বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > WTC Final থেকে রাহুল ছিটকে গেলে, ভরতে ভরসা না করে ঋদ্ধিকে ডাকা উচিত- দাবি শাস্ত্রীর

WTC Final থেকে রাহুল ছিটকে গেলে, ভরতে ভরসা না করে ঋদ্ধিকে ডাকা উচিত- দাবি শাস্ত্রীর

রবি শাস্ত্রী এবং ঋদ্ধিমান সাহা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও রাহুল এবং উনাদকাট ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। কারণ আগামী ৭ জুন থেকে মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। আর দু'জনকে সুস্থ করে তোলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) হাতে বেশি সময় নেই। বিশেষত রাহুলের চোটের জন্য রোহিত শর্মাদের সমস্যা বাড়তে পারে।

কেএল রাহুলের চোটের হাল কী? যা খবর তাতে, রাহুলের চোট এতটাই গুরুতর যে, এ বারের আইপিএল থেকেই তিনি ছিটকেই গিয়েছেন বলে খবর। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে অনুযায়ী, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে উরুতে যে চোট লাগে রাহুলের, সেটা যথেষ্ট গুরুতর বলে মনে করা হচ্ছে। আপাতত স্ক্যান করতে মুম্বইয়ে যাবেন তিনি। তবে শুধু রাহুল নয়, লখনউ সুপার জায়েন্টসের পেসার জয়দেব উনাদকাটও এ বারের আইপিএলে আর খেলতে পারবেন না।

এটা নিঃসন্দেহে ভারতীয় দলের কাছেও বড় ধাক্কা। শ্রেয়স আইয়ারের চোট এবং কেএস ভরতের লাগাতার ব্যর্থতার জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহুলের খেলার একটা বড় সম্ভাবনা ছিল। ঠিক যে কারণে রাহানেও দলেও ফিরেছেন। সেই পরিস্থিতিতে রাহুল (ইংল্যান্ডের পরিবেশে খেলার অভিজ্ঞতাও আছে তাঁর) যদি ছিটকে যান, তা হলে মাথায় হাত পড়বে রাহুল দ্রাবিড়দের।

আরও পড়ুন: লখনউ সুপার জায়ান্টস-চেন্নাই সুপার কিংস ম্যাচের লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/sports/ipl/lsg-vs-csk-ipl-2023-live-live-score-update-of-lsg-vs-csk-match-in-ekana-31683106413458.html

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও রাহুল এবং উনাদকাট ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। কারণ আগামী ৭ জুন থেকে মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। আর দু'জনকে সুস্থ করে তোলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) হাতে বেশি সময় নেই। বিশেষত রাহুলের চোটের জন্য রোহিত শর্মাদের সমস্যা বাড়তে পারে। যিনি প্রথম একাদশে খেলতে পারেন বলে একাধিক মহলের ধারণা ছিল।

প্রাক্তন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী আবার রাহুল না খেলতে পারলে, তাঁর জায়গায় ঋদ্ধিমান সাহাকে দলে নেওয়া নিয়ে জোর সাওয়াল করেছেন। গুজরাট টাইটান্সের ঋদ্ধিমান সাহাকে তিনি অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবে অভিহিত করেছেন। এবং ঋদ্ধির যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে থাকা উচিত, সেই দাবিও করেছেন রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, ‘ঋদ্ধি খুবই ভালো কিপার। পন্ত নেই, রাহুল ছিটকে গেলে, কেএস ভরতকে কভার করার জন্য ঋদ্ধিকে প্রয়োজন। কে এল রাহুল যদি চোটের জন্য খেলতে না পারেন, তবে কে হবেন উইকেটকিপার? ঋদ্ধিকে ডাকা উচিত।’

আরও পড়ুন: ১৫ বছর পর আমার মতো অনুশোচনা করতে হবে, লজ্জা লাগবে- কোহলি-গোতিকে পরামর্শ ভাজ্জির

গত সোমবার আরসিবির বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় চোট পান রাহুল। মার্কাস স্টোইনিসের বলে ফ্যাফ ডু'প্লেসি যে কভার ড্রাইভ মারেন, সেটা তাড়া করতে যান লখনউয়ের অধিনায়ক। সেই সময়ে ডান উরুতে হাত দিয়ে পড়ে যান। তার পর তাঁকে ধরে-ধরে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। এমনই পরিস্থিতি হয় যে নবম উইকেট পতনের পর ব্যাট করতে নামেন রাহুল। স্রেফ ব্যাট চালাতে পারছিলেন। রানও নিতে পারছিলেন না। অর্থাৎ রাহুলের চোট যে অত্যন্ত গুরুতর, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।

বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের এক সূত্রকে উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আপাতত লখনউয়ে দলের সঙ্গে আছে কেএল। বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজের দলের ম্যাচ দেখার পর বৃহস্পতিবার (লখনউয়ের) শিবির ছাড়বে রাহুল। মুম্বইয়ে বিসিসিআইয়ের নির্ধারিত জায়গায় ওর স্ক্যান করা হবে। জয়দেব এবং ওর চোটের বিষয়টা পুরো দেখভাল করবে বিসিসিআই।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হোলির পরই মহালক্ষ্মী রাজযোগ, বাড়বে ব্যবসা সঙ্গে সৌভাগ্য, ৩ রাশির হবে আর্থিক লাভ বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.