বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > Women's T20 Challenge: শেষ ম্যাচের ফলাফলের নিরিখে কারা ফাইনালে উঠবে, পয়েন্ট টেবিলে চোখ রাখলেই বুঝতে পারবেন

Women's T20 Challenge: শেষ ম্যাচের ফলাফলের নিরিখে কারা ফাইনালে উঠবে, পয়েন্ট টেবিলে চোখ রাখলেই বুঝতে পারবেন

শেষ ম্যাচে নির্ধারিত হবে ওমেনস টি-২০ চ্যালেঞ্জের দুই ফাইনালিস্ট। ছবি- বিসিসিআই।

ওমেনস টি-২০ চ্যালেঞ্জের ফাইনালের পথে এক পা বাড়িয়ে রয়েছেন হরমনপ্রীতরা। যদিও এখনও কোনও দলেরই নিশ্চিত নয় খেতাবি লড়াইয়ের টিকিট। শেষ ম্যাচের ফলাফল কী হলে কারা ফাইনালে উঠবে, দেখে নিন হিসাব।

লিগের ২টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। বাকি রয়েছে ১টি ম্যাচ। ভেলোসিটি বনাম ট্রেলব্লেজার্সের সেই ম্যাচের উপরেই নির্ভর করছে চলতি ওমেনস টি-২০ চ্যালেঞ্জের ফাইনাল খেলবে কারা।

হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন সুপারনোভাস নিজেদের ২টি ম্যাচের ১টিতে জিতেছে। হেরেছে ১টি ম্যাচ। তাদের নেট রান-রেট তুলনায় ভালো। সুপারনোভাস হারিয়েছে ট্রেলব্লেজার্সকে। হেরেছে ভেলোসিটির কাছে। সুতরাং, এই মুহূর্তে সুপারনোভাস ও ভেলোসিটির দখলে রয়েছে ২ পয়েন্ট করে।

লিগের শেষ ম্যাচে ভেলোসিটি জিতলে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে উঠে আসবেন দীপ্তি শর্মারা। সেক্ষেত্রে ফাইনালে ফের দেখা যাবে সুপারনোভাস বনাম ভেলোসিটির লড়াই। তবে স্মৃতি মন্ধনার নেতৃত্বাধীন ট্রেলব্রেজার্স শেষ ম্যাচে ভেলোসিটিকে হারিয়ে দিলে তিন দলেরই সংগ্রহ দাঁড়াবে ২ ম্যাচে ২ পয়েন্ট করে।

আরও পড়ুন:- Women's T20 Challenge: সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরি, জেমিমার রেকর্ড ভাঙলেন শেফালি

ওমেনস টি-২০ চ্যালেঞ্জের পয়েন্ট টেবিল:-

ক্রমিক নংদলম্যাচজয়হারপয়েন্টনেট রান-রেট
সুপারনোভাস+০.৯১২
ভোলেসিটি+০.৭৩৬
ট্রেলব্লেজার্স-২.৪৫০

তিন দলের পয়েন্ট সংখ্যা সমান হলে নেট রান-রেটের নিরিখে নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট। সেক্ষেত্রে হরমনপ্রীদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ভেলোসিটি ও ট্রেলব্লেজার্সের মধ্যে একদল তখন খেতাবি লড়াইয়ের টিকিট হাতে পাবে।

আরও পড়ুন:- Women's T20 Challenge: টুর্নামেন্টের সেরা ক্যাচ! হরমনপ্রীতের অবিশ্বাস্য ফিল্ডিংয়ের ভিডিয়ো দেখুন

ওমেনস টি-২০ চ্যালেঞ্জের ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
১. সব থেকে বেশি রান: হরমনপ্রীত কউর (২ ম্যাচে ১০৮)।
২. সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: হরমনপ্রীত কউর (৭১ বনাম ভেলোসিটি)।
৩. সব থেকে বেশি ছক্কা: হরমনপ্রীত কউর (৩টি)।
৪. সব থেকে বেশি উইকেট: পূজা বস্ত্রকার (২ ম্যাচে ৫টি)।

বন্ধ করুন