বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RCB vs GT: চেনা ছন্দে দাপুটে হাফ-সেঞ্চুরি কোহলির, গুজরাটকে হারিয়ে আশায় বুক বাঁধল আরসিবি
হাফ-সেঞ্চুরির পরে কোহলি। ছবি- আইপিএল।

RCB vs GT: চেনা ছন্দে দাপুটে হাফ-সেঞ্চুরি কোহলির, গুজরাটকে হারিয়ে আশায় বুক বাঁধল আরসিবি

ব্যর্থ হল হার্দিক পান্ডিয়ার অধিনায়কোচিত অর্ধশতরান।

সবার আগে IPL 2022-এর প্লে-অফের টিকিট হাতে পেয়েছে গুজরাট টাইটানস। তাদের লিগ টেবিলের এক নম্বরে থাকা নিয়েও সংশয় নেই। স্বাভাবিকভাবেই আরসিবির বিরুদ্ধে লিগের শেষ ম্যাচটি ছিল হার্দিক পান্ডিয়াদের কাছে নিছক নিয়ম রক্ষার। তবে আরসিবির কাছে এই ম্যাচটি কার্যত ডু-অর-ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছিল। হারলে বিরাট কোহলিদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যেত। শেষমেশ গুজরাটকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলেন কোহলিরা। আপাতত দিল্লি বনাম মুম্বই ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে আরসিবি।

19 May 2022, 11:58:49 PM IST

ম্যাচের সেরা কোহলি

৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বিরাট কোহলি।

19 May 2022, 11:13:44 PM IST

৮ উইকেটে জয়ী আরসিবি

গুজরাট টাইটানসের ৫ উইকেটে ১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে আরসিবি ১৮.৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭০ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় নিশ্চিত করে ব্যাঙ্গালোর। সেই সঙ্গে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে প্লে-অফের দৌড়ে টিকে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স। ম্যাক্সওয়েল ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। ২ বলে ২ রান করে নট-আউট থাকেন কার্তিক। রশিদ খান ৩২ রানে ২ উইকেট নেন।

19 May 2022, 11:10:32 PM IST

২ ওভারে ১১ রান দরকার আরসিবির

জয়ের জন্য শেষ ২ ওভারে ১১ রান দরকার আরসিবির। তারা ১৮ ওভারে ২ উইকেটে ১৫৮ রান তুলেছে ব্যাঙ্গালোর। ম্যাক্সওয়েল ২৮ রানে ব্যাট করছেন।

19 May 2022, 11:02:59 PM IST

কোহলি আউট

১৬.৪ ওভারে রশিদের বলে কোহলিকে স্টাম্প আউট করেন ম্যাথিউ ওয়েড। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৭৩ রান করে মাঠ ছাড়েন কোহলি। আরসিবি ১৪৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন দীনেশ কার্তিক।

19 May 2022, 10:59:20 PM IST

হার্দিকের ওভারে ১৮ রান

১৬তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন ম্যাক্সওয়েল। ওভারে মোট ১৮ রান ওঠে। ১৬ ওভার শেষে আরসিবির সংগ্রহ ১ উইকেটে ১৩৯ রান। কোহলি ৬৭ ও ম্যাক্সওয়েল ১৮ রান করেছেন।

19 May 2022, 10:50:38 PM IST

ডু'প্লেসি আউট

১৪.৩ ওভারে রশিদ খানের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন ফ্যাফ। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ৪৪ রান করেন তিনি। আরসিবি ১১৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম বলেই ভাগ্যের সাহায্য পান তিনি। বল স্টাম্পে লাগলেও বেল পড়েনি। আরসিবি ১৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১২১ রান সংগ্রহ করেছে।

19 May 2022, 10:36:10 PM IST

১০০ টপকাল আরসিবি

১২ ওভার শেষে আরসিবির সংগ্রহ বিনা উইকেটে ১০২ রান। বিরাট কোহলি ৫৬ ও ফ্যাফ ৪০ রানে ব্যাট করছেন।

19 May 2022, 10:25:59 PM IST

হাফ-সেঞ্চুরি কোহলির

৯.১ ওভারে রশিদ খানের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন বিরাট। ১০ ওভারে আরসিবির সংগ্রহ বিনা উইকেটে ৮৬ রান। কোহলি ৫২ ও ডু'প্লেসি ২৮ রানে ব্যাট করছেন।

19 May 2022, 10:23:34 PM IST

৯ ওভারে আরসিবির স্কোর বিনা উইকেটে ৭৭

৯ ওভারে আরসিবির সংগ্রহ বিনা উইকেটে ৭৭ রান।

19 May 2022, 10:09:36 PM IST

পাওয়ার প্লের ৬ ওভারে আরসিবির স্কোর বিনা উইকেটে ৫৫

পাওয়ার প্লের ৬ ওভারে আরসিবির স্কোর বিনা উইকেটে ৫৫ রান। ৬টি বাউন্ডারির সাহায্যে ২৩ বলে ৩৪ রান করেছেন কোহলি। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৫ রান করেছেন ফ্যাফ।

19 May 2022, 09:57:52 PM IST

জীবনদান পেলেন কোহলি

৩.৩ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে বিরাট কোহলির ক্যাচ ছাড়েন রশিদ খান। ৪ ওভারে আরসিবির সংগ্রহ বিনা উইকেটে ৪০ রান। কোহলি ১৪ বলে ২১ রান করেছেন। ১০ বলে ১৩ রান করেছেন ফ্যাফ।

19 May 2022, 09:52:49 PM IST

৩ ওভারে আরসিবির স্কোর বিনা উইকেটে ২৬

৩ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ২৬ রান।  ৯ বলে ১২ রান করেছেন বিরাট কোহলি। ৯ বলে ৯ রান করেছেন ফ্যাফ ডু'প্লেসি।

19 May 2022, 09:39:45 PM IST

আরসিবির রান তাড়া করা শুরু

ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করতে নামেন কোহলি ও ডু'প্লেসি। গুজরাটের হয়ে বোলিং শুরু করেন শামি। প্রথম বলে ১ রান নেন কোহলি। পঞ্চম বলে ৪ মারেন ফ্যাফ। প্রথম ওভারে ৫ রান ওঠে।

19 May 2022, 09:21:24 PM IST

২০ ওভারে গুজরাটের স্কোর ৫ উইকেটে ১৬৮

নির্ধারিত ২০ ওভারে গুজরাট টাইটানস ৫ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তোলে। সুতরাং, জয়ের জন্য আরসিবির দরকার ১৬৯ রান। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলে নট-আউট থাকেন রশিদ খান। হ্যাজেলউড ৩৯ রানে ২টি উইকেট নেন।

19 May 2022, 09:13:54 PM IST

হাফ-সেঞ্চুরি হার্দিকের

৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হার্দিক পান্ডিয়া। ১৯ ওভার শেষে গুজরাটের স্কোর ৫ উইকেটে ১৫১ রান। হার্দিক ৪৩ বলে ৫২ রান করেছেন। ৪ বলে ১২ রান করেছেন রশিদ খান।

19 May 2022, 09:09:13 PM IST

তেওয়াটিয়া আউট

১৭.৩ ওভারে হ্যাজেলউডের বলে উইকেটকিপার কার্তিকের দস্তানায় ধরা পড়েন তেওয়াটিয়া। ৩ বলে ২ রান করেন তিনি। গুজরাট ১৩২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন রশিদ খান।

19 May 2022, 08:59:40 PM IST

মিলার আউট

১৬.২ ওভারে নিজের বলেই ডেভিড মিলারের দুর্দান্ত ক্যাচ ধরেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৩৪ রান করে মাঠ ছাড়েন মিলার। গুজরাট ১২৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন রাহুল তেওয়াটিয়া।

19 May 2022, 08:43:44 PM IST

১০০ টপকাল গুজরাট

১৪ ওভার শেষে গুজরাটের স্কোর ৩ উইকেটে ১০৯ রান। ম্যাক্সওয়েলের ওভারে জোড়া ছক্কা হাঁকান মিলার। হার্দিক ৩৫ ও মিলার ২৪ রানে ব্যাট করছেন। ম্যাক্সওয়েল ৪ ওভারে ২৮ রানের বিনময়ে ১ উইকেট দখল করেন।

19 May 2022, 08:37:09 PM IST

১৩ ওভারে গুজরাটের স্কোর ৩ উইকেটে ৯১

১৩ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ৩ উইকেটে ৯১ রান। হার্দিক পান্ডিয়া ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩২ রান করেছেন। ১২ বলে ১০ রান করেছেন ডেভিড মিলার।

19 May 2022, 08:24:40 PM IST

জীবনদান পেলেন হার্দিক

৯.৪ ওভারে ম্যাক্সওয়েলের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ পড়ে হার্দিকের। আউট হওয়ার বদলে সেই বলে ছয় রান পেয়ে যান হার্দিক। ১০ ওভার শেষে গুজরাটের স্কোর ৩ উইকেটে ৭২ রান। হার্দিক ২০ রানে ব্যাট করছেন।

19 May 2022, 08:13:04 PM IST

রান-আউট ঋদ্ধি

৮.৩ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়লেন ঋদ্ধিমান সাহা। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২২ বলে ৩১ রান করেন ঋদ্ধি। গুজরাট ৬২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ডেভিড মিলার।

19 May 2022, 07:57:39 PM IST

ওয়েড আউট

৫.২ ওভারে ম্যাথিউ ওয়েডকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান গ্লেন ম্যাক্সওয়েল। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন ওয়েড। ৩৮ রানে ২ উইকেট হারায় গুজরাট। ব্যাট হাতে ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া। পাওয়ার প্লে-র ৬ ওভারে গুজরাটের স্কোর ২ উইকেটে ৩৮। ঋদ্ধি ২১ রানে ব্যাট করছেন। ম্যাক্সওয়েল ২ ওভারে ১টি মেডেন-সহ ২ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেছেন। 

19 May 2022, 07:55:49 PM IST

৫ ওভারে গুজরাটের স্কোর ১ উইকেটে ৩৮

৫ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ৩৮ রান। হ্যাজেলউডের ওভারে ১৫ রান ওঠে। ২টি চার ও ১টি ছক্কা মারেন ওয়েড।

19 May 2022, 07:43:59 PM IST

গিল আউট

২.৩ ওভারে হ্যাজেলউডের বলে স্লিপে শুভমন গিলের দুর্দান্ত ক্যাচ ধরেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪ বলে ১ রান করে মাঠ ছাড়েন গিল। ২১ রানে ১ উইকেট হারায় গুজরাট। ক্রিজে নতুন ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েড।

19 May 2022, 07:33:15 PM IST

ম্যাচ শুরু

গুজরাটের হয়ে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। আরসিবির হয়ে বোলিং শুরু করেন সিদ্ধার্থ কউল। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন ঋদ্ধিমান। চতুর্থ বলে ছক্কা হাঁকান তিনি। শেষ বলে আরও একটি চার মারেন ঋদ্ধি। প্রথম ওভারে ১৪ রান ওঠে।

19 May 2022, 07:23:52 PM IST

আরসিবির প্রথম একাদশ

বিরাট কোহলি, ফ্যাফ ডু'প্লেসি (ক্যাপ্টেন), রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরোর, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্ষাল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সিদ্ধার্থ কউল ও জোস হ্যাজেলউড।

19 May 2022, 07:22:07 PM IST

গুজরাটের প্লেয়িং ইলেভেন

শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ম্যাথিউ ওয়েড, ডেভিড মিলার, রাহুল তেওয়াটি, রশিদ খান, আর সাই কিশোর, লকি ফার্গুসন, মহম্মদ শামি ও যশ দয়াল।

19 May 2022, 07:20:25 PM IST

রদবদল উভয় দলেই

গুজরাট টাইটানস আলজারি জোসেফের বদলে মাঠে ফেরায় লকি ফার্গুসনকে। আরসিবি মহম্মদ সিরাজের বদলে মাঠে নামায় বার্থডে বয় সিদ্ধার্থ কউলকে।

19 May 2022, 07:05:29 PM IST

টস জিতল গুজরাট

আরসিবির বিরুদ্ধে আইপিএল ২০২২-এ নিজেদের শেষ লিগ ম্যাচে টস জিতল গুজরাট টাইটানস। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ওয়াংখেড়ে স্টেডিয়ামে রান তাড়া করবে ব্যাঙ্গালোর।

19 May 2022, 06:11:10 PM IST

ব্যাঙ্গালোরের হারের অপেক্ষায় চারটি দল

ব্যাঙ্গালোর হারলে রাজস্থানের প্লে-অফ নিশ্চিত। চাই সঞ্জু স্যামসনরা চাইবেন আরসিবি হারুক গুজরাটের কাছে। আরসিবি জিতলে ছিটকে যাবে পঞ্জাব ও হায়দরাবাদ। তাই তারাও চাইবে ব্যাঙ্গালোর হারুক। সর্বোপরি আরসিবি হারলে সুবিধা দিল্লিরও। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে জিতলে যেমন তারা সরাসরি প্লে-অফে যাবে, তেমনই হারলেও নেট রান-রেটে তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই দিল্লিও চাইবে রয়্যাল চ্যালেঞ্জার্স হেরে যাক।

19 May 2022, 06:06:50 PM IST

আরসিবির উপর নির্ভর করছে তিন দলের ভাগ্য

গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এ নিজেদের শেষ লিগ ম্যাচে আরসিবি জিতলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের। কেননা, ব্যাঙ্গালোর সেক্ষেত্রে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। পঞ্জাব ও হায়দরাবাদের পক্ষে কোনওভাবেই ১৪ পয়েন্টের বেশি এগনো সম্ভব নয়। রাজস্থান ও আরসিবির সঙ্গে শুধু মাত্র দিল্লি টিকে থাকবে প্লে-অফের দৌড়ে। তবে আরসিবি গুজরাটের কাছে হারলে রাজস্থান রয়্যালস প্লে-অফে চলে যাবে। সেক্ষেত্রে লাইফ-লাইন পেয়ে যাবে পঞ্জাব ও হায়দরাবাদ। তখন দিল্লির হারের অপেক্ষায় বসে থাকতে হবে তাদের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাড়িতে সারাক্ষণ রাগারাগি? বেডরুম নিয়ে এই ভুল করছেন না তো! বাস্তুটিপস রইল ‘‌অভিষেককেও তো খুন করতে গিয়েছিলি’‌, বীরভূম থেকে বিস্ফোরক দাবি করলেন মমতা কিষাণগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য 'কংগ্রেসের শাসনে হনুমান চালিসা শোনাও অপরাধ', বিরোধীদের তোপ মোদীর বীরভূমে প্রচারে গিয়ে কেষ্টকে স্মরণ, কবে ছাড়া পাবেন তিহাড় থেকে, জানালেন মমতা ২০২২ T20 বিশ্বকাপ খেলা এই ৬ ভারতীয় তারকার ২০২৪ বিশ্বকাপ থেকে বাদ পড়া নিশ্চিত ৮ ঘণ্টা শান্তিতে উৎসব হয় না, বহরমপুরের ভোট পিছিয়ে দিতে বলব,রামনবমী মামলায় বলল HC বিরক্ত হয়েই রাজনীতি ছেড়েছেন মিমি! বললেন, 'পিস অব মাইন্ড ফিরে পেয়েছি...' 'গোয়ার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে সংবিধান', দ্বৈত নাগরিকত্বের দাবি কংগ্রেস প্রার্থীর জীবনে একজন সঠিক মানুষকে বিয়ে করে সুস্থ বাচ্চার জন্ম দিতে চাই: জন্মদিনে স্বস্তিকা

Latest IPL News

ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী সূর্য, হার্দিক নয়, প্রাক্তন নাইটকে পরবর্তী T20 দলের অধিনায়ক হিসাবে বাছলেন ভাজ্জি ‘ধোনির ব্যাটের তলা দিয়ে বল গেলেও ওয়াইড’,কাইফের পোস্টে লাইক দিয়ে রোষের মুখে বিরাট বেগুনি টুপির দৌড়ে বুমরাহর সঙ্গে একই ট্র্যাকে চাহাল, কমলা টুপির মালিক কোহলি বিনিয়োগ নিয়ে ভাবছি না, স্টার্ক মার খেতেই সাফাই KKR CEO-র ফর্মে থাকা সুনীল নারিন কি T20 WC-এ নিজের দেশের হয়ে খেলবেন? কী বললেন KKR তারকা? IPL 2024-র থেকে T20 WC-র পিচ স্লো হবে- ক্যারিবিয়ান পিচ নিয়ে কী বললেন ওয়ার্নার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.