শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে রবিবারেই লজ্জাজনক হারের সম্মুখীন হতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। জয়পুরে নিজেদের ঘরের মাঠ সোয়াই মানসিং স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অত্যন্ত বাজেভাবে হারতে হয়েছে তাদের। আরসিবির বোলারদের দাপটে মাত্র ৫৯ রানে অলআউট হয়েছে রাজস্থান। একমাত্র ক্যারিবিয়ান বাঁহাতি ব্যাটার শিমরন হেতমায়ের ছাড়া আর কোনও ব্যাটার বলার মতন রান পাননি। আর সেই ম্যাচেই এক অভিনব আউট হয়ে শিরোনামে চলে এসেছেন রাজস্থান রয়্যালসের অভিজ্ঞ ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন… সফট সিগন্যাল নিয়ে আর বিতর্ক থাকবে না! WTC ফাইনাল থেকেই উঠে যাচ্ছে নিয়ম
আরসিবির বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিন রান আউট হয়েছেন শূন্য রানে। একটি বল না খেলেই তিনি শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। ক্রিকেটের পরিভাষায় এই ধরনের আউটকে বলা হয় ‘ডায়মন্ড ডাক’। অর্থাৎ একটি বল না খেলেই শূন্য রানে আউট হওয়া! তবে ক্রিকেটে কিন্তু 'ডায়মন্ড ডাক' একমাত্র শূন্য রানে আউট হওয়া নয়। রয়েছে গোল্ডেন এমনকি সিলভার ডাক ও! আসুন একনজরে দেখে নেওয়া যাক ক্রিকেটীয় পরিভাষায় বিভিন্ন ধরনের ‘ডাক’ গুলি কী কী?
আরও পড়ুন… রিঙ্কু ভাঙলেন রাসেলের রেকর্ড! এই বিষয়ে সূর্য-ফ্যাফ-পুরানকে পিছনে ফেললেন KKR তারকা
ক্রিকেট মাঠে ২২ গজে যদি প্রথম বল খেলেই কোন ব্যাটার আউট হয়ে যায় তাহলে তিনি হন ‘গোল্ডেন ডাক’। দুটি বল খেলে আউট হলে তাঁকে বলে ‘সিলভার ডাক’। তবে এখানেই শেষ নয়। কোন ব্যাটার যদি ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যায় তাহলে সেটা হল ‘রয়্যাল ডাক’। অনেকে এই আউটকে ‘প্ল্যাটিনাম ডাক’ বলে থাকেন। আর ইনিংসের শেষে যদি কেউ ‘ডাক’ করে আউট হন তাহলে তাকে বলে ‘লাফিং ডাক’।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
আরসিবির বিরুদ্ধে অশ্বিনের ‘ডায়মন্ড ডাক’ অবশ্য খুব বেশি পার্থক্য ফেলেনি ম্যাচে। আরসিবি এদিন প্রথমে ব্যাট করে ১৭১ রান করেছিল। ফ্যাফ ডু'প্লেসি ৫৫ এবং গ্লেন ম্যাক্সওয়েল ৫৪ রানের দুটি ঝোড়ো ইনিংস খেলেন। জবাবে মাত্র ৫৯ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস। তাদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন শিমরন হেতমায়ের।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।