বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RCB vs KKR: কোহলি ফিরতেই জারিজুরি শেষ, এবার আরসিবিকে তাদের ঘরের মাঠে হারাল কলকাতা
উচ্ছ্বসিত নাইট শিবির। ছবি- বিসিসিআই।

RCB vs KKR: কোহলি ফিরতেই জারিজুরি শেষ, এবার আরসিবিকে তাদের ঘরের মাঠে হারাল কলকাতা

Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders IPL 2023 Live Score: ইডেনের পরে চিন্নাস্বামী, ঘরে-বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বিধ্বস্ত করল কলকাতা নাইট রাইডার্স।

অর্ধেক লিগ অভিযান শেষ। ৮টি দল নিজেদের ১৪টি করে লিগ ম্যাচের মধ্যে ৭টি করে খেলে ফেলেছে। কলকাতা ও আরসিবি খেলেছে ৮টি করে ম্যাচ। অর্ধেক পথ অতিক্রম করার পরে কলকাতা নাইট রাইডার্সকে বাকিদের থেকে বেশ কিছুটা পিছিয়ে দেখাচ্ছিল। কেননা, তারা নিজেদের প্রথম ৭টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্য়াচ জিততে সক্ষম হয়। হারে ৫টি ম্যাচ। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের প্রথম ৭টি ম্যাচের মধ্যে ৪টিতে জয় তুলে নেয়। হারে ৩টি ম্যাচ। এই অবস্থায় চিন্নাস্বামীতে কলকাতার বিরুদ্ধে সম্মুখসমরে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইডেনের প্রথম লেগে কলকাতার কাছে হারের মুখ দেখতে হয় ফ্যাফ ডু'প্লেসি-বিরাট কোহলিদের। এবার ঘরের মাঠে ফিরতি লেগে আরসিবির সামনে বদলা নেওয়ার সুযোগ ছিল। যদিও নিজেদের ডেরাতেও কেকেআরের কাছে হার মানতে হয় বিরাটদের। কেকেআরের কাছে অবশ্য এই ম্যাচটি প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াই হিসেবেও বিবেচিত হচ্ছিল। এমনটা নয় যে, চিন্নাস্বামীতে আরসিবির কাছে হারলে কলকাতার আইপিএল ২০২৩ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে যেত। তবে ঘুরে দাঁড়িয়ে প্রথম চারে ঢোকার কাজ অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াত নীতীশ রানাদের সামনে।

26 Apr 2023, 11:38:04 PM IST

ম্যাচের সেরা বরুণ

হাই-স্কোরিং ম্যাচে ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কেকেআরের রহস্য স্পিনার।

26 Apr 2023, 11:17:03 PM IST

২১ রানে জয় কলকাতার

কলকাতার ৫ উইকেটে ২০০ রানের জবাবে ব্যাট করতে নেমে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রানে আটকে যায়। সুতরাং, ২১ রানে ম্য়াচ জেতে কলকাতা। টানা তার ম্যাচে হারের পরে জয়ের রাস্তায় ফেরেন নীতীশ রানারা। বিজয়কুমার ১৩ ও উইলি ১১ রানে অপরাজিত থাকেন। বৈভব ২ ওভারে ২২ রান খরচ করেন।

26 Apr 2023, 11:08:29 PM IST

শেষ ওভারে ৩৫ রান দরকার আরসিবির

১৯ ওভার শেষে আরসিবির স্কোর ৮ উইকেটে ১৬৬ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ওভারে ৩৫ রান দরকার তাদের। রাসেল ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

26 Apr 2023, 11:00:18 PM IST

দীনেশ কার্তিক আউট

১৭.৩ ওভারে বরুণ চক্রবর্তীর বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন দীনেশ কার্তিক। ১৮ বলে ২২ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। আরসিবি ১৫৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিজয়কুমার বৈশাক। ১৮ ওভার শেষে আরসিবির স্কোর ৮ উইকেটে ১৫৭ রান। জিততে ২ ওভারে ৪৪ রান দরকার তাদের। বরুণ ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

26 Apr 2023, 10:56:30 PM IST

ওয়ানিন্দু হাসারাঙ্গা আউট 

১৬.৫ ওভারে আন্দ্রে রাসেলের বলে পরিবর্ত ফিল্ডার অনুকূল রায়ের হাতে ধরা পড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ বলে ৫ রান করেন তিনি। আরসিবি ১৫২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড উইলি। ১৭ ওভার শেষে ব্যাঙ্গালোরের স্কোর ৭ উইকেটে ১৫৩ রান। জিততে ১৮ বলে ৪৮ রান দরকার আরসিবির। রাসেল ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। কার্তিক ১৭ বলে ২২ রান করেছেন।

26 Apr 2023, 10:50:47 PM IST

৪ ওভারে ৫৬ রান দরকার আরসিবির

১৬ ওভার শেষে আরসিবির স্কোর ৬ উইকেটে ১৪৫ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ৪ ওভারে ৫৬ রান দরকার তাদের। কার্তিক ১৩ বলে ১৫ রান করেছেন। ৪ ওভারে ৪১ রান খরচ করেছেন সুনীল নারিন।

26 Apr 2023, 10:43:59 PM IST

সুয়াশ প্রভুদেশই রান-আউট

১৪.৫ ওভারে ২ রান নেওয়ার চেষ্টায় রান-আউট হয়ে মাঠ ছাড়েন সুয়াশ প্রভুদেশাই। ৯ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। আরসিবি ১৩৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৫ ওভার শেষে আরসিবির স্কোর ৬ উইকেটে ১৩৮ রান। সুয়াশ শর্মা ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

26 Apr 2023, 10:40:21 PM IST

৬ ওভারে ৬৯ রান দরকার আরসিবির

১৪ ওভার শেষে আরসিবির স্কোর ৫ উইকেটে ১৩২ রান। সুতরাং, জয়ের জন্য তাদের দরকার ৬ ওভারে ৬৯ রান। কার্তিক ৯ ও সুয়াশ ৮ রানে ব্যাট করছেন। নারিন ৩ ওভারে ৩৪ রান খরচ করেছেন।

26 Apr 2023, 10:34:24 PM IST

বিরাট কোহলি আউট

১২.১ ওভারে আন্দ্রে রাসেলের বলে বাউন্ডারি লাইনে বেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। কোহলির দুর্দান্ত ক্যাচ ধরেন বেঙ্কটেশ। ৩৭ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন বিরাট। মারেন ৬টি চার। আরসিবি ১১৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুয়াশ প্রভুদেশাই। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ১৩ ওভার শেষে আরসিবির স্কোর ৫ উইকেটে ১২১ রান। রাসেল ২ ওভারে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

26 Apr 2023, 10:25:15 PM IST

মহীপাল লোমরোর আউট

১১.৩ ওভারে বরুণ চক্রবর্তীকে ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি লাইনে আন্দ্রে রাসেলের হাতে ধরা পড়েন মহীপাল লোমরোর। ১৮ বলে ৩৪ রান করেন তিনি। মারেন ১টি চার ও ৩টি ছক্কা। ১১৩ রানে ৪ উইকেট হারায় আরসিবি। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। ১২ ওভার শেষে আরসিবির স্কোর ৪ উইকেটে ১১৫ রান।

26 Apr 2023, 10:21:47 PM IST

হাফ-সেঞ্চুরি কোহলির

৬টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ১১ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ১০৬ রান। কোহলি ৫২ ও মহীপাল ২৮ রানে ব্যাট করছেন।

26 Apr 2023, 10:17:53 PM IST

১০ ওভারে ১০৫ রান দরকার আরসিবির

দশম ওভারে সুনীল নারিনের বলে ২টি ছক্কা মারেন মহীপাল লোমরোর। ওভারে মোট ১৬ রান ওঠে। ১০ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ৯৬ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ১০৫ রান। কোহলি ৪৪ ও মহীপাল ২৭ রানে ব্যাট করছেন। নারিন ২ ওভারে ২৪ রান খরচ করেছেন।

26 Apr 2023, 10:13:03 PM IST

নীতীশ রানার ওভারে ৮ রান

নবম ওভারে বল করতে আসেন নীতীশ রানা। ১টি চার মারেন মহীপাল লোমরোর। ওভারে মোট ৮ রান ওঠে। ৯ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ৮০ রান। কোহলি ৪২ রানে ব্যাট করছেন। ১৩ রান করেছেন মহীপাল।

26 Apr 2023, 10:07:18 PM IST

নারিনের ওভারে ৮ রান

অষ্টম ওভারে বল করতে আসেন সুনীল নারিন। তাঁর ওভারে ৮ রান ওঠে। ৮ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ৭২ রান। কোহলি ৪০ রানে ব্যাট করছেন।

26 Apr 2023, 10:06:49 PM IST

রাসেলের ওভারে ৬ রান

সপ্তম ওভারে বল করতে আসেন আন্দ্রে রাসেল। তাঁর ওভারে ৬ রান ওঠে। ৭ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ৬৪ রান। কোহলি ২৩ বলে ৩৮ রান করেছেন।

26 Apr 2023, 09:57:39 PM IST

গ্লেন ম্যাক্সওয়েল আউট

৫.৫ ওভারে বরুণ চক্রবর্তীর বলে ডেভিড ওয়াইজের হাতে ধরা পড়েন গ্লেন ম্যাক্সওয়েল। ৪ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। আরসিবি ৫৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহীপাল লোমরোর।

26 Apr 2023, 09:53:03 PM IST

শাহবাজ আহমেদ আউট

পঞ্চম ওভারে সুয়াশ শর্মার প্রথম ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন বিরাট কোহলি। ৪.৪ ওভারে সুয়াশের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শাহবাজ আহমেদ। যদিও আল্ট্রা এজে দেখা যায় বল শাহবাজের ব্যাটের কানায় লাগে। সেক্ষেত্রেও শাহবাজ ক্যাচ আউট হতেন। ৫ বলে ২ রান করেন শাহবাজ। আরসিবি ৫১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৫৩ রান। কোহলি ৩২ রানে ব্যাট করছেন।

26 Apr 2023, 09:50:08 PM IST

বরুণের ওভারে ৯ রান

চতুর্থ ওভারে বল করতে আসেন বরুণ চক্রবর্তী। তাঁর ওভারে ৯ রান ওঠে। ১টি চার মারেন বিরাট কোহলি। ৪ ওভার শেষে আরসিবির স্কোর ১ উইকেটে ৪২ রান। ২২ রানে ব্যাট করছেন কোহলি।

26 Apr 2023, 09:42:55 PM IST

ফ্যাফ ডু'প্লেসি আউট

তৃতীয় ওভারে বল করতে আসেন সুয়াশ শর্মা। ২.২ ওভারে সুয়াশের বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন ফ্যাফ ডু'প্লেসি। ৭ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ২টি ছক্কা। আরসিবি ৩১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ। ৩ ওভার শেষে আরসিবির স্কোর ১ উইকেটে ৩৩ রান।

26 Apr 2023, 09:39:46 PM IST

উমেশের ওভারে ১৯ রান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন উমেশ যাদব। প্রথম বলেই চার মারেন বিরাট কোহলি। শেষ ২টি বলে জোড়া ছক্কা মারেন ফ্যাফ ডু'প্লেসি। ওভারে মোট ১৯ রান ওঠে। ২ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ৩০ রান। ফ্যাফ ১৭ ও কোহলি ১২ রানে ব্যাট করছেন।

26 Apr 2023, 09:34:02 PM IST

কোহলির বাউন্ডারিতে রান তাড়া শুরু আরসিবির

যথারীতি বিরাট কোহলির সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওপেন করতে নামেন ফ্যাফ ডু'প্লেসি। কলকাতার হয়ে বোলিং শুরু করেন বৈভব আরোরা। প্রথম বলেই চার মারেন বিরাট। পঞ্চম বলে চার মারেন ফ্যাফ। প্রথম ওভারে ১১ রান ওঠে।

26 Apr 2023, 09:16:28 PM IST

২০০ ছুঁয়ে থামল কলকাতা

শেষ ওভারে হার্ষাল প্যাটেলের বলে জোড়া ছক্কা মারেন ডেভিড ওয়াইড। ওভারে ১৫ রান ওঠে। নির্ধারিত ২০ ওভারে কলকাতা ৫ উইকেট হারিয়ে ২০০ রান তোলে। সুতরাং, জয়ের জন্য আরসিবির দরকার ২০১ রান। রিঙ্কু ১০ বলে ১৮ রান করেন। মারেন ১টি ছক্কা ও ২টি চার। ওয়াইজ ৩ বলে ১২ রান করেন। হার্ষাল ৪ ওভারে ৪৪ রান খরচ করেন।

26 Apr 2023, 09:09:35 PM IST

আন্দ্রে রাসেল আউট

১৮.৬ ওভারে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল। ২ বলে ১ রান করেন দ্রে রাস। তার আগে ওভারে ১টি ছক্কা ও ২টি চার মারেন রিঙ্কু সিং। ওভারে ১৫ রান ওঠে। ১৯ ওভার শেষে কলকাতার স্কোর ৫ উইকেটে ১৮৫ রান। ১৬ রানে ব্যাট করছেন রিঙ্কু। সিরাজ ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ব্যাট করতে নামেন ডেভিড ওয়াইজ।

26 Apr 2023, 09:04:30 PM IST

বেঙ্কটেশ আইয়ার আউট

একই ওভারে জোড়া উইকেট তুলে নিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৭.৪ ওভারে হাসারাঙ্গার বলে ম্য়াক্সওয়েলের হাতে ধরা পড়েন বেঙ্কটেশ আইয়ার। ২৬ বলে ৩১ রান করেন বেঙ্কটেশ। মারেন ৩টি চার। কলকাতা ১৬৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। হাসারাঙ্গা ৪ ওভারে ২৪ রান খরচ করে ২টি উইকেট নেন।

26 Apr 2023, 09:00:43 PM IST

নীতীশ রানা আউট

১৭.২ ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বিজয়কুমারের হাতে ধরা পড়েন নীতীশ রানা। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ২১ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন রানা। মারেন ৩টি চার ও ৪টি ছক্কা। কলকাতা ১৬৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল।

26 Apr 2023, 08:57:54 PM IST

বিজয়কুমারের ওভারে ১৭ রান

১৭তম ওভারে বিজয়কুমারের বলে ১টি ছক্কা ও ২টি চার মারেন নীতীশ রানা। ওভারে মোট ১৭ রান ওঠে। কলকাতার স্কোর ২ উইকেটে ১৬৭ রান। রানা ৪৮ রানে ব্যাট করছেন। ৩০ রানে ব্যাট করছেন বেঙ্কটেশ। বিজয়কুমার ৪ ওভারে ৪১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

26 Apr 2023, 08:50:46 PM IST

হার্ষালের ওভারে জোড়া ছক্কা রানার

১৬তম ওভারে হার্ষাল প্যাটেলের বলে ১টি চার মারেন বেঙ্কটেশ আইয়ার। জোড়া ছক্কা মারেন নীতীশ রানা। ওভারে মোট ১৯ রান ওঠে। ১৬ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১৫০ রান। রানা ১৬ বলে ৩৩ রান করেছেন। ২২ বলে ২৮ রান করেছেন বেঙ্কটেশ। 

26 Apr 2023, 08:45:44 PM IST

ফের জীবনদান পেলেন রানা

১৪.৫ ওভারে মহম্মদ সিরাজের বলে নীতীশ রানার সহজ ক্যাচ ছাড়েন হার্ষাল প্যাটেল। রানা তখন ১৯ রানে ব্যাট করছিলেন। ১৫ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১৩১ রান। রানা ২০ ও বেঙ্কটেশ ২৩ রানে ব্যাট করছেন।

26 Apr 2023, 08:39:47 PM IST

উইলির ওভারে ৯ রান

১৪তম ওভারে ডেভিড উইলির বলে ৯ রান সংগ্রহ করে কলকাতা। ১টি চার মারেন নীতীশ রানা। ১৪ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১২৬ রান। বেঙ্কটেশ ২০ ও রানা ১৮ রানে ব্যাট করছেন।

26 Apr 2023, 08:35:22 PM IST

রানার সহজ ক্যাচ ছাড়লেন সিরাজ

১২.৩ ওভারে বিজয়কুমারের বলে নীতীশ রানার সহজ ক্যাচ ছাড়েন মহম্মদ সারিজ। রানা তখন ৫ রানে ব্যাট করছিলেন। ওভারের শেষ বলে ছক্কা মারেন নীতীশ। ১৩ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১১৭ রান। রানা ১২ ও বেঙ্কটেশ ১৭ রানে ব্যাট করছেন।

26 Apr 2023, 08:31:38 PM IST

১০০ টপকাল কলকাতা

১১তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন হার্ষাল প্যাটেল। ১২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় কলকাতা নাইট রাইডার্স। হাসারাঙ্গার ওভারে ২টি চার মারেন বেঙ্কটেশ আইয়ার। ওভারে ১৩ রান ওঠে। ১২ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১০৬ রান। ১৫ রানে ব্যাট করছেন বেঙ্কটেশ।

26 Apr 2023, 08:21:23 PM IST

জেসন রয় আউট

একই ওভারে কলকাতার দুই ওপেনারকে ফেরালেন বিজয়কুমার বৈশাক। ৯.৬ ওভারে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জেসন রয়। ২৯ বলে ৫৬ রান করেন জেসন। মারেন ৪টি চার ও ৫টি ছক্কা। ৮৮ রানে ২ উইকেট হারায়। কলকাতা। ব্যাট করতে নামেন নীতীশ রানা।

26 Apr 2023, 08:17:30 PM IST

নারায়ন জগদীশান আউট

নবম ওভারে হার্ষাল প্যাটেল ৭ রান খরচ করেন। ১টি চার মারেন নারায়ন জগদীশান। ৯.২ ওভারে বিজয়কুমারের বলে ডেভিড উইলির হাতে ধরা পড়েন জগদীশান। ২৯ বলে ২৭ রান করেন তিনি। মারেন ৪টি চার। কলকাতা ৮৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেঙ্কটেশ আইয়ার।

26 Apr 2023, 08:07:46 PM IST

হাফ-সেঞ্চুরি জেসন রয়ের

সপ্তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গা মাত্র ২ রান খরচ করেন। ৭.১ ওভারে বিজয়কুমারের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ তুলে দিয়েছিলেন জেসন। তবে ফলো-থ্রুয়ে বল ধরতে পারেননি বোলার। ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জেসন। বিজয়কুমারের ওভারে ৭ রান ওঠে। ৮ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৭৫ রান। জেসন ৫২ ও জগদীশান ২২ রানে ব্যাট করছেন।

26 Apr 2023, 07:59:29 PM IST

শাহবাজের ওভারে ৪টি ছক্কা জেসনের

ষষ্ঠ ওভারে শাহবাজ আহমেদের বলে ৪টি ছক্কা মারেন জেসন রয়। ওভারে মোট ২৫ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৬৬ রান। জেসন রয় ২০ বলে ৪৮ রান করেছেন। মেরেছেন ৪টি চার ও ৫টি ছক্কা। নারায়ন জগদীশান ১৬ বলে ১৭ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন।

26 Apr 2023, 07:55:04 PM IST

হাসারাঙ্গার ওভারে ৬ রান

পঞ্চম ওভারে বল করতে আসেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওভারের শেষ বলে চার মারেন জেসন রয়। ওভারে ৬ রান ওঠে। ৫ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৪১ রান। জেসন ২৪ রানে ব্যাট করছেন।

26 Apr 2023, 07:50:19 PM IST

উইলির ওভারে ১৭ রান

চতুর্থ ওভারে ডেভিড উইলির বলে ২টি চার মারেন নারায়ন জগদীশান। ১টি ছক্কা মারেন জেসন রয়। ওভারে ১৭ রান ওঠে। ৪ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৩৫ রান। জেসন ১৯ ও জগদীশান ১৫ রানে ব্যাট করছেন।

26 Apr 2023, 07:46:55 PM IST

সিরাজের ওভারে ৫ রান

তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন মহম্মদ সিরাজ। পঞ্চম বলে চার মারেন জেসন রয়। ওভারে মোট ৫ রান ওঠে। ৩ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ১৮ রান। জেসন ১২ রানে ব্যাট করছেন।

26 Apr 2023, 07:41:09 PM IST

বাউন্ডারিতে খাতা খোলেন জগদীশান

দ্বিতীয় ওভারে বল করতে আসেন ডেভিড উইলি। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন নারায়ন জগদীশান। ওভারে ৫ রান ওঠে। ২ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ১৩ রান।

26 Apr 2023, 07:35:36 PM IST

জেসনের বাউন্ডারিতে লড়াই শুরু কলকাতার

নারায়ন জগদীশানকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন জেসন রয়। আরসিবির হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। ওভারের তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন জেসন রয়। পঞ্চম বলে আরও একটি বাউন্ডারি মারেন তিনি। প্রথম ওভারে ৮ রান ওঠে।

26 Apr 2023, 07:26:20 PM IST

দু'দলের পরিবর্ত ক্রিকেটার

আরসিবি- ফ্যাফ ডু'প্লেসি, ফিন অ্যালেন, আকাশ দীপ, করণ শর্মা ও অনুজ রাওয়াত।কলকাতা- মনদীপ সিং, সুয়াশ শর্মা, অনুকূল রায়, লিটন দাস ও কুলবন্ত খেজরোলিয়া।

26 Apr 2023, 07:24:10 PM IST

কলকাতার প্রথম একাদশ

বেঙ্কটেশ আইয়ার, নারায়ন জগদীশান (উইকেটকিপার), জেসন রয়, সুনীল নারিন, নীতীশ রানা (ক্যাপ্টেন), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, ডেভিড ওয়াইজ, বৈভব আরোরা, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।

26 Apr 2023, 07:22:27 PM IST

আরসিবির প্রথম একাদশ

বিরাট কোহলি (ক্যাপ্টেন), শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরোর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুয়াশ প্রভুদেশাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলি, বিজয়কুমার বৈশাক, হার্ষাল প্যাটেল ও মহম্মদ সিরাজ।

26 Apr 2023, 07:19:37 PM IST

বৈভবকে মাঠে নামাচ্ছে কলকাতা

আরসিবির বিরুদ্ধে বৈভব আরোরাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। বাদ পড়লেন কুলবন্ত খেজরোলিয়া। ইডেনে আরসিবিকে ধ্বংস করা শার্দুল ঠাকুর পুরোপুরি ফিট নন। তাই তিনি চিন্নাস্বামীতে মাঠে নামছেন না।

26 Apr 2023, 07:02:28 PM IST

টস জিতলেন কোহলি

ফ্যাফ ডু'প্লেসি এই ম্যাচেও ক্যাপ্টেন্সি করছেন না। তাঁর বদলে ফের টস করতে নামেন বিরাট কোহলি। কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জেতেন বিরাট। তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান কেকেআরকে। সুতরাং, চিন্নাস্বামীতে রান তাড়া করবে আরসিবি। ফ্যাফ ডু'প্লেসি এই ম্যাচেও ইমপ্যাক্ট প্লেয়ারা হিসেবে মাঠে নামবেন বলে জানান কোহলি। নীতীশ রানা জানান যে তিনি টস জিতলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। সুতরাং, টস হেরেও অখুশি নয় কেকেআর।

26 Apr 2023, 06:56:19 PM IST

পিচের সম্ভাব্য গতিপ্রকৃতি

চিন্নাস্বামীতে বরাবরের মতো ব্যাটিং পিচে খেলা হবে ম্য়াচ। সুতরাং, চার-ছক্কার ফুলঝুরি দেখা যেতে পারে এই ম্যাচেও। চিন্নাস্বামীতে ইতিমধ্যেই ১০২টি ছক্কা হাঁকিয়েছেন ব্যাটসম্যানরা, যা টুর্নামেন্টের অন্যন্য ম্য়াচ কেন্দ্রগুলিত তুলনায় বেশি।

26 Apr 2023, 06:37:48 PM IST

প্রথম তিনে ঢোকার সুযোগ আরসিবির

চিন্নাস্বামীতে কলকাতা নাইট রাইডার্সকে হারালে আরসিবি পয়েন্ট টেবিলের প্রথম তিনে ঢুকে পড়বে। আপাতত তারা ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে। কলকাতা ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে অবস্থান করছে।

26 Apr 2023, 06:34:17 PM IST

মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কেকেআর

আইপিএলে এখনও পর্যন্ত একে অপরের বিরুদ্ধে মোট ৩১ বার খেলতে নেমেছে কেকেআর ও আরসিবি। কেকেআর জিতেছে ১৭টি ম্যাচ। আরসিবি জিতেছে ১৪টি ম্যাচ।

26 Apr 2023, 06:17:32 PM IST

প্রথম লেগের ফলাফল

ইডেনে প্রথম লেগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। শুরুতে ব্যাট করে কেকেআর ৭ উইকেটে ২০৪ রান তোলে। রহমানউল্লাহ গুরবাজ ৫৭, রিঙ্কু সিং ৪৬ ও শার্দুল ঠাকুর ৬৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে আরসিবি ১৭.৪ ওভারে ১২৩ রানে অল-আউট হয়ে যায়। কোহলি ২১ রান করেন। ৪টি উইকেট নেন বরুণ চক্রবর্তী।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দোরগোড়ায় ফিনালে, অঙ্কনার গানে অখুশি শান্তনু! বললেন, ‘চেয়ারে মনোযোগ দিস না…’ 'কৃতজ্ঞ আপনাদের কাছে', দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা, পরিচয়টা জেনে নিন অনুবাদে একাধিক গলদ, মাধ্যমিকের জীবন বিজ্ঞানের ইংরেজি প্রশ্নপত্র নিয়ে উঠল অভিযোগ আরও এক মহিলা মুখ্যমন্ত্রী পেল দিল্লি! রাজধানীর CMর তখতে বসছেন রেখা গুপ্তা ODI-এ ১০ ওভারে ২২ রান! ঘরের মাঠে পাওয়ারপ্লেতে রিজওয়ানদের সবচেয়ে কম রানের রেকর্ড মমতার ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যে বোসকে চিঠি সুকান্তর, কী কী দাবি তুললেন BJP নেতা? রাগত চোখে তাকিয়ে কার দিকে! সলমনের সিকান্দরের পোস্টারে মুগ্ধ নেটপাড়া ফখরকে নিয়ে PCB-র উদ্বেগের আপডেটের পরেই মাঠে নামলেন ওপেনার, হাসির খোরাক পাকিস্তান বাড়িতে পড়ে তিনজনের দেহ, আড়াই ঘণ্টা কোথায় ছিলেন ট্যাংরার দুই ভাই? রহস্য চরমে বরের সঙ্গে মহাকুম্ভের পথে ইমন! স্নান নয়, কীসের টানে যাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে?

IPL 2025 News in Bangla

ওরা টানা তিন বছর শুধু ম্যাগি খেয়েছিল… নীতা আম্বানির গলায় পান্ডিয়া ভাইদের গল্প ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ, গিলকে দেশের অধিনায়ক হিসাবে চাইছেন গুজরাটের COO নিজেদের প্রথম ম্যাচে পাঁচ বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে MI, এক নজরে পুরো সূচি IPL 2025-এ MI-র প্রথম ম্যাচে নেই হার্দিক! CSK-র বিরুদ্ধে কেন খেলবেন না পান্ডিয়া? IPL 2025-র এল ক্লাসিকো ২৩ মার্চ! দেখে নিন কবে, কখন, কাদের বিরুদ্ধে খেলবে CSK ‘বাদশাহ’ বনাম ‘কিং’-এর লড়াই দু'বার! MI খেলবে একবার, দেখুন RCB IPL 2025 Schedule IPL-2025-এর প্রথম ম্যাচেই বিরাট প্রতিপক্ষ KKR-এর,কবে,কোথায় খেলা নাইটদের?রইল সূচি IPL 2025 Schedule: শুরুতেই KKR vs RCB, তারপরেই ২৩ মার্চ SRH vs RR ও CSK vs MI বিশাখাপত্তনম Delhi Capitals-র হোম গ্রাউন্ড! IPL 2025 সূচি ঘোষণার আগেই বড় আপডেট IPL 2025: MI-এ বড় পরিবর্তন! আল্লাহ গজনফরের বদলি হিসেবে দলে মুজিব উর রহমান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.