্গালোর ম্যাচে ৪৪ রান করলে ধাওয়ান আইপিএলে ৫৫০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন।
৩. ঋষভ পন্ত ১টি চার মারলে আইপিএলে ২০০টি বাউন্ডারি মারার নজির গড়বেন। যেহেতু তিনি দিল্লি ছাড়া অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেননি, তাই ধাওয়ানের মতোই দিল্লির জার্সিতে ২০০টি বাউন্ডারির মাইললস্টোন ছুঁতে পারেন ক্যাপিটালস অধিনায়ক। তবে ধাওয়ান বা পন্ত, যেই আগে এই মাইলস্টোন টপকে যান না কেন, বীরেন্দ্র সেহওয়াগের পর দিল্লির দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এমন নজির গড়বেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।