২০২২ আইপিএল মেগা নিলামে ৬২ কোটি টাকা নিয়ে নেমেছিল রাজস্থান। প্রায় ০.৯৫ কোটি টাকা বাঁচিয়ে রাখতে সফল হয় রাজস্থান রয়্যালস। তবে ব্যালেন্স দল গঠন করলেও দলের ওপেনিং-এ অভিজ্ঞতার অভাব দেখা যাচ্ছে রাজস্থানে। যশস্বী জসওয়াল ও দেবদূত পাডিক্কাল দুজনেই বেশ তরুণ। তাদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন চিহ্ন থাকবে। সঙ্গে দুজনেই বাঁ হাতি, ফলে অভিজ্ঞ দলেরা তাদের বিরুদ্ধে চাপ তৈরি করতে পারে। লোয়ার মিডিল অর্ডার নিয়েও প্রশ্ন তৈরি হবে। মোট ২৪ জন ক্রিকেটারের জন্য ৮৯.০৫ কোটি টাকা খরচ করেছে রাজস্থান রয়্যালস। তাদের পকেটে এখনও ৯৫ লক্ষ টাকা ছিল। ৮৯.০৫ কোটি টাকায় তারা ১৬ জন ভারতীয় ও ৮ জন বিদেশি ক্রিকেটারকে কিনেছে। চলুন দেখে নেওয়া যাক রাজস্থান রয়্যালসের সম্ভাব্য।
১) যশস্বী জসওয়াল
২) দেবদূত পাডিক্কাল
৩) সঞ্জু স্যামসন
৪) জশ বাটলার
৫) শিমরন হেতমায়ের
৬) জিমি নিশাম
৭) রিয়ান পরাগ
৮) রবিচন্দ্রন অশ্বিন
৯) ট্রেন্ট বোল্ট
১০) যুজবেন্দ্র চাহাল
১১) প্রসিধ কৃষ্ণ
রিজার্ভ বেঞ্চের দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, কেসি কারিয়াপ্পা, নভদীপ সাইনি, ওবেড ম্যাককোয়ে, অনুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বরোকা, কুলদীপ যাদব, শুভম গারওয়াল, ন্যাথন কুল্টার-নাইল, রাসি ভ্যান ডার দাসেন, ডারিল মিচেল। নিলামের শেষের দিকে বাজি জেতার চেষ্টা করেছিল রাজস্থান কিন্তু কতটা তারা বাজি জিতল তা বোঝা যাবে আসন্ন আইপিএল-এই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।