লিগের ২টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। বাকি রয়েছে ১টি ম্যাচ। ভেলোসিটি বনাম ট্রেলব্লেজার্সের সেই ম্যাচের উপরেই নির্ভর করছে চলতি ওমেনস টি-২০ চ্যালেঞ্জের ফাইনাল খেলবে কারা।
হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন সুপারনোভাস নিজেদের ২টি ম্যাচের ১টিতে জিতেছে। হেরেছে ১টি ম্যাচ। তাদের নেট রান-রেট তুলনায় ভালো। সুপারনোভাস হারিয়েছে ট্রেলব্লেজার্সকে। হেরেছে ভেলোসিটির কাছে। সুতরাং, এই মুহূর্তে সুপারনোভাস ও ভেলোসিটির দখলে রয়েছে ২ পয়েন্ট করে।
লিগের শেষ ম্যাচে ভেলোসিটি জিতলে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে উঠে আসবেন দীপ্তি শর্মারা। সেক্ষেত্রে ফাইনালে ফের দেখা যাবে সুপারনোভাস বনাম ভেলোসিটির লড়াই। তবে স্মৃতি মন্ধনার নেতৃত্বাধীন ট্রেলব্রেজার্স শেষ ম্যাচে ভেলোসিটিকে হারিয়ে দিলে তিন দলেরই সংগ্রহ দাঁড়াবে ২ ম্যাচে ২ পয়েন্ট করে।
আরও পড়ুন:- Women's T20 Challenge: সব থেকে কম বলে হাফ-সেঞ্চুরি, জেমিমার রেকর্ড ভাঙলেন শেফালি
ওমেনস টি-২০ চ্যালেঞ্জের পয়েন্ট টেবিল:-
তিন দলের পয়েন্ট সংখ্যা সমান হলে নেট রান-রেটের নিরিখে নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট। সেক্ষেত্রে হরমনপ্রীদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ভেলোসিটি ও ট্রেলব্লেজার্সের মধ্যে একদল তখন খেতাবি লড়াইয়ের টিকিট হাতে পাবে।
ওমেনস টি-২০ চ্যালেঞ্জের ব্যক্তিগত পারফর্ম্যান্স:-
১. সব থেকে বেশি রান: হরমনপ্রীত কউর (২ ম্যাচে ১০৮)।
২. সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: হরমনপ্রীত কউর (৭১ বনাম ভেলোসিটি)।
৩. সব থেকে বেশি ছক্কা: হরমনপ্রীত কউর (৩টি)।
৪. সব থেকে বেশি উইকেট: পূজা বস্ত্রকার (২ ম্যাচে ৫টি)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।