নিজের পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই T20 কেরিয়ারের স্মরণীয় মাইলফলক টপকে যাওয়ার হাতছানি রয়েছে দীনেশ কার্তিকের সামনে।
1/5আরসিবির বিরুদ্ধে ১৫ রান করলে আইপিএলে ৪০০০ রানের মাইলস্টোন ছোঁবেন অজিঙ্কা রাহানে। এখন তাঁর সংগ্রহে রয়েছে ৪৯৮৫ রান।
2/5কেকেআরের বিরুদ্ধে ৩টি চার মারলে শিখর ধাওয়ানের (৬৫৯) পরে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫৫০টি বাউন্ডারি মারার নজির গড়বেন বিরাট কোহলি। আপাতত বিরাট ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৫৪৭টি চার মেরেছেন।
3/5ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৩টি চার মারলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ২০০টি বাউন্ডারির মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন শ্রেয়স আইয়ার। আইপিএলে তিনি এখনও পর্যন্ত ১৯৭টি চার মেরেছেন।
4/5পুরনো দল কেকেআরের বিরুদ্ধে ৪টি ছক্কা হাঁকাতে পারলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়ারে ২০০টি ছয় মারার নজির গড়বেন দীনেশ কার্তিক। টি-২০ ক্রিকেটে ডিকে এখনও পর্যন্ত ১৯৬টি ছক্কা মেরেছেন।
5/5২৬ রান করলে আইপিএলের চতুর্থ ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৮০০ রান করার কৃতিত্ব অর্জন করবেন বিরাট।