আইপিএল এলিমেনটরে সেঞ্চুরির পর কোয়ালিফায়ার টু-এ অর্ধশতরান করে ফেললেন রজত পতিদার। প্লে-অফে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। এ দিন অর্ধশতরান করে পতিদার ছুঁয়ে ফেললেন সুরেশ রায়না এবং কেন উইলিয়ামসনকে। তাও আবার আনক্যাপড প্লেয়ার হয়ে। সে ক্ষেত্রে আনক্যাপড প্লেয়ার হিসেবে এটা রজত পতিদারের নজির।
রজত পতিদার হলেন আইপিএলের ইতিহাসে তৃতীয় প্লেয়ার, যিনি এলিমেনটর এবং কোয়ালিফায়ারে ৫০ বা তার বেশি রান করলেন। এই নজির ছিল রায়না এবং উইলিয়ামসনের। সেটাই ছুঁলেন পতিদার। তবে আনক্যাপড প্লেয়ার হিসেবে এটা নতুন রেকর্ড। বিশেষ করে এলিমেনটরে সেঞ্চুরির পর কোয়ালিফায়ার টু-তে হাফ সেঞ্চুরিটা পতিদারের বড় নজির।
রাজস্থান রয়্যালস টসে জিতে ব্যাট করতে পাঠায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। রজিত পতিদার ৪২ বলে ৫৮ করেন। এ ছাড়া ২৫ (২৭ বলে) করেছেন ফ্যাফ ডু'প্লেসি। ১৩ বলে ২৪ করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। শাহবাজ আহমেদের সংগ্রহ ১২ রান। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। পতিদার হাফ সেঞ্চুরি না করলে ১৫০ টপকানো হত না আরসিবি-র।
নির্দিষ্ট ২০ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছে। ওবেড ম্যাকয়ে এবং প্রসিধ কৃষ্ণ ৩টি করে উইকেট নিয়েছেন। ট্রেন্ট বোল্ট এবং রবিচন্দ্রন অশ্বিন ১টি করে উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।