বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: গব্বরকে টলানো গেল না, ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হল গেইলদের
শিখর ধাওয়ান। ছবি- আইপিএল।

IPL 2021: গব্বরকে টলানো গেল না, ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হল গেইলদের

৯৯ রানে নট-আউট থাকেন পঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। দিল্লি ওপেনার ধাওয়ান অপরাজিত থাকেন ৬৯ রানে।

৭ ম্যাচে ৫টি জিতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি পঞ্জাব কিংসের, যারা তাদের প্রথম ৭ ম্যাচে জয় পেয়েছে মাত্র ৩টি'তে।

02 May 2021, 11:28:53 PM IST

ম্যাচের সেরা মায়াঙ্ক

ধাওয়ান নন, ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মায়াঙ্ক আগরওয়াল। অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে যেভাবে একার কাঁধে পঞ্জাবকে লড়াইয়ের রসদ এনে দেন মায়াঙ্ক, তাতেই জোটে স্বীকৃতি।

02 May 2021, 11:19:27 PM IST

পঞ্জাবের বোলিং পারফর্ম্যান্স

মেরেডিথ ৩৫ রানে ১টি উইকেট নেন। জর্ডন ২১ রানে ১ উইকেট দখল করেন। হরপ্রীত ১৯ রানে ১টি উইকেট পকেটে পোরেন।

02 May 2021, 11:18:25 PM IST

দিল্লির ব্যাটিং পারফর্ম্যান্স

পৃথ্বী ৩৯, ধাওয়ান অপরাজিত ৬৯, স্মিথ ২৪, পন্ত ১৪ ও হেতমায়ের অপরাজিত ১৬ রান করেন।

02 May 2021, 11:01:16 PM IST

৭ উইকেটে জয়ী দিল্লি

মেরেডিথের ওভারে ২টি ছক্কা ও ১টি চার মেরে দিল্লির জয় নিশ্চিত করেন হেতমায়ের। যদিও তাদের শেষ দু'টি রান আসে ওয়াইডের সৌজন্যে। পঞ্জাবের ৬ উইকেটে ১৬৬ রানের জবাবে দিল্লি ১৭.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তুলে ম্যাচ জিতে যায়। শিখর ধাওয়ান ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। তিনি লোকেশ রাহুলের থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেন। হেতমায়ের ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪ বলে ১৬ রান করে নট-আউট থাকেন।

02 May 2021, 10:54:30 PM IST

দিল্লি ১৫০

১৮তম ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে দিল্লি।

02 May 2021, 10:53:40 PM IST

৩ ওভারে দরকার ১৯

জর্ডনের ওভারে ৪ রান ওঠে। ১টি উইকেট পড়ে। ১৭ ওভারে দিল্লি ১৪৮/৩। জের জন্য ৩ ওভারে দরকার ১৯ রান।

02 May 2021, 10:50:38 PM IST

পন্তকে ফেরালেন জর্ডন

১৭তম ওভারে জর্ডনের তৃতীয় বলে মায়াঙ্কের হাতে ধরা দেন পন্ত। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৪ রান করেন পন্ত। দিল্লি ১৪৭ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হেতমায়ের

02 May 2021, 10:47:39 PM IST

৪ ওভারে দরকার ২৩ রান

হুডার ওভারে ৫ রান ওঠে। ১৬ ওভারে দিল্লি ১৪৪/২। ৪ ওভারে দরকার ২৩ রান। ধাওয়ান ৬৪ রানে ব্যাট করছেন।

02 May 2021, 10:43:06 PM IST

৫ ওভারে দরকার ২৮

শামির ওভারে ১৩ রান ওঠে। ১টি চার মারেন ধাওয়ান। ১টি ছক্কা মারেন পন্ত। ১৫ ওভারে দিল্লি ১৩৯/২। জয়ের জন্য তাদের ৫ ওভারে দরকার ২৮ রান।

02 May 2021, 10:38:16 PM IST

১৪ ওভারে দিল্লি ১২৬/২

বিষ্ণোইয়ের ওভারে ১৫ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন ধাওয়ান। ১টি চার মারেন পন্ত। তিনি বাউন্ডারি দিয়ে খাতা খোলেন। ১৪ ওভারে দিল্লি ১২৬/২। বিষ্ণোই ৪ ওভারে ৪২ রান খরচ করেন।

02 May 2021, 10:34:50 PM IST

ধাওয়ানের হাফ-সেঞ্চুরি

৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শিখর ধাওয়ান।

02 May 2021, 10:33:44 PM IST

১৩ ওভারে দিল্লি ১১১/২

মেরেডিথের ওভারে ৫ রান ওঠে। ১টি উইকেট পড়ে। ১৩ ওভারে দিল্লি ১১১/২।

02 May 2021, 10:31:59 PM IST

স্মিথকে ফেরালেন মেরেডিথ

১৩তম ওভারের শেষ বলে স্টিভ স্মিথকে ফিরিয়ে দিলেন মেরেডিথ। ১টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২৫ রান করে মালানের হাতে ধরা পড়েন স্মিথ। দিল্লি ১১১ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত।

02 May 2021, 10:26:01 PM IST

১২ ওভারে দিল্লি ১০৬/১

বিষ্ণোইয়ের ওভারে ১০ রান ওঠে। ১টি ছক্কা মারেন ধাওয়ান। ১২ ওভারে দিল্লি ১০৬/১। ধাওয়ান ৪১ ও স্মিথ ২৪ রানে ব্যাট করছেন।

02 May 2021, 10:21:50 PM IST

দিল্লি ১০০

১২তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে দিল্লি ক্যাপিটালস।

02 May 2021, 10:19:42 PM IST

১১ ওভারে দিল্লি ৯৬/১

হরপ্রীতের ওভারে ৯ রান ওঠে। ১১ ওভারে দিল্লি ৯৬/১।

02 May 2021, 10:17:37 PM IST

১০ ওভারে দিল্লি ৮৭/১

হুডার ওভারে ৬ রান ওঠে। ১০ ওভারে দিল্লি ৮৭/১। ধাওয়ান ৩০ রানে ব্যাট করছেন।

02 May 2021, 10:13:46 PM IST

৯ ওভারে দিল্লি ৮১/১

হরপ্রীতের ওভারে ৭ রান ওঠে। ৯ ওভারে দিল্লি ৮১/১।

02 May 2021, 10:09:37 PM IST

৮ ওভারে দিল্লি ৭৪/১

বিষ্ণোইয়ের ওভারে ৮ রান ওঠে। ১টি চার মারেন স্মিথ। ৮ ওভারে দিল্লি ৭৪/১।

02 May 2021, 10:08:37 PM IST

৭ ওভারে দিল্লি ৬৬/১

হরপ্রীতের ওভারে ৩ রান ওঠে। ১টি উইকেট পড়ে। ৭ ওভারে দিল্লি ৬৬/১।

02 May 2021, 10:04:38 PM IST

পৃথ্বীকে ফেরালেন হরপ্রীত

বল হাতে নিয়েই পৃথ্বীকে ফিরিয়ে দিলেন হরপ্রীত ব্রার। গত ম্যাচে কোহলি, ম্যাক্সওয়েল ও এবিডি'র উইকেট নিয়েছিলেন হরপ্রীত। এই ম্যাচে শুরুতেই পেলেন সাফল্য। সপ্তম ওভারের প্রথম বলেই তিনি পৃথ্বীকে বোল্ড করেন। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩৯ রান করে ডাগ-আউটে ফেরেন পৃথ্বী। দিল্লি ৬৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

02 May 2021, 09:58:30 PM IST

পাওয়ার প্লে'র ৬ ওভারে দিল্লি ৬৩/০

জর্ডনের ওভারে ১৭ রান ওঠে। ১টি ছক্কা ও ১টি চার মারেন পৃথ্বী। ধাওয়ান মারেন ১টি চার। পাওয়ার প্লে'র ৬ ওভারে দিল্লি ৬৩/০। পৃথ্বী ২১ বলে ৩৯ ও ধাওয়ান ১৫ বলে ২২ রান করেন।

02 May 2021, 09:55:42 PM IST

দিল্লি ৫০

ষষ্ঠ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে দিল্লি ক্যাপিটালস।

02 May 2021, 09:53:37 PM IST

৫ ওভারে দিল্লি ৪৬/০

রবি বিষ্ণোইয়ের ওভারে ৯ রান ওঠে। ১টি ছক্কা মারেন পৃথ্বী। ৫ ওভারে দিল্লি ৪৬/০

02 May 2021, 09:51:20 PM IST

৪ ওভারে দিল্লি ৩৭/০

শামির ওভারে ১০ রান ওঠে। ২টি চার মারেন ধাওয়ান। ৪ ওভারে দিল্লি ৩৭/০।

02 May 2021, 09:41:43 PM IST

৩ ওভারে দিল্লি ২৭/০

মেরেডিথের ওভারে ৩ রান ওঠে। ৩ ওভারে দিল্লি ২৭/০।

02 May 2021, 09:38:01 PM IST

২ ওভারে দিল্লি ২৪/০

শামির ওভারে ১৫ রান ওঠে। ১টি ছয় ও ২টি চার মারেন পৃথ্বী। ২ ওভারে দিল্লি ২৪/০।

02 May 2021, 09:33:33 PM IST

১ ওভারে দিল্লি ৯/০

প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে দিল্লি ৯ রান তুলেছে। ১টি চার মারেন ধাওয়ান।

02 May 2021, 09:32:54 PM IST

দিল্লির রান তাড়া করা শুরু

দিল্লির হয়ে ওপেন করতে নামেন ধাওয়ান ও পৃথ্বী। বোলিং শুরু করেন মেরেডিথ।

02 May 2021, 09:31:53 PM IST

দিল্লির বোলিং পারফর্ম্যান্স

রাবাদা ৩৬ রানে ৩টি উইকেট নেন। আবেশ ৩৯ রানে ১টি ও অক্ষর ২১ রানে ১টি উইকেট দখল করেন।

02 May 2021, 09:31:08 PM IST

পঞ্জাবের ব্যাটিং পারফর্ম্যান্স

প্রভসিমরন ১২, মায়াঙ্ক অপরাজিত ৯৯, গেইল ১৩, মালান ২৬, হুডা ১, শাহরুখ ৪, জর্ডন ২ ও হরপ্রীত অপরাজিত ৪ রান করেন।

02 May 2021, 09:14:21 PM IST

৯৯ নট-আউট মায়াঙ্ক, পঞ্জাব ১৬৬/৬

আবেশের ওভারে ২৩ রান ওঠে। ১টি চার মারেন হরপ্রীত। ২টি চার ও ১টি ছক্কা মারেন আগরওয়াল। মায়াঙ্ক ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন। হরপ্রীত নট-আউট থাকেন ৪ রানে। পঞ্জাব ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলেছে। জয়ের জন্য দিল্লির দরকার ১৬৭ রান।

02 May 2021, 09:09:17 PM IST

পঞ্জাব ১৫০

শেষ ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে পঞ্জাব কিংস।

02 May 2021, 09:08:50 PM IST

রাবাদা ৪ ওভারে ৩৬/৩

রাবাদা ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন।

02 May 2021, 09:08:23 PM IST

১৯ ওভারে পঞ্জাব ১৪৩/৬

রাবাদার ওভারে ১১ রান ওঠে। ১টি উইকেট পড়ে। ১টি ছক্কা মারেন মায়াঙ্ক। ১৯ ওভারে পঞ্জাব ১৪৩/৬।

02 May 2021, 09:06:43 PM IST

জর্ডন আউট

১৯তম ওভারের শেষ বলে জর্ডনকে ফেরালেন রাবাদা। ৩ বলে ২ রান করে ললিতের হাতে ধরা পড়েন জর্ডন।

02 May 2021, 09:01:22 PM IST

১৮ ওভারে পঞ্জাব ১৩২/৫

আবেশের ওভারে ৪ রান ওঠে। ১টি উইকেট পড়ে। ১৮ ওভারে পঞ্জাব ১৩২/৫।

02 May 2021, 08:58:49 PM IST

শাহরুখ খান আউট

১৮তম ওভারের দ্বিতীয় বলে শাহরুখ খানকে ফেরালেন আবেশ খান। ৫ বলে ৪ রান করে হেতমায়েরের হাতে ধরা পড়েন শাহরুখ। পঞ্জাব ১২৯ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জর্ডন।

02 May 2021, 08:57:52 PM IST

১৭ ওভারে পঞ্জাব ১২৮/৪

অক্ষরের ওভারে ১১ রান ওঠে। ২টি চার মারেন মায়াঙ্ক। ১৭ ওভারে পঞ্জাব ১২৮/৪। মায়াঙ্ক ব্যাট করছেন ৭১ রানে।

02 May 2021, 08:53:38 PM IST

১৬ ওভারে পঞ্জাব ১১৭/৪

ইশান্তের ওভারে ১৫ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন মায়াঙ্ক। পঞ্চম বলে মায়াঙ্কের ক্যাচ ছাড়েন ললিত। ১৬ ওভারে পঞ্জাব ১১৭/৪।

02 May 2021, 08:51:27 PM IST

মায়াঙ্কের হাফ-সেঞ্চুরি

৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মায়াঙ্ক।

02 May 2021, 08:49:56 PM IST

১৫ ওভারে পঞ্জাব ১০২/৪

রাবাদার ওভারে ১২ রান ওঠে। ১টি ছক্কা মারেন আগরওয়াল। ১৫ ওভারে পঞ্জাব ১০২/৪।

02 May 2021, 08:48:01 PM IST

পঞ্জাব ১০০

১৫তম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে পঞ্জাব কিংস।

02 May 2021, 08:44:25 PM IST

১৪ ওভারে পঞ্জাব ৯০/৪

অক্ষরের ওভারে ৩ রান ওঠে। ২টি উইকেট পড়ে। ১৪ ওভারে পঞ্জাব ৯০/৪।

02 May 2021, 08:39:55 PM IST

হুডা রান-আউট

১৪তম ওভারের তৃতীয় বলে রান-আউট হলেন দীপক হুডা। ১ বলে ১ রান করে মাঠ ছাড়েন হুডা। পঞ্জাব ৮৮ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাহরুখ খান।

02 May 2021, 08:34:17 PM IST

মালান আউট

১৪তম ওভারের প্রথম বলে ডেভিড মালানকে বোল্ড করেন অক্ষর প্যাটেল। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ২৬ রান করেন মালান। পঞ্জাব ৮৭ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দীপক হুডা।

02 May 2021, 08:33:45 PM IST

১৩ ওভারে পঞ্জাব ৮৭/২

ললিতের ওভারে ৯ রান ওঠে। ১টি চার মারেন মায়াঙ্ক। ১৩ ওভারে পঞ্জাব ৮৭/২।

02 May 2021, 08:30:08 PM IST

১২ ওভারে পঞ্জাব ৭৮/২

ইশান্তের ওভারে ১৩ রান ওঠে। ১টি ছক্কা ও ১টি চার মারেন মালান। ১২ ওভারে পঞ্জাব ৭৮/২।

02 May 2021, 08:25:20 PM IST

১১ ওভারে পঞ্জাব ৬৫/২

আবেশ খানের ওভারে ২ রান ওঠে। ১১ ওভারে পঞ্জাব ৬৫/২।

02 May 2021, 08:20:02 PM IST

১০ ওভারে পঞ্জাব ৬৩/২

অক্ষরের ওভারে ২ রান ওঠে। ১০ ওভারে পঞ্জাব ৬৩/২।

02 May 2021, 08:12:44 PM IST

৯ ওভারে পঞ্জাব ৬১/২

ললিতের ওভারে ৮ রান ওঠে। ৯ ওভারে পঞ্জাব ৬১/২।

02 May 2021, 08:10:12 PM IST

৮ ওভারে পঞ্জাব ৫৩/২

অক্ষরের ওভারে ৬ রান ওঠে। ৮ ওভারে পঞ্জাব ৫৩/২।

02 May 2021, 08:08:10 PM IST

পঞ্জাব ৫০

অষ্টম ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে পঞ্জাব কিংস।

02 May 2021, 08:07:02 PM IST

৭ ওভারে পঞ্জাব ৪৭/২

ললিতের ওভারে ৮ রান ওঠে। ১টি চার মারেন মায়াঙ্ক। ৭ ওভারে পঞ্জাব ৪৭/২। মায়াঙ্ক ১৯ রানে ব্যাট করছেন।

02 May 2021, 08:01:49 PM IST

পাওয়ার প্লে'র ৬ ওভারে পঞ্জাব ৩৯/২

রাবাদার ওভারে ১০ রান ওঠে। ১টি উইকেট পড়ে। পাওয়ার প্লে'র ৬ ওভারে পঞ্জাব ৩৯/২।

02 May 2021, 07:59:49 PM IST

ফুলটস বলে গেইলকে বোল্ড করলেন রাবাদা

ষষ্ঠ ওভারের প্রথম বলে ছক্কা মারেন গেইল। দ্বিতীয় বলে বোল্ড হন তিনি। ১৪৪ কিলোমিটার প্রতি গণ্টার ফুলটস বল ঠিক মতো সামলাতেই পারলেন না দ্য ইউনিভার্স বস। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১৩ রান করে ক্রিজ ছাড়েন গেইল ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মালান।

02 May 2021, 07:57:24 PM IST

৫ ওভারে পঞ্জাব ২৯/১

আবেশের ওভারে ১১ রান ওঠে। ১টি করে চার মারেন গেইল ও আগরওয়াল। ৫ ওভারে পঞ্জাব ২৯/১।

02 May 2021, 07:50:34 PM IST

৪ ওভারে পঞ্জাব ১৮/১

রাবাদার ওভারে ৩ রান ওঠে। ১ উইকেট পড়ে। ৪ ওভারে পঞ্জাব ১৮/১।

02 May 2021, 07:49:00 PM IST

প্রভসিমরন আউট

চতুর্থ ওভারের তৃতীয় বলে প্রভসিমরনকে আউট করেন রাবাদা। ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ১২ রান করে স্মিথের হাতে ধরা পড়েন প্রভসিমরন। পঞ্জাব ১৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রিস গেইল।

02 May 2021, 07:45:58 PM IST

৩ ওভারে পঞ্জাব ১৫/০

ইশান্তের ওভারে ৯ রান ওঠে। দ্বিতীয় বলে মায়াঙ্কের ক্যাচ ছাড়েন আবেশ। ১টি ছক্কা মারেন প্রভসিমরন। ৩ ওভারে পঞ্জাব ১৫/০।

02 May 2021, 07:39:55 PM IST

২ ওভারে পঞ্জাব ৬/০

স্টইনিসের ওভারে ৬টি সিঙ্গল নেয় পঞ্জাব। ২ ওভারে পঞ্জাব ৬/০।

02 May 2021, 07:39:18 PM IST

প্রথম ওভারে কোনও রান খরচ করলেন না ইশান্ত

ইশান্ত শর্মা প্রথম ওভার মেডেন নেন। তিনিই এখনও পর্যন্ত চলতি আইপিএলের একমাত্র বোলার, যিনি ২টি মেডেন ওভার নিলেন।

02 May 2021, 07:33:12 PM IST

ম্যাচ শুরু

পঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন মায়াঙ্ক ও প্রভসিমরন। বোলিং শুরু করেন ইশান্ত।

02 May 2021, 07:32:37 PM IST

দিল্লির প্রথম একাদশ

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্ত (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মার্কাস স্টইনিস, শিমরান হেতমায়ের, ললিত যাদব, অক্ষর প্যাটেল, কাগিসো রাবাদা, আবেশ খান ও ইশান্ত শর্মা।

02 May 2021, 07:31:15 PM IST

পঞ্জাবের প্রথম একাদশ

মায়াঙ্ক আগরওয়াল (ক্যাপ্টেন), প্রভসিমরন সিং (উইকেটকিপার), ক্রিস গেইল, ডেভিড মালান, দীপক হুডা, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ক্রিস জর্ডন, রিলি মেরেডিথ, রবি বিষ্ণোই ও মহম্মদ শামি।

02 May 2021, 07:29:30 PM IST

অপরিবর্তিত দিল্লি

অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামে দিল্লি ক্যাপিটালস।

02 May 2021, 07:21:05 PM IST

সুযোগ পেলেন বিশ্বের ১ নম্বর আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটার

ধারাবাহিকভাবে ব্যর্থ নিকোলাস পুরানের বদলে মাঠে নামার সুযোগ পেলেন আইসিসির এক নম্বর টি-২০ ব্যাটসম্যান ডেভিড মালান। তাঁর হাতে আইপিএল ক্যাপ তুলে দেন গেইল।

02 May 2021, 07:20:08 PM IST

রাহুলের বদলে নেতৃত্বে মায়াঙ্ক

অসুস্থ হয়ে হাসপাতালে লোকেশ রাহুল। তাঁর বদলে পঞ্জাবকে নেতৃত্ব দিতে নামলেন মায়াঙ্ক আগরওয়াল। শেষ ম্যাচে চোটের জন্য মাঠে নামতে পারেননি মায়াঙ্ক। এই ম্যাচে তিনি রাহুলের জায়গাতেই দলে ঢোকেন।

02 May 2021, 07:14:08 PM IST

টস জিতল দিল্লি

পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল দিল্লি ক্যাপিটালস। টস জিতে দিল্লি দলনায়ক ঋষভ পন্ত প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান পঞ্জাবকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.