এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ রবিবার (২১ মে) ফ্যাফ ডু'প্লেসির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে অগ্নিপরীক্ষা। তারা তাদের লিগের শেষ ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। প্লে-অফে জেতে হলে এই ম্যাচ জিততেই হবে আরসিবি-কে। সেই সঙ্গে নেট রানরেটের হিসেবটাও তাদের মাথায় রাখতে হবে। অথচ বেঙ্গালুরুর খারাপ আবহাওয়ার জন্য কপাল পুড়তে চলেছে বিরাট কোহলিদের। কারণ ২০২৩ আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচটি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আরও পড়ুন: শামি আর হার্দিককে বিশ্রাম দেবে টাইটান্স, ব্যাঙ্গালোর কি কার্তিককে বাদ দেবে?
বেঙ্গালুরুতে শুধু যে ভারী বৃষ্টিপাত হচ্ছে এমনটা নয়, ভয়ানক ভাবে শিলাবৃষ্টি শুরু হয়েছে। ম্যাচের আগে আবহাওয়ার অবস্থার উন্নতি না হলে আরসিবি এবং টাইটান্সের মধ্যে ম্যাচটি বাতিল হয়ে যেতে পারে। যার নিটফল, দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। এক পয়েন্ট পেলে কোহলিদের কপাল পুড়বে। সে ক্ষেত্রে মুম্বই যদি সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দেয়, তবে ১৬ পয়েন্ট নিয়ে তারা প্লে-অফে পৌঁছে যাবে। আরসিবি এক পয়েন্ট পেলে ১৫ পয়েন্ট নিয়ে তারা ছিটকে যাবে।
রবিবার বিকেলে বেঙ্গালুরুতে বজ্রপাতের সঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস ছিলই। শুধু বৃষ্টি ক্ষান্ত হয়নি। শিলাবৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি বৃষ্টি এত মুষলধারে হচ্ছে যে রাস্তায় জল জমে গিয়েছে। মূলত মল্লেশ্বরম এবং দক্ষিণ বেঙ্গালুরুর বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টিতে প্রবল ভাবে হয়েছে। এতে যানবাহনেরও ক্ষতি হয়েছে।
শনিবার (২০ মে) ৩০.৪ মিমি বৃষ্টিপাত হয়েছিল। ২৫ মে পর্যন্ত আরও বৃষ্টি এবং বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের পুরো জল থইথই দশা। স্বাভাবিক ভাবেই ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা জোরদার হচ্ছে।
প্লে-অফের লড়াইয়ে ইতিমধ্য়ে তিনটি দল অর্থাৎ গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জায়ান্টস তাদের জায়গা পাকা করে ফেলেছে। এখন একটি জায়গাই পড়ে রয়েছে। আর সেই একটি মাত্র জায়গা দখলের লড়াইয়ে রয়েছে আরসিবি, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস। যে কারণে সুপার সানডে-তে ডাবল হেডারের দুই ম্যাচে অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ এবং আরসিবি বনাম টাইটান্স ম্যাচের ফলাফল এবং নেট রানরেট বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। আরসিবি যদি এ দিন রানরেট ঠিক রেখে ম্যাচ জিতে যায়, তা হলে সহজেই প্লে-অফে উঠতে পারে তারা। সে ক্ষেত্রে তাদের টানা চতুর্থ বার প্লে-অফে ওঠার নজির হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।