একবারও আইপিএল জয়ের স্বাদ পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০২৩ সালে তাদের নতুন লক্ষ্য। মজার বিষয় হল বিরাট কোহলিরা তিন বার ফাইনাল খেলে ফেলেছেন। কিন্তু ভাগ্যের শিকে ছেড়েনি ব্যাঙ্গালোরের। এ বার তাই শিরোপা ছাড়া তারা দ্বিতীয় কিছু ভাবছে না।
হাইপ্রোফাইল এই দলটি শেষ বার ২০১৬ সালে বিরাট কোহলির নেতৃত্বে আইপিএল ফাইনাল খেলেছিল। গত বছর কোহলি আরসিবি-র নেতৃত্ব ছেড়ে দেন। এবং ব্যাঙ্গালোরের এই ফ্র্যাঞ্চাইজি তাদের নতুন অধিনায়ক বেছে নেয় মেগা নিলাম থেকে। চেন্নাই সুপার কিংসের ফ্যাফ ডু'প্লেসিকে ছিনিয়ে নিয়ে তাঁর হাতেই তুলে দেয় নেতৃত্বের দায়িত্ব। ব্যাঙ্গালোর ২০২২ আইপিএলে প্লে-অফে উঠলেও ফাইনাল খেলতে পারেনি।
আরও পড়ুন: বাদ উইলিয়ামসন,পুরানকে ছেঁটে বড় চমক SRH-এর,কার্যত নতুন দল গড়ার লক্ষ্য হায়দরাবাদের
যাইহোক প্রতি বারের মতো এ বারও ট্রফি খরা কাটানোর লক্ষ্যে নিজেদের দল কার্যত গুছিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মোটামুটি ভাবে নিজেদের কোর টিমটাই ধরে রেখেছে আরসিবি। বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল সহ বেশির ভাগ প্লেয়ারকেই তারা রিটেন করেছে।
আরও পড়ুন: জেসন রয়ের মতো প্লেয়ারকে ছাড়লেও, মূল দল ধরে রাখল IPL চ্যাম্পিয়ন GT, দেখুন তালিকা
তবে জেসন বেহরেনডর্ফকে তারা যেমন ট্রেড করেছে। বেহরেনডর্ফ গিয়েছেন মুম্বইয়ে। এ দিকে শেরফান রাদারফোর্ডকে ছেড়ে দিয়েছে ব্যাঙ্গালোর।
আইপিএল ২০২৩-এর জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে সমস্ত প্লেয়ারদের ধরে রেখছে, তার তালিকা:
ফ্যাফ ডু'প্লেসি, বিরাট কোহলি, সুয়াশ প্রভুদেশাই, রজত পতিদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, ফিন অ্যালেন, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, হার্ষাল প্যাটেল, ডেভিড উইলি, কর্ন শর্মা, মহিপাল লোমরর, মহম্মদ সিরাজ, জোস হ্যাজলউড, সিদ্ধার্থ কৌল, আকাশ দীপ।
আইপিএল ২০২৩-এর জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে সমস্ত প্লেয়ারদের ছেড়ে দিয়েছে, তার তালিকা:
জেসন বেহরেনডর্ফ, অনিশ্বর গৌতম, চামা মিলিন্দ, লাভনিথ সিসোদিয়া, শেরফান রাদারফোর্ড।
এ দিকে মিনি নিলামে যাওয়ার আগে আরসিবির হাতে খুব বেশি আর টাকা নেই। তাদের হাতে থাকল ৮.৭৫ কোটি টাকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।