অর্ধেক লিগ অভিযান শেষ। ৮টি দল নিজেদের ১৪টি করে লিগ ম্যাচের মধ্যে ৭টি করে খেলে ফেলেছে। কলকাতা ও আরসিবি খেলেছে ৮টি করে ম্যাচ। অর্ধেক পথ অতিক্রম করার পরে কলকাতা নাইট রাইডার্সকে বাকিদের থেকে বেশ কিছুটা পিছিয়ে দেখাচ্ছিল। কেননা, তারা নিজেদের প্রথম ৭টি ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্য়াচ জিততে সক্ষম হয়। হারে ৫টি ম্যাচ। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের প্রথম ৭টি ম্যাচের মধ্যে ৪টিতে জয় তুলে নেয়। হারে ৩টি ম্যাচ। এই অবস্থায় চিন্নাস্বামীতে কলকাতার বিরুদ্ধে সম্মুখসমরে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইডেনের প্রথম লেগে কলকাতার কাছে হারের মুখ দেখতে হয় ফ্যাফ ডু'প্লেসি-বিরাট কোহলিদের। এবার ঘরের মাঠে ফিরতি লেগে আরসিবির সামনে বদলা নেওয়ার সুযোগ ছিল। যদিও নিজেদের ডেরাতেও কেকেআরের কাছে হার মানতে হয় বিরাটদের। কেকেআরের কাছে অবশ্য এই ম্যাচটি প্লে-অফের দৌড়ে টিকে থাকার লড়াই হিসেবেও বিবেচিত হচ্ছিল। এমনটা নয় যে, চিন্নাস্বামীতে আরসিবির কাছে হারলে কলকাতার আইপিএল ২০২৩ থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে যেত। তবে ঘুরে দাঁড়িয়ে প্রথম চারে ঢোকার কাজ অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াত নীতীশ রানাদের সামনে।
ম্যাচের সেরা বরুণ
হাই-স্কোরিং ম্যাচে ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কেকেআরের রহস্য স্পিনার।
২১ রানে জয় কলকাতার
কলকাতার ৫ উইকেটে ২০০ রানের জবাবে ব্যাট করতে নেমে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রানে আটকে যায়। সুতরাং, ২১ রানে ম্য়াচ জেতে কলকাতা। টানা তার ম্যাচে হারের পরে জয়ের রাস্তায় ফেরেন নীতীশ রানারা। বিজয়কুমার ১৩ ও উইলি ১১ রানে অপরাজিত থাকেন। বৈভব ২ ওভারে ২২ রান খরচ করেন।
শেষ ওভারে ৩৫ রান দরকার আরসিবির
১৯ ওভার শেষে আরসিবির স্কোর ৮ উইকেটে ১৬৬ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ওভারে ৩৫ রান দরকার তাদের। রাসেল ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
দীনেশ কার্তিক আউট
১৭.৩ ওভারে বরুণ চক্রবর্তীর বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন দীনেশ কার্তিক। ১৮ বলে ২২ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। আরসিবি ১৫৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিজয়কুমার বৈশাক। ১৮ ওভার শেষে আরসিবির স্কোর ৮ উইকেটে ১৫৭ রান। জিততে ২ ওভারে ৪৪ রান দরকার তাদের। বরুণ ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
ওয়ানিন্দু হাসারাঙ্গা আউট
১৬.৫ ওভারে আন্দ্রে রাসেলের বলে পরিবর্ত ফিল্ডার অনুকূল রায়ের হাতে ধরা পড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ বলে ৫ রান করেন তিনি। আরসিবি ১৫২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড উইলি। ১৭ ওভার শেষে ব্যাঙ্গালোরের স্কোর ৭ উইকেটে ১৫৩ রান। জিততে ১৮ বলে ৪৮ রান দরকার আরসিবির। রাসেল ৩ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। কার্তিক ১৭ বলে ২২ রান করেছেন।
৪ ওভারে ৫৬ রান দরকার আরসিবির
১৬ ওভার শেষে আরসিবির স্কোর ৬ উইকেটে ১৪৫ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ৪ ওভারে ৫৬ রান দরকার তাদের। কার্তিক ১৩ বলে ১৫ রান করেছেন। ৪ ওভারে ৪১ রান খরচ করেছেন সুনীল নারিন।
সুয়াশ প্রভুদেশই রান-আউট
১৪.৫ ওভারে ২ রান নেওয়ার চেষ্টায় রান-আউট হয়ে মাঠ ছাড়েন সুয়াশ প্রভুদেশাই। ৯ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। আরসিবি ১৩৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৫ ওভার শেষে আরসিবির স্কোর ৬ উইকেটে ১৩৮ রান। সুয়াশ শর্মা ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
৬ ওভারে ৬৯ রান দরকার আরসিবির
১৪ ওভার শেষে আরসিবির স্কোর ৫ উইকেটে ১৩২ রান। সুতরাং, জয়ের জন্য তাদের দরকার ৬ ওভারে ৬৯ রান। কার্তিক ৯ ও সুয়াশ ৮ রানে ব্যাট করছেন। নারিন ৩ ওভারে ৩৪ রান খরচ করেছেন।
বিরাট কোহলি আউট
১২.১ ওভারে আন্দ্রে রাসেলের বলে বাউন্ডারি লাইনে বেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। কোহলির দুর্দান্ত ক্যাচ ধরেন বেঙ্কটেশ। ৩৭ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন বিরাট। মারেন ৬টি চার। আরসিবি ১১৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুয়াশ প্রভুদেশাই। তিনি ওভারের শেষ বলে চার মারেন। ১৩ ওভার শেষে আরসিবির স্কোর ৫ উইকেটে ১২১ রান। রাসেল ২ ওভারে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
মহীপাল লোমরোর আউট
১১.৩ ওভারে বরুণ চক্রবর্তীকে ছক্কা হাঁকানোর চেষ্টায় বাউন্ডারি লাইনে আন্দ্রে রাসেলের হাতে ধরা পড়েন মহীপাল লোমরোর। ১৮ বলে ৩৪ রান করেন তিনি। মারেন ১টি চার ও ৩টি ছক্কা। ১১৩ রানে ৪ উইকেট হারায় আরসিবি। ব্যাট করতে নামেন দীনেশ কার্তিক। ১২ ওভার শেষে আরসিবির স্কোর ৪ উইকেটে ১১৫ রান।
হাফ-সেঞ্চুরি কোহলির
৬টি বাউন্ডারির সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ১১ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ১০৬ রান। কোহলি ৫২ ও মহীপাল ২৮ রানে ব্যাট করছেন।
১০ ওভারে ১০৫ রান দরকার আরসিবির
দশম ওভারে সুনীল নারিনের বলে ২টি ছক্কা মারেন মহীপাল লোমরোর। ওভারে মোট ১৬ রান ওঠে। ১০ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ৯৬ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ১০৫ রান। কোহলি ৪৪ ও মহীপাল ২৭ রানে ব্যাট করছেন। নারিন ২ ওভারে ২৪ রান খরচ করেছেন।
নীতীশ রানার ওভারে ৮ রান
নবম ওভারে বল করতে আসেন নীতীশ রানা। ১টি চার মারেন মহীপাল লোমরোর। ওভারে মোট ৮ রান ওঠে। ৯ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ৮০ রান। কোহলি ৪২ রানে ব্যাট করছেন। ১৩ রান করেছেন মহীপাল।
নারিনের ওভারে ৮ রান
অষ্টম ওভারে বল করতে আসেন সুনীল নারিন। তাঁর ওভারে ৮ রান ওঠে। ৮ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ৭২ রান। কোহলি ৪০ রানে ব্যাট করছেন।
রাসেলের ওভারে ৬ রান
সপ্তম ওভারে বল করতে আসেন আন্দ্রে রাসেল। তাঁর ওভারে ৬ রান ওঠে। ৭ ওভার শেষে আরসিবির স্কোর ৩ উইকেটে ৬৪ রান। কোহলি ২৩ বলে ৩৮ রান করেছেন।
গ্লেন ম্যাক্সওয়েল আউট
৫.৫ ওভারে বরুণ চক্রবর্তীর বলে ডেভিড ওয়াইজের হাতে ধরা পড়েন গ্লেন ম্যাক্সওয়েল। ৪ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। আরসিবি ৫৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহীপাল লোমরোর।
শাহবাজ আহমেদ আউট
পঞ্চম ওভারে সুয়াশ শর্মার প্রথম ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন বিরাট কোহলি। ৪.৪ ওভারে সুয়াশের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন শাহবাজ আহমেদ। যদিও আল্ট্রা এজে দেখা যায় বল শাহবাজের ব্যাটের কানায় লাগে। সেক্ষেত্রেও শাহবাজ ক্যাচ আউট হতেন। ৫ বলে ২ রান করেন শাহবাজ। আরসিবি ৫১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫ ওভার শেষে আরসিবির স্কোর ২ উইকেটে ৫৩ রান। কোহলি ৩২ রানে ব্যাট করছেন।
বরুণের ওভারে ৯ রান
চতুর্থ ওভারে বল করতে আসেন বরুণ চক্রবর্তী। তাঁর ওভারে ৯ রান ওঠে। ১টি চার মারেন বিরাট কোহলি। ৪ ওভার শেষে আরসিবির স্কোর ১ উইকেটে ৪২ রান। ২২ রানে ব্যাট করছেন কোহলি।
ফ্যাফ ডু'প্লেসি আউট
তৃতীয় ওভারে বল করতে আসেন সুয়াশ শর্মা। ২.২ ওভারে সুয়াশের বলে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েন ফ্যাফ ডু'প্লেসি। ৭ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ২টি ছক্কা। আরসিবি ৩১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ। ৩ ওভার শেষে আরসিবির স্কোর ১ উইকেটে ৩৩ রান।
উমেশের ওভারে ১৯ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন উমেশ যাদব। প্রথম বলেই চার মারেন বিরাট কোহলি। শেষ ২টি বলে জোড়া ছক্কা মারেন ফ্যাফ ডু'প্লেসি। ওভারে মোট ১৯ রান ওঠে। ২ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ৩০ রান। ফ্যাফ ১৭ ও কোহলি ১২ রানে ব্যাট করছেন।
কোহলির বাউন্ডারিতে রান তাড়া শুরু আরসিবির
যথারীতি বিরাট কোহলির সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওপেন করতে নামেন ফ্যাফ ডু'প্লেসি। কলকাতার হয়ে বোলিং শুরু করেন বৈভব আরোরা। প্রথম বলেই চার মারেন বিরাট। পঞ্চম বলে চার মারেন ফ্যাফ। প্রথম ওভারে ১১ রান ওঠে।
২০০ ছুঁয়ে থামল কলকাতা
শেষ ওভারে হার্ষাল প্যাটেলের বলে জোড়া ছক্কা মারেন ডেভিড ওয়াইড। ওভারে ১৫ রান ওঠে। নির্ধারিত ২০ ওভারে কলকাতা ৫ উইকেট হারিয়ে ২০০ রান তোলে। সুতরাং, জয়ের জন্য আরসিবির দরকার ২০১ রান। রিঙ্কু ১০ বলে ১৮ রান করেন। মারেন ১টি ছক্কা ও ২টি চার। ওয়াইজ ৩ বলে ১২ রান করেন। হার্ষাল ৪ ওভারে ৪৪ রান খরচ করেন।
আন্দ্রে রাসেল আউট
১৮.৬ ওভারে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন আন্দ্রে রাসেল। ২ বলে ১ রান করেন দ্রে রাস। তার আগে ওভারে ১টি ছক্কা ও ২টি চার মারেন রিঙ্কু সিং। ওভারে ১৫ রান ওঠে। ১৯ ওভার শেষে কলকাতার স্কোর ৫ উইকেটে ১৮৫ রান। ১৬ রানে ব্যাট করছেন রিঙ্কু। সিরাজ ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ব্যাট করতে নামেন ডেভিড ওয়াইজ।
বেঙ্কটেশ আইয়ার আউট
একই ওভারে জোড়া উইকেট তুলে নিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৭.৪ ওভারে হাসারাঙ্গার বলে ম্য়াক্সওয়েলের হাতে ধরা পড়েন বেঙ্কটেশ আইয়ার। ২৬ বলে ৩১ রান করেন বেঙ্কটেশ। মারেন ৩টি চার। কলকাতা ১৬৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং। হাসারাঙ্গা ৪ ওভারে ২৪ রান খরচ করে ২টি উইকেট নেন।
নীতীশ রানা আউট
১৭.২ ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বিজয়কুমারের হাতে ধরা পড়েন নীতীশ রানা। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ২১ বলে ৪৮ রান করে মাঠ ছাড়েন রানা। মারেন ৩টি চার ও ৪টি ছক্কা। কলকাতা ১৬৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল।
বিজয়কুমারের ওভারে ১৭ রান
১৭তম ওভারে বিজয়কুমারের বলে ১টি ছক্কা ও ২টি চার মারেন নীতীশ রানা। ওভারে মোট ১৭ রান ওঠে। কলকাতার স্কোর ২ উইকেটে ১৬৭ রান। রানা ৪৮ রানে ব্যাট করছেন। ৩০ রানে ব্যাট করছেন বেঙ্কটেশ। বিজয়কুমার ৪ ওভারে ৪১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
হার্ষালের ওভারে জোড়া ছক্কা রানার
১৬তম ওভারে হার্ষাল প্যাটেলের বলে ১টি চার মারেন বেঙ্কটেশ আইয়ার। জোড়া ছক্কা মারেন নীতীশ রানা। ওভারে মোট ১৯ রান ওঠে। ১৬ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১৫০ রান। রানা ১৬ বলে ৩৩ রান করেছেন। ২২ বলে ২৮ রান করেছেন বেঙ্কটেশ।
ফের জীবনদান পেলেন রানা
১৪.৫ ওভারে মহম্মদ সিরাজের বলে নীতীশ রানার সহজ ক্যাচ ছাড়েন হার্ষাল প্যাটেল। রানা তখন ১৯ রানে ব্যাট করছিলেন। ১৫ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১৩১ রান। রানা ২০ ও বেঙ্কটেশ ২৩ রানে ব্যাট করছেন।
উইলির ওভারে ৯ রান
১৪তম ওভারে ডেভিড উইলির বলে ৯ রান সংগ্রহ করে কলকাতা। ১টি চার মারেন নীতীশ রানা। ১৪ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১২৬ রান। বেঙ্কটেশ ২০ ও রানা ১৮ রানে ব্যাট করছেন।
রানার সহজ ক্যাচ ছাড়লেন সিরাজ
১২.৩ ওভারে বিজয়কুমারের বলে নীতীশ রানার সহজ ক্যাচ ছাড়েন মহম্মদ সারিজ। রানা তখন ৫ রানে ব্যাট করছিলেন। ওভারের শেষ বলে ছক্কা মারেন নীতীশ। ১৩ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১১৭ রান। রানা ১২ ও বেঙ্কটেশ ১৭ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল কলকাতা
১১তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন হার্ষাল প্যাটেল। ১২তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় কলকাতা নাইট রাইডার্স। হাসারাঙ্গার ওভারে ২টি চার মারেন বেঙ্কটেশ আইয়ার। ওভারে ১৩ রান ওঠে। ১২ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ১০৬ রান। ১৫ রানে ব্যাট করছেন বেঙ্কটেশ।
জেসন রয় আউট
একই ওভারে কলকাতার দুই ওপেনারকে ফেরালেন বিজয়কুমার বৈশাক। ৯.৬ ওভারে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জেসন রয়। ২৯ বলে ৫৬ রান করেন জেসন। মারেন ৪টি চার ও ৫টি ছক্কা। ৮৮ রানে ২ উইকেট হারায়। কলকাতা। ব্যাট করতে নামেন নীতীশ রানা।
নারায়ন জগদীশান আউট
নবম ওভারে হার্ষাল প্যাটেল ৭ রান খরচ করেন। ১টি চার মারেন নারায়ন জগদীশান। ৯.২ ওভারে বিজয়কুমারের বলে ডেভিড উইলির হাতে ধরা পড়েন জগদীশান। ২৯ বলে ২৭ রান করেন তিনি। মারেন ৪টি চার। কলকাতা ৮৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেঙ্কটেশ আইয়ার।
হাফ-সেঞ্চুরি জেসন রয়ের
সপ্তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গা মাত্র ২ রান খরচ করেন। ৭.১ ওভারে বিজয়কুমারের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ তুলে দিয়েছিলেন জেসন। তবে ফলো-থ্রুয়ে বল ধরতে পারেননি বোলার। ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জেসন। বিজয়কুমারের ওভারে ৭ রান ওঠে। ৮ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৭৫ রান। জেসন ৫২ ও জগদীশান ২২ রানে ব্যাট করছেন।
শাহবাজের ওভারে ৪টি ছক্কা জেসনের
ষষ্ঠ ওভারে শাহবাজ আহমেদের বলে ৪টি ছক্কা মারেন জেসন রয়। ওভারে মোট ২৫ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৬৬ রান। জেসন রয় ২০ বলে ৪৮ রান করেছেন। মেরেছেন ৪টি চার ও ৫টি ছক্কা। নারায়ন জগদীশান ১৬ বলে ১৭ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন।
হাসারাঙ্গার ওভারে ৬ রান
পঞ্চম ওভারে বল করতে আসেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওভারের শেষ বলে চার মারেন জেসন রয়। ওভারে ৬ রান ওঠে। ৫ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৪১ রান। জেসন ২৪ রানে ব্যাট করছেন।
উইলির ওভারে ১৭ রান
চতুর্থ ওভারে ডেভিড উইলির বলে ২টি চার মারেন নারায়ন জগদীশান। ১টি ছক্কা মারেন জেসন রয়। ওভারে ১৭ রান ওঠে। ৪ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ৩৫ রান। জেসন ১৯ ও জগদীশান ১৫ রানে ব্যাট করছেন।
সিরাজের ওভারে ৫ রান
তৃতীয় ওভারে পুনরায় বল করতে আসেন মহম্মদ সিরাজ। পঞ্চম বলে চার মারেন জেসন রয়। ওভারে মোট ৫ রান ওঠে। ৩ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ১৮ রান। জেসন ১২ রানে ব্যাট করছেন।
বাউন্ডারিতে খাতা খোলেন জগদীশান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন ডেভিড উইলি। দ্বিতীয় বলে চার মেরে খাতা খোলেন নারায়ন জগদীশান। ওভারে ৫ রান ওঠে। ২ ওভার শেষে কলকাতার স্কোর বিনা উইকেটে ১৩ রান।
জেসনের বাউন্ডারিতে লড়াই শুরু কলকাতার
নারায়ন জগদীশানকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন জেসন রয়। আরসিবির হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। ওভারের তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন জেসন রয়। পঞ্চম বলে আরও একটি বাউন্ডারি মারেন তিনি। প্রথম ওভারে ৮ রান ওঠে।
দু'দলের পরিবর্ত ক্রিকেটার
আরসিবি- ফ্যাফ ডু'প্লেসি, ফিন অ্যালেন, আকাশ দীপ, করণ শর্মা ও অনুজ রাওয়াত।কলকাতা- মনদীপ সিং, সুয়াশ শর্মা, অনুকূল রায়, লিটন দাস ও কুলবন্ত খেজরোলিয়া।
কলকাতার প্রথম একাদশ
বেঙ্কটেশ আইয়ার, নারায়ন জগদীশান (উইকেটকিপার), জেসন রয়, সুনীল নারিন, নীতীশ রানা (ক্যাপ্টেন), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, ডেভিড ওয়াইজ, বৈভব আরোরা, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
আরসিবির প্রথম একাদশ
বিরাট কোহলি (ক্যাপ্টেন), শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরোর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুয়াশ প্রভুদেশাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলি, বিজয়কুমার বৈশাক, হার্ষাল প্যাটেল ও মহম্মদ সিরাজ।
বৈভবকে মাঠে নামাচ্ছে কলকাতা
আরসিবির বিরুদ্ধে বৈভব আরোরাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স। বাদ পড়লেন কুলবন্ত খেজরোলিয়া। ইডেনে আরসিবিকে ধ্বংস করা শার্দুল ঠাকুর পুরোপুরি ফিট নন। তাই তিনি চিন্নাস্বামীতে মাঠে নামছেন না।
টস জিতলেন কোহলি
ফ্যাফ ডু'প্লেসি এই ম্যাচেও ক্যাপ্টেন্সি করছেন না। তাঁর বদলে ফের টস করতে নামেন বিরাট কোহলি। কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জেতেন বিরাট। তিনি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান কেকেআরকে। সুতরাং, চিন্নাস্বামীতে রান তাড়া করবে আরসিবি। ফ্যাফ ডু'প্লেসি এই ম্যাচেও ইমপ্যাক্ট প্লেয়ারা হিসেবে মাঠে নামবেন বলে জানান কোহলি। নীতীশ রানা জানান যে তিনি টস জিতলে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন। সুতরাং, টস হেরেও অখুশি নয় কেকেআর।
পিচের সম্ভাব্য গতিপ্রকৃতি
চিন্নাস্বামীতে বরাবরের মতো ব্যাটিং পিচে খেলা হবে ম্য়াচ। সুতরাং, চার-ছক্কার ফুলঝুরি দেখা যেতে পারে এই ম্যাচেও। চিন্নাস্বামীতে ইতিমধ্যেই ১০২টি ছক্কা হাঁকিয়েছেন ব্যাটসম্যানরা, যা টুর্নামেন্টের অন্যন্য ম্য়াচ কেন্দ্রগুলিত তুলনায় বেশি।
প্রথম তিনে ঢোকার সুযোগ আরসিবির
চিন্নাস্বামীতে কলকাতা নাইট রাইডার্সকে হারালে আরসিবি পয়েন্ট টেবিলের প্রথম তিনে ঢুকে পড়বে। আপাতত তারা ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে। কলকাতা ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে অবস্থান করছে।
মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কেকেআর
আইপিএলে এখনও পর্যন্ত একে অপরের বিরুদ্ধে মোট ৩১ বার খেলতে নেমেছে কেকেআর ও আরসিবি। কেকেআর জিতেছে ১৭টি ম্যাচ। আরসিবি জিতেছে ১৪টি ম্যাচ।
প্রথম লেগের ফলাফল
ইডেনে প্রথম লেগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। শুরুতে ব্যাট করে কেকেআর ৭ উইকেটে ২০৪ রান তোলে। রহমানউল্লাহ গুরবাজ ৫৭, রিঙ্কু সিং ৪৬ ও শার্দুল ঠাকুর ৬৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে আরসিবি ১৭.৪ ওভারে ১২৩ রানে অল-আউট হয়ে যায়। কোহলি ২১ রান করেন। ৪টি উইকেট নেন বরুণ চক্রবর্তী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।