মোট ২৫ জন ক্রিকেটারকে ঘরে তুলেছে প্রীতির পঞ্জাব। দলে জায়গা পেয়েছে শাহরুখ খান, শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন। এদের জন্য বিপুল অর্থ খরচ করেছে পঞ্জাব। তবে মিডিল অর্ডারে ভালো ভারতীয় ক্রিকেটার দরকার ছিল বলে অনেকেই মনে করছেন। একবার দেখে নেওয়া যাক পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ। তার সঙ্গে দেখে নেওয়া যাক পঞ্জাব কিংসের শক্তি ও খামতি।
১) শিখর ধাওয়ান
২) মায়াঙ্ক আগরওয়াল
৩) জনি বেয়ারস্টো
৪) লিয়াম লিভিংস্টোন
৫) শাহরুখ খান
৬) ঋষি ধাওয়ান
৭) হরপ্রীত ব্রার
৮) ওডিন স্মিথ
৯) কাগিসো রাবাদা
১০) অর্শদীপ সিং
১১) রাহুল চাহার
রিজার্ভ বেঞ্চে থাকবেন প্রবসিমরন সিং, জিতেশ শর্মা, ইশান পোড়েল, সন্দীপ শর্মা, রাজ বাওয়া, প্রেরক মানকড়, বৈভব আরোরা, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, বলতেজ ঢান্ধা, অংশ প্যাটেল, ন্যাথন এলিস, অথর্ব টাইডে, ভানুকা রাজাপক্ষে, বেনি হাওয়েল।
লিয়াম লিভিংস্টোনকে সবথেকে বেশি দাম দিয়ে কিনেছে পঞ্জাব কিংস। রাবাদার জন্য ৯.২৫ কোটি ও শাহরুখ খানের জন্য ৯ কোটি টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন পঞ্জাবের মিডিল অর্ডারে যদি আরও একজন ভারতীয় ব্যাটার থাকত তাহলে দল আরও একটু শক্তিশালী হত। কারণ পঞ্জাবের পকেটে এখনও ৩.৪৫ কোটি টাকা রয়েছে। সেই অর্থ দিয়ে মিডল অর্ডারের জন্য ভালো ব্যাটার পাওয়া যেত। তবে বলা যেতে পারে রাজ বাওয়ার জন্য দারুণ বাজি খেলেছে পঞ্জাব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।