বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: পর্যাপ্ত রান তুলতে না পারার মাশুল, আত্মসমর্পণ করে হারতে হল KKR-কে
জয়ের পর সৌজন্য বিনিময়। ছবি- আইপিএল।

IPL 2021: পর্যাপ্ত রান তুলতে না পারার মাশুল, আত্মসমর্পণ করে হারতে হল KKR-কে

৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মরিস।

চার ম্যাচে ২ পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স ছিল লিগ টেবিলের সাত নম্বরে। কলকাতার মতোই ৪ ম্যাচে ১টি জয় তুলে নিয়ে রাজস্থান রয়্যালস আবস্থান করছিল পয়েন্ট টেবিলের একেবারে শেষে। এই অবস্থায় লিগ টেবিলের একেবারে শেষে থাকা দু'দল পরস্পরের মুখোমুখি হয় ওয়াংখেড়েতে। শেষমেশ ৬ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে রাজস্থান পিছনে ফেলে দেয় কলকাতাকে।

24 Apr 2021, 11:46:01 PM IST

হারের জন্য ব্যাটিংকেই দায়ি করলেন মর্গ্যান

রাজস্থানের বিরুদ্ধে হারের জন্য দলের ব্যাটিংকেই দায়ি করলেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান।

24 Apr 2021, 11:41:11 PM IST

ম্যাচের সেরা মরিস

৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ক্রিস মরিস।

24 Apr 2021, 11:40:19 PM IST

কলকাতার বোলিং পারফর্ম্যান্স

বরুণ চক্রবর্তী ৩২ রানে ২টি উইকেট নেন। শিবম মাভি ১৯ রানে ১ উইকেট দখল করেন। প্রসিধ কৃষ্ণা ২০ রানে ১ উইকেট নেন। উইকেট পাননি দলের দুই বিদেশি বোলার কামিন্স ও নারিন।

24 Apr 2021, 11:38:16 PM IST

রাজস্থানের ব্যাটিং পারফর্ম্যান্স

বাটলার ৫, যশস্বী ২২, স্যামসন অপরাজিত ৪২, দুবে ২২, তেওয়াটিয়া ৫ ও মিলার অপরাজিত ২৪ রান করেন।

24 Apr 2021, 11:35:20 PM IST

অধিনায়কোচিত ইনিংস স্যামসনের

ঠিক যেমন লো স্কোরিং ম্যাচে পঞ্জাব কিংসকে ধীরে সুস্থে জয় এনে দিয়েছিলেন লোকেশ রাহুল, তেমনই দায়িত্বশীল ইনিংস খেলে রাজস্থানকতে জেতালেন স্যানসন। ব্যক্তিগত হাফসেঞ্চুরির কথা না ভেবে এক প্রান্ত আঁকড়ে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়ের রাজস্থান দলনায়ক।

24 Apr 2021, 11:21:41 PM IST

রাজস্থান ৬ উইকেটে জয়ী

কলকাতার ৯ উইকেটে ১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৪ রান তুলে নেয়। স্যামসন ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৪২ এবং মিলার ৩টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। পাঁচ ম্যাচে রাজস্থানের এটি দ্বিতীয় জয়।

24 Apr 2021, 11:16:30 PM IST

২ ওভারে ৫ রান দরকার রয়্যালসের

২ ওভারে ৫ রান দরকার রয়্যালসের। প্রসিধের ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন মিলার। ১৮ ওভারে রাজস্থান ৪ উইকেটে ১২৯ রান তুলেছে। স্যামসন ৪০ রানে ব্যাট করছেন।

24 Apr 2021, 11:12:06 PM IST

৩ ওভারে দরকার ১৩ রান

প্যাট কামিন্সের ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন মিলার। ১৭ ওভার শেষে ৪ উইকেটে ১২১ রান তুলেছে রাজস্থান। স্যানসন ৩৯ ও মিলার ১৪ রানে ব্যাট করছেন।

24 Apr 2021, 11:05:25 PM IST

জয়েক জন্য দরকার ৪ ওভারে ২১

প্রসিঝ কষ্ণার ওভারে ৯ রান তোলে রয়্যালস। ১টি বাউন্ডারি মারেন মিলার। ১৬ ওভারে রাজস্থান ৪ উইকেট হারিয়ে ১১৩ রান তুলেছে। স্যানসন ৩৭ ও মিলার ৮ রানে ব্যাট করছেন। জয়ের জন্য রয়্যালসের দরকার ৪ ওভারে ২১ রান।

24 Apr 2021, 10:59:25 PM IST

১৫ ওভার শেষে রাজস্থান ১০৪/৪

মাভির ওভারে ৩ রান ওঠে। ১৫ ওভার শেষে রাজস্থান ১০৪/৪। ৫ ওভারে জয়ের জন্য ৩০ রান দরকার রয়্যালসের।

24 Apr 2021, 10:47:25 PM IST

তেওয়াটিয়াকে ফেরালেন প্রসিধ কৃষ্ণা

১৪তম ওভারের চতুর্থ বলে তেওয়াটিয়াকে ফেরালেন প্রসিধ কৃষ্ণা। ৮ বলে ৫ রান করে পরিবর্ত ফিল্ডার নাগারকোটির হাতে ধরা পড়েন রাহুল। রাজস্থান ১০০ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মিলার। প্রসিধের ওভারে ৪ রান ওঠে।  ১৪ ওভারে রয়্যালস ১০১/৪।

24 Apr 2021, 10:46:41 PM IST

রাজস্থান ১০০

১৪তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে রয়্যালস।

24 Apr 2021, 10:46:13 PM IST

বরুণ ৪ ওভারে ৩২/২

বরুণ চক্রবর্তী ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩২ রানের বিনিময়ে ২ উইকেট দখল করে।

24 Apr 2021, 10:45:13 PM IST

১৩ ওভার শেষে রাজস্থান ৯৭/৩

বরুণ চক্রবর্তীর ওভারে ৫ রান ওঠে। ১৩ ওভার শেষে রাজস্থান ৯৭/৩। স্যামসন ৩৪ রানে ব্যাট করছেন।

24 Apr 2021, 10:41:27 PM IST

১২ ওভারে রাজস্থান ৯২/৩

নারিনের ওভারে ৭ রান ওঠে। ১২ ওভারে রাজস্থান ৯২/৩। স্যামসন ৩২ রানে ব্যাট করছেন।

24 Apr 2021, 10:35:18 PM IST

দুবেকে ফিরিয়ে রাজস্থানের জুটি ভাঙলেন বরুণ

কলকাতাকে ফের সাফল্য এনে দিলেন বরুণ। ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে শিবম দুবেকে ফিরিয়ে রাজস্থানের জুটি ভাঙেন তিনি। ২টি চার ও ১টি ছ্ক্কার সাহায্যে ১৮ বলে ২২ রান করে প্রসিধ কৃষ্ণার হাতে ধরা পড়েন দুবে। রাজস্থান ৮৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান তেওয়াটিয়া। বরুণের ওভারে মোট ৫ রান ওঠে। ১টি চার মারেন দুবে।

24 Apr 2021, 10:30:18 PM IST

১০ ওভারে জয়ের জন্য ৫৪ রান দরকার রাজস্থানের

নারিনের ওভারে ৩ রান ওঠে। ১০ ওভারে রাজস্থান ২ উইকেটে ৮০ রান তুলেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৫৪ রান।

24 Apr 2021, 10:25:10 PM IST

৯ ওভার শেষে রয়্যালস ২ উইকেটে ৭৭ রান তুলেছে

কামিন্সের ওভারে রাজস্থান ১৩ রান তোলে। ১টি ছক্কা মারেন স্যামসন। ৯ ওভার শেষে রয়্যালস ২ উইকেটে ৭৭ রান তুলেছে। সঞ্জু ২৭ ও দুবে ১৭ রানে ব্যাট করছেন।

24 Apr 2021, 10:21:05 PM IST

৮ ওভার শেষে রাজস্থান ৬৪/২

নারিনের ওভারে ৫ রান ওঠে। একটি নো বল করেন তিনি। ফ্রি-হিটের সুযোগ নিতে ব্যর্থ হয় রাজস্থান। ৮ ওভার শেষে রাজস্থান ৬৪/২।

24 Apr 2021, 10:14:18 PM IST

রাজস্থান রয়্যালস ৭ ওভারে ৫৯/২

বরুণের ওভারে ৯ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন দুবে। রাজস্থান রয়্যালস ৭ ওভারে ৫৯/২।

24 Apr 2021, 10:10:05 PM IST

পাওয়ার প্লে'র ৬ ওভারে ৫০ ছুঁল রাজস্থান

নারিনের ওভারে ১টি ছক্কা মারেন দুবে। মোট ৯ রান ওঠে ওভারে। পাওয়ার প্লে'র ৬ ওভার শেষে রাজস্থান ২ উইকেটে ৫০ রান তুলেছে।

24 Apr 2021, 10:08:15 PM IST

রাজস্থান ৫ ওভারে ৪১/২

মাভির ওভারে মোট ১১ রান ওঠে। রাজস্থান ৫ ওভারে ৪১/২।

24 Apr 2021, 10:05:13 PM IST

যশস্বীর উইকেট তুলে নিলেন মাভি

পঞ্চম ওভারের পঞ্চম বলে শিবম মাবি তুলে নেন জসওয়ালের উইকেট। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ২২ রান করে পরিবর্ত ফিল্ডার নাগারকোটির হাতে ধরা পড়েন জসওয়াল। রাজস্থান ৪০ রানে দুই ওপেনারের উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শিবম দুবে।

24 Apr 2021, 10:00:39 PM IST

৪ ওভারে রাজস্থান ৩০/১

বরুণের ওভারে ১৩ রান ওঠে। বাটলার ১টি চার মেরে আউট হন। ১টি করে বাউন্ডারি মারেন স্যামসন ও জসওয়াল। ৪ ওভারে রাজস্থান ৩০/১। যশস্বী ১৮ রানে ব্যাট করছেন।

24 Apr 2021, 09:57:11 PM IST

বল হাতে নিয়েই বাটলারকে ফেরালেন বরুণ

কেকেআরের নির্ভরযোগ্য স্পিনার বরুণ চক্রবর্তী বল হাতে নিয়েই তুলে নিলেন জোস বাটলারের উইকেট। টতুর্থ ওভারের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হন বাটলার। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করেন তিনি। ক্রিজে নতুন ব্যাটসম্যান স্যামসন। রাজস্থান ২১ রানে ১ উইকেট হারায়।

24 Apr 2021, 09:54:20 PM IST

৩ ওভার শেষে রয়্যালস ১৭/০

মাভির ওভারে ১টি বাউন্ডারি মারেন জসওয়াল। মোট ৫ রান ওঠে ওভারে। ৩ ওভার শেষে রয়্যালস ১৭/০।

24 Apr 2021, 09:49:50 PM IST

বাটলারের হেলমেটে লাগল বল

কামিন্সের দ্বিতীয় ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন যশস্বী। পঞ্চম বল বাটলারের হেলমেটের গ্রিলে লাগে। মাঠে ফিজিও নামেন। প্রাথমিকভাবে চোট পেয়েছেন মনে হলেও খেলা চালিয়ে যান বাটলরা। দ্বিতীয় ওভারে ১০ রান ওঠে। ২ ওভারে রাজস্থান ১২/০।

24 Apr 2021, 09:42:30 PM IST

যশস্বীর ক্যাচ ছাড়েন গিল

প্রথম ওভারেই যশস্বীর ক্যাচ ছাড়েন গিল। ১ ওভারে রাজস্থান ২ রান তুলেছে।

24 Apr 2021, 09:41:32 PM IST

রাজস্থানের রান তাড়া করা শুরু

রয়্যালসের হয়ে ওপেন করতে নামেন বাটলার ও যশস্বী। বোলিং শুরু করেন মাভি।

24 Apr 2021, 09:33:42 PM IST

রাজস্থানের বোলিং পারফর্ম্যান্স

মরিস২৩ রানে ৪টি, মুস্তাফিজুর ২২ রানে ১টি, উনাদকাট ২৫ রানে ১টি ও সাকারিয়া ৩১ রানে ১টি উইকেট নেন।

24 Apr 2021, 09:32:02 PM IST

কলকাতার ব্যাটিং পারফর্ম্যান্স

রানা ২২, গিল ১১, ত্রিপাঠী ৩৬, নারিন ৬, মর্গ্যান ০, কার্তিক ২৫, রাসেল ৯, কামিন্স ১০ ও মাভি ৫ রান করেন।

24 Apr 2021, 09:23:57 PM IST

মরিস ৪ ওভারে ২৩/৪

ক্রিস মরিস ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন।

24 Apr 2021, 09:23:24 PM IST

২০ ওভারে কলকাতা ১৩৩/৯

মরিসের শেষ ওভারে ৬ রান ওঠে। ২টি উইকেট পড়ে। নির্ধারিত ২০ ওভারে কেকেআর ৯ উইকেটে ১৩৩ রান তোলে। জয়ের জন্য রাজস্থানের দরকার ১৩৪ রান।

24 Apr 2021, 09:22:16 PM IST

মাভির উইকেট তুলে নিলেন মরিস

ইনিংসের শেষ বলে মাভিকে ফেরালেন মরিস। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৫ রান করে বোল্ড হন মাভি। 

24 Apr 2021, 09:18:54 PM IST

কামিন্সকে ফেরালেন মরিস

চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে ভয়ঙ্কর রূপ ধরেছিলেন রাসেল, কার্তিক ও কামিন্স। রাসেল ও কার্তিকের পর এবার কামিন্সর উইকেটও তুলে নেন মরিস। শেষ ওভারের দ্বিতীয় বলে রিয়ান পরাগের হাতে ধরা পড়েন কামিন্স। ১টি ছক্কার সাহায্যে ৬ বেল ১০ রান করেন তিনি। কলকাতা ১৩৩ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান প্রসিধ কৃষ্ণা।

24 Apr 2021, 09:17:52 PM IST

মুস্তাফিজুর ৪ ওভারে ২২/১

মুস্তাফিজুর ৪ ওভারের বোলিং কোটা শেষ করে ২২ রানে ১ উইকেট দখল করে।

24 Apr 2021, 09:17:11 PM IST

১৯ ওভার শেষে কলকাতা ১২৭/৭

মুস্তাফিজুরের ওভারে ৯ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন মাভি। ১৯ ওভার শেষে কলকাতা ১২৭/৭।

24 Apr 2021, 09:12:03 PM IST

কার্তিকেরও উইকেট তুলে নিলেন আইপিএল নিলামের সবথেকে দামি তারকা

রাসেলকে ফেরানোর ওভারেই কার্তিকেরও উইকেট তুলে নিলেন আইপিএল নিলামের সবথেকে দামি তারকা। ১৮তম ওভারে মরিসের শেষ বলে সাকারিয়ার হাতে ধরা পড়েন কার্তিক। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ২৫ রান করে ক্রিজ ছাড়েন কার্তিক। কেকেআর ১১৮ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শিবম মাভি। মরিসের ওভারে ৮ রান ওঠে। ১৮ ওভার শেষে কলকাতা ১১৮/৭।

24 Apr 2021, 09:09:24 PM IST

রাসেলকে আউট করলেন সেই মরিস

টি-২০ ক্রিকেটে রাসেলের বিরুদ্ধে মুখোমুখি রেকর্ড দুরন্ত মরিসের। স্বাভাবিকভাবেই রাসেলর জন্য মরিসের ওভার বাঁচিয়ে রাখে রাজস্থান। ১৮তম ওভারের চতুর্থ বলে মরিস তুলে নেন দ্রে রাসের উইকেট। ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ৯ রান করে মিলারের হাতে ধরা পড়েন রাসেল। ১১৭ রানে ৬ উইকেট হারায় কলকাতা। ক্রিজে নতুন ব্যাটসম্যান কামিন্স।পড়ুন: রাসেলকে থামানোর সেরা অস্ত্র রয়েছে রাজস্থানে হাতে, তারকা বোলারের বিরুদ্ধে কখনও সফল হননি দ্রে রাস

24 Apr 2021, 09:04:48 PM IST

কলকাতা ১৭ ওভারে ৫ উইকেটে ১১০ রান তুলেছে

১টি নো ও ২টি ওয়াইড-সহ মোট ৯ বলের ওভারে ১২ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন কার্তিক। কলকাতা ১৭ ওভারে ৫ উইকেটে ১১০ রান তুলেছে। কার্তিক ২৫ রানে ব্যাট করছেন।

24 Apr 2021, 08:58:40 PM IST

১০০ রান টপকাল কলকাতা

ইনিংসের ১৭তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে কলকাতা নাইট রাইডার্স।

24 Apr 2021, 08:57:40 PM IST

১৬ ওভারে কলকাতা ৯৮/৫

মুস্তাফিজের ওভারে ৫ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন কার্কিত। ১৬ ওভারে কলকাতা ৯৮/৫। কার্তিক ১৯ বলে ১৯ রান করে ব্যাট করছে

24 Apr 2021, 08:54:21 PM IST

মুস্তাফিজুর তুলে নিলেন ত্রিপাঠীর মূল্যবান উইকেট

১৬তম ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজুর তুলে নিলেন রাহুল ত্রিপাঠীর মূল্যবান উইকেট। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩৬ রান করে রিয়ান পরাগের হাতে ধরা পড়েন রাহুল। কেকেআর ৯৪ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে এলেন আন্দ্রে রাসেল।

24 Apr 2021, 08:52:18 PM IST

১৫ ওভারে কলকাতা ৯৩/৪

সাকারিয়ার ওভারে ৯ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন কার্তিক। ১৫ ওভারে কলকাতা ৯৩/৪। ত্রিপাঠী ৩৬ ও কার্তিক ১৪ রানে ব্যাট করছেন।

24 Apr 2021, 08:45:39 PM IST

১৪ ওভার শেষে কলকাতা ৮৪/৪

তেওয়াটিয়ার ওভারে ৮ রান তুলতে সক্ষম হয় নাইট রাইডার্স। ১টি বাউন্ডারি মারেন কার্তিক। ১৪ ওভার শেষে কলকাতা ৮৪/৪। ত্রিপাঠী ৩৪ রানে ব্যাট করছেন।

24 Apr 2021, 08:40:55 PM IST

কলকাতা ১৩ ওভার শেষে ৭৬/৪

শিবম দুবের ওভারে ৫ রান ওঠে। কলকাতা ১৩ ওভার শেষে ৭৬/৪।

24 Apr 2021, 08:36:49 PM IST

১২ ওভার শেষে কলকাতা ৭১/৪

তেওয়াটিয়ার ওভারে ১টি ছক্কা হাঁকান রাহুল। ওভারে মোট ৯ রান ওঠে। ১২ ওভার শেষে কলকাতা ৭১/৪। ত্রিপাঠী ব্যাট করছেন ২৯ রানে।

24 Apr 2021, 08:31:30 PM IST

কলকাতা ১১ ওভারে ৬২/৪

মরিসের ওভারে ৭ রান ওঠে। কলকাতা ১১ ওভারে ৬২/৪। রাহুল ২১ রানে ব্যাট করছেন।

24 Apr 2021, 08:27:52 PM IST

মর্গ্যান রান-আউট

১১তম ওভারের প্রথম বলে ত্রিপাঠী ছক্কা মারেন। দ্বিতীয় বলে রান-আউট হন সদ্য ক্রিজে আসা মর্গ্যান। ৬১ রানে ৪ উইকেট হারাল কলকাতা। দ্রুত উইকেট পড়ার পর চেন্নাই বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন রাসেল। তবে কি ফের দেখা যাবে রাসেল ঝড়। যদিও তার জন্য আরও একটু অপেক্ষা করতে হবে। কেননা ক্রিজে এলেন দীনেশ কার্তিক।

24 Apr 2021, 08:27:07 PM IST

উনাদকাট ৪ ওভারে ২৫/১

উনাদকাট ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ২৫ রানের বিনিময়ে ১ উইকেট দখল করে।

24 Apr 2021, 08:26:26 PM IST

১০ ওভারে কলকাতা ৫৫/৩

উনাগকাটের ওভারে ৪ রান ওঠে। কলকাতা অর্ধের ইনিংস শেষে ৫৫/৩।

24 Apr 2021, 08:23:50 PM IST

নারিনের উইকেট তুলে নিলেন উনাদকাট

দশম ওভারের পঞ্চম বলে সুনীল নারিনের উইকেট তুলে নিলেন জয়দেব উনাদকাট। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৬ রান করে যশস্বীর হাতে ধরা পড়েন নারিন। কলকাতা ৫৪ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইয়ন মর্গ্যান।

24 Apr 2021, 08:20:07 PM IST

৫০ টপকাল কলকাতা

নবম ওভারে দলগত ৫০ পানের গণ্ডি টপকে যায় কেকেআর। সাকারিয়ার ওভারে ৬ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন নারিন। ৯ ওভার শেষে কলকাতা ৫১/২।

24 Apr 2021, 08:18:25 PM IST

রানাকে ফেরালেন সাকারিয়া

স্ট্র্যাটেজিক টাইম-আউটের পর বল করতে এসেই নীতিশ রানার উইকেট তুলে নিলেন চেতন সাকারিয়া। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ২২ রান করে সঞ্জু স্যামসনের দস্তানায় ধরা পড়েন নাইট ওপেনার। ক্রিজে নতুন ব্যাটসম্যান সুনীল নারিন। ৪৫ রানে ২ উইকেট হারায় কেকেআর।

24 Apr 2021, 08:12:14 PM IST

৮ ওভারে কলকাতা ৪৫/১

তেওয়াটিয়ার ওভারে ৮ রান ওঠে। ৮ ওভারে কলকাতা ৪৫/১। রানা ২২ ও রাহুল ১০ রানে ব্যাট করছেন।

24 Apr 2021, 08:07:23 PM IST

৭ ওভার শেষে নাইট রাইডার্স ৩৭/১

উনাদকাটের ওভারে ১টি চার মারেন ত্রিপাঠী। ১টি ছক্কা হাঁকান রানা। ওভারে মোট ১২ রান ওঠে। ৭ ওভার শেষে নাইট রাইডার্স ৩৭/১।

24 Apr 2021, 08:00:42 PM IST

পাওয়ার প্লে'র খেলা শেষ

মুস্তাফিজুরের ওভারে মাত্র ২ রান ওঠে। কলকাতা পাওয়ার প্লে'র ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে মাত্র ২৫ রান তোলে। রানা ১৭ বলে ১২ রান করে অপরাজিত রয়েছেন।

24 Apr 2021, 07:58:31 PM IST

রান-আউট হয়ে সাজঘরে ফিরলেন গিল

একবার জীবনদান পেয়েও বড় রান করতে পারলেন না শুভমন গিল। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে রান-আউট হয়ে ক্রিজ ছাড়লেন তিনি। ১টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১১ রান করেন তিনি। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী। ২৪ রানে ১ উইকেট হারায় কলকাতা।

24 Apr 2021, 07:55:22 PM IST

৫ ওভার শেষে কলকাতা ২৩/০

মরিসেও ওভারে মাত্র ২ রান ওঠে। ৫ ওভার শেষে কলকাতা ২৩/০।

24 Apr 2021, 07:51:34 PM IST

জীবনদান পেলেন গিল

মুস্তাফিজুরের ওভারে ওকটি বাউন্ডারি মারেন শুভমন গিল। পঞ্চম বলে যশস্বী জসওয়ালের হাত তেকে জীবনদান পান তিনি। ওভারে মোট ৭ রান ওঠে। ৪ ওভার শেষে কলকাতা বিনা উইকেটে ২১ রান তুলেছে।

24 Apr 2021, 07:46:40 PM IST

৩ ওভারে কেকেআর ১৪/০

ইনিংসের তৃতীয় ওভারে প্রথম বাউন্ডারি মারেন রানা। উনাদকাটের ওভারে মোট ৬ রান ওঠে। ৩ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স বিনা উইকেটে ১৪ রান তুলেছে।

24 Apr 2021, 07:41:04 PM IST

২ ওভারে কলকাতা ৮/০

২টি ওয়াইড-সহ চেতন সাকারিয়ার ৮ বলের ওভারে মোট ৫ রান তোলে কেকেআর। ২ ওভারে কলকাতা বিনা উইকেটে ৮ রান তুলেছে। 

24 Apr 2021, 07:36:38 PM IST

১ ওভারে কলকাতা ৩/০

উনাদকাটের প্রথম ওভারে কলকাতা কোনও উইকেট না হারিয়ে ৩ রান তোলে।

24 Apr 2021, 07:32:30 PM IST

ম্যাচ শুরু

যথারীতি কলকাতার হয়ে ওপেন করতে নামেন গিল ও রানা। বোলিং শুরু করেন উনাদকাট।

24 Apr 2021, 07:15:21 PM IST

কলকাতার প্রথম একাদশ

শুভমন গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারিন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, শিবম মাভি ও প্রসিধ কৃষ্ণা।

24 Apr 2021, 07:13:46 PM IST

রাজস্থানের প্রথম একাদশ

জোস বাটলার, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ডেভিড মিলার, শিবম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান। 

24 Apr 2021, 07:08:57 PM IST

নাগারকোটির বদলে মাভি

কমলেশ নাগারকোটিকে একটি ম্যাচ খেলিয়েই রিজার্ভ বেঞ্চে পাঠায় কেকেআর। তাঁর পরিবর্তে তারা মাঠে নামায় আরও এক তরুণ পেসার শিবম মাভিকে।

24 Apr 2021, 07:07:54 PM IST

মাঠে নামার সুযোগ পেলেন যশস্বী

মনন ভোরার পরিবর্তে যশস্বী জসওয়ালকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় রাজস্থান। উনাদকাট কামব্যাক করেন শ্রেয়স গোপালের পরিবর্তে।

24 Apr 2021, 07:06:36 PM IST

টস জিতল রাজস্থান

কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ম্যাচে টস জিতল রাজস্থান রয়্যালস। রাজস্থান অধিনায়র সঞ্জু স্যামসন টস জিতে প্রথমে ব্যাট করার আম্ন্ত্রণ জানান কলকাতা নাইট রাইডার্সকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল CSK-র দুর্গে ফাটল ধরিয়ে পয়েন্ট তালিকায় লাফ LSG-র, নিঃশ্বাস ফেলছে KKR-এর ঘাড়ে মদের বোতল হাতে প্রতীক! মহারাজ-পূজারিণীর জীবনের ‘উড়ান’ এবার জলসায়,নায়িকাকে চেনেন দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ রাতেই ৪ জেলায় বৃষ্টি, ৪০ কিমিতে ঝড়, বুধবার থেকে অপেক্ষা করে আছে ‘জ্বলন্ত কড়া’ সত্য়জিৎবাবুর হাত আমি সারা জীবন ধরতে চেয়েছি, তবে প্রতি অন্যায় করেছিলাম: মাধবী ‘‌মমতা বন্দোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করুন’‌, এসএসসি কাণ্ডে সুর চড়ালেন শুভেন্দু আমিই তো ‘নির্ভয়া দিদি’! গোলাপী গাড়ি চেপে প্রচারে, এমন নাম কেন প্রার্থীর? 'ইন্দিরা গান্ধী সোনা দিয়েছিলেন যুদ্ধে , আমার মায়ের মঙ্গলসূত্র…', সরব প্রিয়াঙ্কা

Latest IPL News

দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ হার্দিককে নিয়ে ক্ষোভ, নাকি বিদেশি নির্বাচনে ভুল- কোন কারণে এখনও IPL-এ নড়বড়ে MI ১৪ বছরে ধোনি পারেননি, CSK-র প্রথম অধিনায়ক হিসেবে দুরন্ত এই রেকর্ড গড়লেন রুতুরাজ বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.