বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > উফফ! কাইফকে বিরাট কোহলির ছক্কা মনে করিয়ে দিল রায়ডুর স্লোয়ার বলে ছয়, দেখুন ভিডিয়ো

উফফ! কাইফকে বিরাট কোহলির ছক্কা মনে করিয়ে দিল রায়ডুর স্লোয়ার বলে ছয়, দেখুন ভিডিয়ো

রায়ডুর ছক্কাকে কোহলির এই ছয়ের সঙ্গে তুলনা করলেন কাইফ

মহম্মদ কাইফ বিশেষ করে ১৩তম ওভারে মোহিত শর্মার বোলিংয়ে রায়ডু যে ছক্কা মেরেছিলেন তার কথা বলেছিলেন। রায়ডু ব্যাকফুটে অপেক্ষা করেছিলেন একটি ধীরগতির ডেলিভারিকে নিজের ফ্ল্যাট ব্যাট করে লং অফের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান, সেই শটের কথা বলেছিলেন মহম্মদ কাইফ।

IPL 2023-এর ফাইনালে গুজরাট টাইটানসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস তারকা অম্বাতি রায়ডুর ৮ বলে অপরাজিত ১৯ রানের অবিশ্বাস্য ক্যামিও ইনিংসের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। মহম্মদ কাইফ বিশেষ করে ১৩তম ওভারে মোহিত শর্মার বোলিংয়ে রায়ডু যে ছক্কা মেরেছিলেন তার কথা বলেছিলেন। রায়ডু ব্যাকফুটে অপেক্ষা করেছিলেন একটি ধীরগতির ডেলিভারিকে নিজের ফ্ল্যাট ব্যাট করে লং অফের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান, সেই শটের কথা বলেছিলেন মহম্মদ কাইফ।

আরও পড়ুন… IPL 2023-টেনিস বল দিয়ে শুরু, কেটে গেল ৩০ বছর, রূপকথার ফেয়ারওয়েলের পর আবেগঘন বার্তা অম্বাতির

স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভে কথা বলতে গিয়ে মহম্মদ কাইফ ব্যাখ্যা করেছিলেন যে কীভাবে সেই ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের স্পিডস্টার হ্যারিস রউফকে মারা বিরাট কোহলির ছক্কার মতো। অম্বাতি রায়ডুর নক সম্পর্কে তিনি যা বলেছিলেন, ‘অম্বাতি রায়ডুর সেই প্রভাবশালী নকটি ছিল খেলা বদলে দেওয়ার মুহূর্ত। খেলার প্রেক্ষাপটে তাঁর ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি ব্যাকফুটে যে ছক্কা মারেন সেটি আমার জন্য টুর্নামেন্টের সেরা শট। গত বছর মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি যে আইকনিক ছক্কা হাঁকিয়েছিলেন তার সঙ্গে এটি ছিল একই রকম। রায়ডুকে আবেগপ্রবণ দেখাচ্ছিল কিন্তু তার আইপিএল ক্যারিয়ার এত উচ্চতায় শেষ করার জন্য পুরো কৃতিত্ব তাঁকে দিতেই হয়।’

আরও পড়ুন… ভিডিয়ো- বড় দাদার মত সান্ত্বনা দিলেন ভেঙে পড়া মোহিত শর্মাকে, ধোনির আচরণে মুগ্ধ সবাই

অম্বাতি রায়ডু ঘোষণা করেছিলেন যে আইপিএল ২০২৩ ফাইনাল হবে তার আইপিএল ক্যারিয়ারের শেষ খেলা। তিনি একটি গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেন এবং সিএসকে তাদের পঞ্চম শিরোপা জেতার পরে বোধগম্যভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। ফাইনালের পরে অম্বাতি রায়ডু বলেন, ‘হ্যাঁ, এটি একটি রূপকথার সমাপ্তি। আমি আরও কিছু চাইতে পারতাম না। আমি বলতে চাই এটা অবিশ্বাস্য। সত্যিই দুর্দান্ত দলে খেলার জন্য ভাগ্যবান এবং এটি একটি পক্ষ। (এর গুরুত্বের উপর, তার ফাইনাল খেলা) আমি আমার বাকি জীবন হাসতে পারি। গত ৩০ বছরের সমস্ত পরিশ্রম। আমি খুশি যে এই রাতে এটি শেষ হয়েছে।’ অম্বাতি রায়ডু এখন তাঁর ক্যারিয়ারে ছয়টি আইপিএল শিরোপা জিতেছেন, এটি একটি যৌথ রেকর্ড রোহিত শর্মার সঙ্গে রয়েছে।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন