বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: আইপিএলের শুরুতেই জোরালো ধাক্কা রাজস্থান শিবিরে, চোট পেয়ে ছিটকে গেলেন নির্ভরযোগ্য বিদেশি তারকা

IPL 2022: আইপিএলের শুরুতেই জোরালো ধাক্কা রাজস্থান শিবিরে, চোট পেয়ে ছিটকে গেলেন নির্ভরযোগ্য বিদেশি তারকা

ন্যাথন কুল্টার-নাইল। ছবি- এপি।

এখনও কোনও পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হয়নি ফ্র্যাঞ্চাইজির তরফে।

আইপিএল ২০২২ সবে মাত্র শুরু হয়েছে। এরই মধ্যে ঘোর বিপাকে রাজস্থান রয়্যালস। চোট পেয়ে গোটা আইপিএল মরশুম থেকে ছিটকে গেলেন রয়্যালসের নির্ভরযোগ্য বিদেশি পেসার ন্যাথন কুল্টার-নাইল।

অজি তারকা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচের মাঝেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। চলতি মরশুমে তাঁর চোট সারিয়ে মাঠে নামার সম্ভাবনা না থাকায় আইপিএলের বাবল ছেড়ে দেশে ফিরছেন কুল্টার-নাইল।

কুল্টার-নাইলের দেশে ফিরতে চলার কথা সোশ্যাল মিডিয়ায় জানানো হয় রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির তরফেই। একটি সংক্ষিপ্ত ভিডিয়ো পোস্ট করে রয়্যালস, যেখানে দলের তরফে অজি তারকাকে ফেয়ারওয়েল দিতে দেখা যায়।

হায়দরাবাদ ম্যাচে নিজের কোটার শেষ ওভার বল করতে আসার সময়েই চোট পান কুল্টার-নাইল। তিনি বল না করেই মাঠ ছাড়েন। যদিও ম্যাচে বল হাতে মোটেও ছন্দে ছিলেন না অজি তারকা। ওভার প্রতি গড়ে ১৬ রান করে ৩ ওভারে মোট ৪৮ রান খরচ করেও তিনি কোনও উইকেট পাননি। ফ্র্যাঞ্চাইজির তরফে কুন্টার-নাইলের এখনও কোনও পরিবর্ত ঘোষণা করা হয়নি।

এবছর আইপিএলের মেগা নিলাম থেকে ন্যাথন কুল্টার-নাইলকে ২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস।

বন্ধ করুন