বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RCB vs GT: একেই বলে ভাগ্য, রশিদের বলে 'বোল্ড' হয়েও মাঠ ছাড়তে হল না ম্যাক্সওয়েলকে, ভিডিয়ো

RCB vs GT: একেই বলে ভাগ্য, রশিদের বলে 'বোল্ড' হয়েও মাঠ ছাড়তে হল না ম্যাক্সওয়েলকে, ভিডিয়ো

বোল্ড হয়েও বেঁচে গেলেন ম্যাক্সওয়েল। ছবি- আইপিএল।

বল স্টাম্পে লাগা সত্ত্বেও ডেভিড ওয়ার্নারের মতো বেঁচে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল।

কথায় আছে, ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবি বনাম গুজরাট ম্যাচে ম্যাক্সওয়েল যেভাবে ভাগ্যের সাহায্য পেলেন, তেমনটা খুব কমই দেখা যায়। জাবনদান পেয়েই আগ্রাসী ইনিংসে আরসিবির জয় নিশ্চিত করেন অজি অল-রাউন্ডার। যদিও চলতি আইপিএলেই এমন ঘটনা এই প্রথম নয়। বরং ঠিক একই ছবি দেখা গিয়েছে আগেও।

দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে বোল্ড হয়েও ডেভিড ওয়ার্নার বেঁচে গিয়েছিলেন বেল পড়েনি বলে। ঠিক একই ছবি দেখা গেল এই ম্যাচেও। সেবার যুজবেন্দ্র চাহাল ছিলেন হতভাগ্য বোলার। এবার রশিদ খানের বল স্টাম্পে লাগলেও বেল পড়েনি। ফলে বেঁচে যান ম্যাক্সওয়েল।

আরও পড়ুন:- IPL 2022 Playoffs Scenario: পঞ্জাব ও হায়দরাবাদকে ছিটকে দিল RCB, প্লে-অফে যেতে দিল্লির হারের দিকে তাকিয়ে কোহলিরা

আরসিবি ইনিংসের ১৪.৩ ওভারে ফ্যাফ ডু'প্লেসিকে আউট করেন রশিদ। ব্যাট হাতে ক্রিজে আসেন ম্যাক্সওয়েল। মাঠে নেমে প্রথম বলেই বোল্ড হন গ্লেন। তবে বেল না পড়ায় বেঁচে যান তিনি। বল উইকেটকিপারকে এড়িয়ে বাউন্ডারির বাইরে চলে যায়। ম্যাক্সওয়েলের উইকেট খোয়ানোর বদলে চার রান উপহার পেয়ে যায় আরসিবি।

ম্যাক্সওয়েলের বোল্ড হয়েও বেঁচে যাওয়ার ভিডিয়ো দেখতে ক্লিক করুন:- https://www.iplt20.com/video/45638/bails-light-up-but-maxi-survives

ম্যাক্সওয়েল শেষমেশ ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। আরসিবি ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে পরাজিত করে গুজরাট টাইটানসকে। প্রথমে ব্যাট করে গুজরাট নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর ১৮.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭০ রান তুলে ম্যাচ জিতে যায়।

বন্ধ করুন