রবিবাসরীয় চিন্নস্বামী যেন ভারতীয় ক্রিকেটের ব্যাটন পরিবর্তনের সাক্ষী থাকল। আইপিএলে পরপর দু'ম্যাচে শতরান করে নিজের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (আরসিবি) লড়াইয়ের রসদ দেন বিরাট কোহলি। আবার ৫২ বলে অপরাজিত ১০৪ রান করে নিজের দল গুজরাট টাইটানসকে জিতিয়ে দেন শুভমন গিল। ‘বেবি বিরাট'-র সেই দুরন্ত শতরানের জন্য নিজের আইপিএল জয়ের স্বপ্ন ফের চুরমার হলেও গিলকে শুভেচ্ছা জানাতে ভুললেন না কোহলি। ম্যাচের শেষে একেবারে বড় দাদার মতো গিলকে জড়িয়ে ধরেন। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিশেষত ভারতীয় ক্রিকেট সমর্থকরা তো মনের মধ্যে ওই ফ্রেমটা চিরকাল বাঁধিয়ে রাখতে চাইছেন। তাঁদের বক্তব্য, ভারতীয় ক্রিকেটের সমর্থক হিসেবে এটা অত্যন্ত গর্বের দিন।
‘সুপার সানডে’-র লড়াইয়ে প্লে-অফে যাওয়ার জন্য গুজরাটের বিরুদ্ধে জিততেই হত ব্যাঙ্গালোরকে। সেই মরণবাঁচন ম্যাচে যখন সতীর্থরা পরপর আউট হয়ে যাচ্ছিলেন, তখন একা হাতে ব্যাঙ্গালোরকে টানতে থাকেন বিরাট। ৬১ বলে অপরাজিত ১০১ রান করে আরসিবিকে ২০০ রানের কাছে নিয়ে যান। সেইসঙ্গে আইপিএলের ইতিহাসে সর্বাধিক শতরানের রেকর্ড গড়েন। আবার তৃতীয় খেলোয়াড় হিসেবে পরপর দুটি আইপিএল ইনিংসে শতরানের নজির গড়েন বিরাট।
ঘণ্টাদেড়েকের মধ্যে সেই তালিকায় বিরাটের সঙ্গে যোগ দেন শুভমনও। কার্যত একা হাতে গুজরাটকে জিতিয়ে দেন। ৫২ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। ১৯.১ ওভারে ছক্কা মেরে সেই শতরান পূরণ করেন। তারপর বিরাটকে হতাশায় ভেঙে পড়তে দেখা গেলেও শুভমনকে শুভেচ্ছা জানাতে ভুলে যাননি। যে শুভমনের হাতে তাঁর আইপিএল জয়ের স্বপ্ন ফের ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তাঁকে জড়িয়ে আলিঙ্গন করেন বিরাট। যে ছবি সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের মতে, এটাই রবিবারের ম্যাচের সেরা ছবি।
আরও পড়ুন: RCB vs GT: ‘পন্তের মতো দুর্ঘটনা হোক গিলের, দিদিকে ধর্ষণ করা হোক’, RCB হারতেই নোংরামি 'বিরাট ভক্তদের'
এমনিতে ‘দাদা’ বিরাট ও ‘ভাই’ গিলের সম্পর্ক অত্যন্ত ভালো। ভারতীয় দলে যখন খেলেন, তখন দু'জনকে প্রায়শই খুনসুটি করতে দেখা যায়। একে অপরের প্রতি অপার ভালোবাসা, সম্মান আছে। বিরাটকে যে আদর্শ হিসেবে দেখেন, তা বলতে কখনও কুণ্ঠাবোধ করেননি শুভমন। আবার একেবারে খোলাখুলি শুভমনের প্রশংসা করেন বিরাট। এবারের আইপিএলে শুভমন যখন প্রথম শতরান করেছিলেন, তখন সেই ইনিংস নিয়ে পোস্ট করেছিলেন আরসিবি তারকা। তিনি বলেছিলেন, ‘প্রতিভা বলে একটা বিষয় থাকে, আর একটা থাকে গিল। এগিয়ে যাও, পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দাও। ঈশ্বর তোমার মঙ্গল করুক শুভমন গিল।’
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)