রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে ব্যক্তিগত মাইলস্টোন ছুঁলেন একাধিক তারকা। দেখে নিন তালিকা।
1/6উইকেটকিপার হিসেবে ২০০ আইপিএল ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন দীনেশ কার্তিক। মহেন্দ্র সিং ধোনির পরে দ্বিতীয় কিপার হিসেবে এমন নজির গড়েন তিনি।
2/6কেরিয়ারের ৪০০তম টি-২০ ম্যাচে মাঠে নামেন আন্দ্রে রাসেল। বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এমন বিরল নজির গড়েন দ্রে রাস।
3/6কেকেআরের হয়ে আরসিবির বিরুদ্ধে ২০ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন টিম সাউদি। আইপিএলে এটিই তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স। এর আগে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ছিল ২৩ রানে ৩ উইকেট।
4/6আইপিএলের এক ম্যাচে ২টি মেডেন ওভার নেওয়া দ্বিতীয় বোলারে পরিণত হন হার্ষাল প্যাটেল। তাঁর আগে মহম্মদ সিরাজ ২০২০ আইপিএলে কেকেআরের বিরুদ্ধেই পরপর ২টি মেডেন ওভার বল করেছিলেন। হার্ষাল ম্যাচে মোট ১৯টি ডট বল করেন, যা আরসিবির হয়ে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। সার্বিকভাবে আইপিএলের এক ম্যাচে সব থেকে বেশি ২০টি ডট বল করেছেন দীপক চাহার। হার্ষাল এই নিরিখে সার্বিক তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নেন।
5/6কেকেআরের বিরুদ্ধে ৪ ওভার বল করে ২০ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আইপিএল কেরিয়ারে এটিই তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স।
6/6আরসিবির বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ৩ ওভার বল করে ১২ রানের বিনিময়ে ২টি উইকেট নেন উমেশ যাদব। কাকতলীয় বিষয় হল, তার আগে চেন্নাই ম্যাচেও পাওয়ার প্লে-তে ৩ ওভার বল করে ১২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছিলেন তিনি। সুতরাং, পরপর দু'টি ম্যাচে পাওয়ার প্লে-তে উমেশের বোলিং গড় হুবহু এক।