চেন্নাইয়ের ম্যানেজমেন্ট তথা মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মনোমালিন্য যে ছিল, সেটা বারে বারে বুঝিয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। তবে বরফ গলে জল হয়ে যায় সিএসকে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরে।
গত বছর নেতৃত্বের ব্যাটন হাতে দিয়েও তা পুনরায় কেড়ে নেওয়া থেকেই তিক্ততার সূত্রপাত। এবছর সোশ্যাল মিডিয়ায় হোক বা ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে করা মন্তব্যে, রবীন্দ্র জাদেজা পরিস্কার বুঝিয়েছেন যে, ভালো খেলেও তিনি চেন্নাই সুপার কিংসে উপেক্ষিত।
যদিও তাঁর সেই ক্ষোভই হোক বা আক্ষেপ, মাঠের পারফর্ম্যান্সে তার এতটুকু প্রভাব প্রভাব পড়তে দেননি জাদেজা। আইপিএল ২০২৩-তে একাধিক ম্যাচে তিনি জয় এনে দিয়েছেন চেন্নাইকে। ফাইনালে আরও একবার তারই পুনরাবৃত্তি করেন রবীন্দ্র। গুজরাট টাইটানসের বিরুদ্ধে ফাইনালে জয়ের জন্য শেষ ২ বলে চেন্নাই সুপার কিংসের দরকার ছিল ১০ রান। মোহিত শর্মার শেষ ২টি বলে ১টি ছক্কা ও ১টি চার মেরে জাদেজা চ্যাম্পিয়ন করেন ধোনিদের।
ভালো খেলেও সমর্থকদের কাছ থেকে স্বীকৃতি পাননি বলে অভিমান ছিল জাদেজার। ফাইনালে ভালো খেলার পরে সব থেকে বড় স্বীকৃতি মেলে ক্যাপ্টেন ধোনির কাছ থেকে। লিগের শেষ ম্যাচে জাদেজাকে রীতিমতো বকাঝকা করেছিলেন ধোনি। ফাইনালের শেষে সেই মাহিই কোলে তুলে নেন জাদেজাকে। গলে জল হয়ে যায় জাদেজার যাবতীয় অভিমান।
আইপিএলের ট্রফি হাতে ধোনির ছবি দেখতে চেন্নাই সমর্থকরা অভ্যস্ত। তাই জাদেজাকে ধোনির কোলে তুলে নেওয়ার ছবিটিই তাঁদের কাছে টুর্নামেন্টের সেরা স্মারক হিসেবে বিবেচিত হচ্ছে।
মুহূর্তটি যে জাদেজার কাছেও কতটা গুরুত্ব পাচ্ছে, সেটা বোঝা যায় তাঁর একটি কাজেই। চ্যাম্পিয়ন হওয়ার পরেই জাদেজা নিজের ইনস্টাগ্রামের ডিপি বদলে ফেলেন। সেখানে ঠাঁই পায় ধোনির তাঁকে কোলে তুলে নেওয়ার মুহূর্তটি।
অবশ্য ম্যাচের শেষে শুধু জাদেজাকে কোলে তুলে নেওয়াই নয়, বরং আরও বড় সম্মান দেন ধোনি। তিনি ট্রফি নেওয়ার আগে পুরস্কার বিতরণী মঞ্চে ডেকে নেন আম্বাতি রায়াড়ু ও রবীন্দ্র জাদেজাকে। নিজে ট্রফি গ্রহণ না করে তিনি রায়াড়ু ও জাদেজাকে সেই সুযোগ করে দেন।
সোশ্যাল মিডিয়ায় জাদেজা এও জানিয়েছেন যে, তাঁরা চ্যাম্পিয়ন হয়েছেন শুধুমাত্র এক এবং অদ্বিতীয় ধোনির জন্য। ধোনির জন্য সব কিছু সঁপে দিতে রাজি বলেও মন্তব্য করেন জাদেজা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।