বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RCB Logo Colour Change: লাল হল নীল!! প্লে-অফের আশায় লোগোর রঙও পালটে দিল RCB, MI-র কাছে করছে কাকুতি-মিনতি

RCB Logo Colour Change: লাল হল নীল!! প্লে-অফের আশায় লোগোর রঙও পালটে দিল RCB, MI-র কাছে করছে কাকুতি-মিনতি

আরসিবির নয়া রঙের লোগো (ছবি সৌজন্যে ফেসবুক @RoyalChallengersBangalore), বিরাট কোহলি ও রোহিত শর্মার পুরনো ছবি। (সৌজন্যে আইপিএল)

RCB Logo Colour Change: আপাতত আইপিএলের প্লে-অফের চতুর্থ স্থানের জন্য লড়াই করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস। আজ দিল্লি জিতে গেলে নেট রানরেটের ভিত্তিতে ঋষভ পন্তরা উঠে যাবেন।  মুম্বই ইন্ডিয়ান্স জিতলে উঠবেন বিরাট কোহলিরা।

অঙ্কটা একেবারে সোজা। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স জিতলে প্লে-অফে উঠবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেজন্য এবার নিজেদের লোগোর রঙও পালটে ফেলল বিরাট কোহলিদের দল।

আপাতত আইপিএলের প্লে-অফের তিনটি দল নির্ধারিত হয়ে গিয়েছে। চতুর্থ স্থানের জন্য লড়াই করছে ব্যাঙ্গালোর এবং দিল্লি। ১৪ ম্যাচে ব্যাঙ্গালোরের পয়েন্ট ১৬। সেখানে এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্টে আছে দিল্লি। আজ দিল্লি জিতে গেলে ঋষভ পন্তদের ঝুলিতেও ১৬ পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে দিল্লি উঠে যাবে। কারণ এখনই রানরেটের নিরিখে বহু এগিয়ে আছে দিল্লি।

আরও পড়ুন: IPL 2022: কেন সুযোগ নয় সচিন-পুত্রকে? নেটিজেনদের তোপের পর চার খাওয়ার ভিডিয়ো পোস্ট MI-র

সেই পরিস্থিতিতে রোহিত শর্মাদের সবথেকে বড় সমর্থক হয়ে উঠেছেন কোহলিরা। ব্যাঙ্গালোরের সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের উদ্দেশ্যে একটি পোস্টকার্ড পোস্ট করা হয়। 'নমস্কার, মুম্বই ইন্ডিয়ান্স, একটা পরিবার হিসেবে পুরো দল আরসিবি দল তোমাদের হয়ে গলা ফাটাবে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত খেল (#PlayBold)।' তারপর তো টুইটার এবং ফেসবুকে আরসিবির লোগোর রঙও পালটে ফেলা হয়।

লোগোর রং পালটে ফেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ব্যাঙ্গালোরের সমর্থকদের একাংশ সেই বিষয়টির সমর্থন করেছেন। একাংশের আবার বক্তব্য, যাই হোক, দলের ঐতিহ্য নিয়ে ছেলেখেলা উচিত নয়। অবিলম্বে সেই ছবি মুছে ফেলা হোক।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন