রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন বৃহস্পতিবার বলেছেন যে তারা তাদের মহিলা দলের জন্য সারা দেশ থেকে প্রতিভা খুঁজে বের করতে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (AI) ব্যবহার করবেন। টিম ম্যানেজমেন্ট উজ্জ্বল প্রতিভার জন্য স্কাউট করার জন্য 'স্কাউট' পাঠানোর পাশাপাশি AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এর সাহায্য নেওয়া হবে। উইমেন্স প্রিমিয়ার লিগের আগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে হেসন বলেন, ‘আমাদের একটি ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ সিস্টেম আছে এবং আমরা মনে করি নিয়মিত ‘স্কাউট’ পাঠানোর পাশাপাশি আমরা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’-এর থেকেও সাহায্য পাব। সারা দেশে এমন অনেক প্রতিভা আছে যেখান থেকে আমরা তাদের শর্টলিস্ট করব এবং ক্যাম্পে নিয়ে আসব এবং কিছু বিশেষ টুর্নামেন্টে তাদের দেখব।
হেসন বলেছিলেন যে আরসিবি তাদের প্রশিক্ষণ এবং পর্যাপ্তভাবে প্রস্তুত করার জন্য খুব অল্প বয়সে প্রতিভা খুঁজে বের করতে চাইছে। তিনি বলেছেন, ‘আমরা মূলধারার টুর্নামেন্ট বা প্রথম-শ্রেণির ক্রিকেট বা রাষ্ট্রীয় ক্রিকেটের বাইরে অনেকদূরে গিয়ে ক্রিকেটারদের খুঁজে আনার চেষ্টা করছি। আমরা অপ্রাপ্তবয়স্ক প্রতিভা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলে আনার চেষ্টা করব। যারা সম্ভাব্য ইতিমধ্যে দলে নেই তাদের দেখার চেষ্টা করছি।’ হেসন আরও বলেছেন, ‘আমরা যে খেলোয়াড়দের দেখছি তারা আসলে RCB এর অংশ হতে আর এক বছর দূরে রয়েছে। তবে আমাদের তাদের সনাক্ত করতে হবে। আমরা তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তুলে আনতে হবে এবং তাদের বিকাশ করতে হবে। অবশ্যই আমরা কীভাবে কাজ করি সেটাও দেখার। পুরুষ এবং মহিলা উভয় প্রোগ্রামেই আমরা এগিয়ে যাব।’
আরসিবি হয়তো এলিস পেরি, মেগান শুট, হিদার নাইট এবং ডেন ভ্যান নিকের্কের সঙ্গে একটি ঈর্ষণীয় তালিকা তৈরি করেছে কিন্তু প্রধান কোচ বেন সায়ার স্পষ্ট যে শনিবার থেকে শুরু হওয়া WPL চলাকালীন বড় নামগুলি আবর্তিত হবে। এই চারটি বিখ্যাত নামের সঙ্গে, আরসিবি কিংবদন্তি নিউজিল্যান্ডের সোফি ডিভাইন এবং ডব্লিউবিবিএল (বিগ ব্যাশ লিগ) তারকা ইরিন বার্নসকেও যোগ দিয়েছেন। শীর্ষ চার বিদেশী খেলোয়াড় হিসাবে তাঁর বাছাই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, নিউজিল্যান্ড মহিলা দলের বর্তমান কোচ সায়ার সরাসরি উত্তর দেননি। সায়ার বলেছেন, ‘পুরো টুর্নামেন্টে আমরা একই চারজন খেলোয়াড় খেলব বলে আশা করবেন না। আমাদের কিছু অসাধারণ প্রতিভা সম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমি নিশ্চিত আপনি টুর্নামেন্টে ছয়জন খেলোয়াড়কে খেলতে দেখবেন।’
আরও পড়ুন… ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটি? রোহিতরা কখন থেকে হারতে শুরু করলেন? উত্তর দিলেন গাভাসকর
ভারতের টেনিস কিংবদন্তি সানিয়া মির্জা একজন নিখুঁত রোল মডেল এবং আসন্ন WPL-এর জন্য RCB-এর মেন্টর হিসেবে তাঁর অন্তর্ভুক্তি দলকে অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে। এমনটাই মনে করেন দলের ক্রিকেট পরিচালক মাইক হেসন। ৩৬ বছর বয়সী ছয়বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী সম্প্রতি টেনিস থেকে অবসর নিয়েছেন। সানিয়া মির্জা সম্পর্কে কথা বলতে গিয়ে হেসন বলেন, ‘মহিলাদের খেলাধুলার জন্য সানিয়া একজন বিশাল আইকন। আপনি যে খেলাধুলা থেকেই হোন না কেন, কিন্তু একজন তারকার উঠে আসা এবং একজন অ্যাথলিটের সব ক্ষেত্রে চ্যালেঞ্জ করা, চাপকে আলিঙ্গন করা এবং কীভাবে তার মোকাবেলা করতে হবে সেটা জানা এবং চাপকে ভয় না পাওয়া এটাই বড় কথা।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।