বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: KKR-কে বিধ্বস্ত করে লিগ টেবিলের শীর্ষে ফিরল কোহলির RCB
জয়ের পর আরসিবি। ছবি- আইপিএল।

IPL 2021: KKR-কে বিধ্বস্ত করে লিগ টেবিলের শীর্ষে ফিরল কোহলির RCB

এবিডি অপরাজিত ৭৬ ও ম্যাক্সওয়েল ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন।

আরসিবি এখনও পর্যন্ত টুর্নামেন্টে তাদের প্রথম দু'টি ম্যাচেই জয় তুলে নিয়েছে। কলাকাত জয় দিয়ে অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়েছে। এই অবস্থায় ব্যাঙ্গালোর ও কলকাতা টুর্নামেন্টে তাদের তৃতীয় ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়। ম্যাচে কলকাতাকে রীতিমতো বিধ্বস্ত করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

18 Apr 2021, 07:49:28 PM IST

ম্যাচের সেরা এবিডি

৩৪ বলে অপরাজিত ৭৬ রানের দুরন্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন এবি ডি'ভিলিয়র্স।

18 Apr 2021, 07:48:31 PM IST

আরসিবির বোলিং পারফর্ম্যান্স

জেমিসন ৪১ রানে ৩টি, হার্ষাল ১৭ রানে ২টি, চাহাল ৩৪ রানে ২টি ও সুন্দর ৩৩ রানে ১টি উইকেট নেন।

18 Apr 2021, 07:46:14 PM IST

কলকাতার ব্যাটিং পারফর্ম্যান্স

রানা ১৮, গিল ২১, ত্রিপাঠী ২৫, মর্গ্যান ২৯, কার্তিক ২, শাকিব ২৬, রাসেল ৩১, কামিন্স ৬, হরভজন অপরাজিত ২ ও বরুণ অপরাজিত ২ রান করেন।

18 Apr 2021, 07:44:48 PM IST

কোন কোন কারণে হার KKR-এর

জানতে পড়ুন: রাসেলের দুর্দশা থেকে মিডল অর্ডারের ব্যর্থতা - কোন কোন কারণে হার KKR-র?

18 Apr 2021, 07:44:01 PM IST

লিগ টেবিলের শীর্ষে আরসিবি

আইপিএলের ইতিহাসে প্রথমবার টুর্নামেন্টের প্রথম ৩ ম্যাচে জয় তুলে নেয় ব্যাঙ্গালোর। তিন ম্যাচে ৬ পয়েন্ট তুলে তারা মুম্বই ইন্ডিয়ান্সের কাছ থেকে শীর্ষস্থান ছিনিয়ে নেয়।

18 Apr 2021, 07:13:59 PM IST

কেকেআর ২০ ওভারে ১৬৬/৮

হার্ষালের শেষ ওভারে ৪ রান ওঠে। আরসিবির ৪ উইকেটে ২০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা আটকে যায় ৮ উইকেটে ১৬৬ রানে। ৩৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ব্যাঙ্গালোর।

18 Apr 2021, 07:09:04 PM IST

রাসেল আউট

শেষ ওভারের প্রথম বলে রাসেলকে বোল্ড করেন হার্ষাল প্যাটেল। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২০ বলে ৩১ রান করে ক্রিজ ছাড়েন রাসেল। কলকাতা ১৬২ রানে ৮ উইরকেট হারায়। নতুন ব্যাটসম্যান বরুণ।

18 Apr 2021, 07:08:29 PM IST

১ ওভারে ৪৩ দরকার কলকাতার

সিরাজের ওভারে ১ রান ওঠে। ১৯ ওভারে কেকেআর ১৬২/৭। শেষ ওভারে ৪৩ রান দরকার কলকাতার।

18 Apr 2021, 07:03:31 PM IST

কামিন্স আউট

১টি ছক্কা হাঁকিয়ে জেমিসনের ওভারের শেষ বলে এবিডির দস্তানায় ধরা পড়েন কামিন্স। ২ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন কামিন্স। কলকাতা ১৮ ওভারে ১৬১ রানে ৭ উইকেট হারায়। ওভারে মোট ১৫ রান ওঠে। ২ ওভারে ৪৪ রান দরকার কেকেআরের।

18 Apr 2021, 07:00:59 PM IST

শাকিব আউট

১৮তম ওভারের চতুর্থ বলে সাকিবকে বোল্ড করেন জেমিসন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৫ বলে ২৬ রান করে ক্রিজ ছাড়েন শাকিব। ১৫৫ রানে ৬ উইকেট হারায় কলকাতা। নতুন ব্যাটসম্যান কামিন্স।

18 Apr 2021, 06:57:53 PM IST

কেকেআর ১৫০

১৮তম ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে কেকেআর।

18 Apr 2021, 06:56:46 PM IST

চাহালের ওভারে ৩টি চার ও ১টি ছক্কা মারেন রাসেল

চাহালের ওভারে ১টি ছয় ও ৩টি চার মারেন রাসেল। ওভারে মোট ২০ রান ওঠে। ৩ ওভারে ৫৯ রান দরকার কলকাতার। ১৭ ওভারে কেকেআর ১৪৬/৫। শাকিব ২৫ ও রাসেল ২৩ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 06:50:50 PM IST

৪ ওভারে কলকাতার ৭৯ রান দরকার

হার্ষালের ওভারে ৫ রান ওঠে। ১৬ ওভারে কেকেআর ১২৬/৫। ৪ ওভারে কলকাতার ৭৯ রান দরকার। শাকিব ২৪ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 06:46:00 PM IST

১৫ ওভারে কেকেআর ১২১/৫

জেমিসনের ওভারে ৬ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন শাকিব। ১৫ ওভারে কেকেআর ১২১/৫। ৫ ওভারে জয়ের জন্য ৮৪ রান দরকার কলকাতার।

18 Apr 2021, 06:38:01 PM IST

মর্গ্যান আউট

১৪তম ওভারের চতুর্থ বলে মর্গ্যানকে ফিরিয়ে দিলেন হার্ষাল প্যাটেল। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ২৯ রান করে কোহলির হাতে ধরা পড়েন নাইট অধিনায়ক। কেকেআর ১১৪ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ১৪ ওভারে কলকাতা ১১৫/৫।

18 Apr 2021, 06:34:47 PM IST

১৩ ওভার শেষে কেকেআর ১১২/৪

ম্যাক্সওয়েলের ওভারে ১টি করে ছক্কা মারেন শাকিব ও মর্গ্যান। ওভারে ১৪ রান ওঠে। ১৩ ওভার শেষে কেকেআর ১১২/৪। শেষ বলে শাকিবকে স্টাম্প আউট করার সুযোগ হাতছাড়া করেন এবিডি।

18 Apr 2021, 06:33:40 PM IST

কেকেআর ১০০

১৩তম ওভারে কলকাতা দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়।

18 Apr 2021, 06:30:36 PM IST

১২ ওভারে কলকাতা ৯৮/৪

১২ ওভার শেষে কলকাতা ৯৮/৪। হার্ষাল প্যাটেলের ওভারে ৫ রান ওঠে। 

18 Apr 2021, 06:26:45 PM IST

কেকেআর ১১ ওভারে ৯৩/৪

ম্যাক্সওয়েলের ওভারে ১০ রান ওঠে। ১টি ছক্কা মারেন মর্গ্যান। ১১ ওভারে কেকেআর ৯৩/৪। মর্গ্যান ১৯ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 06:25:32 PM IST

১০ ওভারে কলকাতার দরকার ১২২

১০ ওভারের খেলা শেষ। কলকাতা ৪ উইকেটে ৮৩ রান তুলেছে। সুন্দরের ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন মর্গ্যান। জয়ের জন্য শেষ ১০ ওভারে কলকাতার দরকার ১২২।

18 Apr 2021, 06:16:04 PM IST

কার্তিক আউট

নবম ওভারের তৃতীয় বলে চাহাল এলবিডব্লিউর ফাঁদে জড়ান দীনেশ কার্তিককে। ৫ বলে ২ রান করে ক্রিজ ছাড়েন তিনি। কেকেআর ৭৪ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাকিব। চাহালের ওভারে ২ রান ওঠে। কেকেআর ৯ ওভারে ৭৫/৪।

18 Apr 2021, 06:14:03 PM IST

কেকেআর ৮ ওভারে ৭৩/৩

সুন্দরের ওভারে ৬ রান ওঠে। কেকেআর ৮ ওভারে ৭৩/৩।

18 Apr 2021, 06:07:44 PM IST

রানা আউট

সপ্তম ওভারে চাহালরে ২টি বাউন্ডারি মেরে আউট হলেন নীতিশ রানা। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৮ রান করে পাডিক্কালের হাতে ধরা পড়েন তিনি। কেকেআর ৬৬ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কার্তিক। চাহালের ওভারে ১০ রান ওঠে। কেকেআর ৭ ওভারে ৬৭/৩।

18 Apr 2021, 06:00:38 PM IST

ত্রিপাঠী আউট

পাওয়ার প্লে'র শেষ বলে সুন্দর ফিরিয়ে দিলেন রাহুল ত্রিপাঠীকে। ৫টি চারের সাহায্যে ২০ বলে ২৫ রান করে সিরাজের হাতে ধরা পড়ে যান রাহুল কেকেআর ৫৭ রানে ২ উইকেট হারায়। ওয়াশিংটনের ওভারে ১২ রান ওঠে। ক্রিজে নতুন ব্যাটসম্যান মর্গ্যান।

18 Apr 2021, 05:58:38 PM IST

কলকাতা ৫০

ষষ্ঠ ওভারে সুন্দরে ছক্কা হাঁকিয়ে কেকেআরকে ৫০ রানের গণ্ডি পার কারলেন নীতিশ রানা।

18 Apr 2021, 05:55:48 PM IST

কলকাতা ৫ ওভারে ৪৫/১

সিরাজের ওভারে ২টি বাউন্ডারি মারেন রাহুল। মোট ৯ রান ওঠে ওভারে। ৫ ওভার শেষে কেকেআর ১ উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে। রাহুল ২০ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 05:54:01 PM IST

৪ ওভারে কলকাতা ৩৬/১

সুন্দরের ওভারে ৭ রান ওঠে। রাহুল ত্রিপাঠী ১টি বাউন্ডারি মারেন। ৪ ওভারে কলকাতা ৩৬/১।

18 Apr 2021, 05:46:03 PM IST

কেকেআর ৩ ওভারে ২৯/১

চাহালের ওভারে ২ রান ওঠে। কেকেআর ৩ ওভারে ২৯/১।

18 Apr 2021, 05:43:22 PM IST

২ ওভারে কলকাতা ২৭/১

রাহুল ক্রিজে এসেই বাউন্ডারি মারেন। জেমিসনের ওভারে ২০ রান ওঠে। ১টি উইকেট পড়ে। ২ ওভারে কেকেআর ২৭/১।

18 Apr 2021, 05:42:21 PM IST

গিল আউট

দ্বিতীয় ওভারে জেমিসনের বলে ১টি চার ও ২টি ছক্কা মারার পর আউট হয়ে বসেন শুভমন গিল। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ২১ রান করে পরিবর্ত ফিল্ডার ড্যান ক্রিশ্চিয়ানের হাতে ধরা পড়েন গিল। কেকেআর ২৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠী।

18 Apr 2021, 05:35:26 PM IST

১ ওভারে কেকেআর ৭/০

প্রথম ওভার শেষে কলকাতা বিনা উইকেটে ৭ রান তুলেছে। ১টি বাউন্ডারি মারেন গিল।

18 Apr 2021, 05:31:41 PM IST

কেকেআরের রান তাড়া করা শুরু

কলকাতার হয়ে ওপেন করতে নামেন শুভমন গিল ও নীতিশ রানা। বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ।

18 Apr 2021, 05:26:55 PM IST

কেকেআরের বোলিং

বরুণ ৩৯ রানে ২টি, প্রসিধ ৩১ রানে ১টি ও কামিন্স ৩৪ রানে ১টি উইকেট নেন। শাকিব ২ ওভারে ২৪, ভাজ্জি ৪ ওভারে ৩৮ ও রাসেল ২ ওভারে ৩৮ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি।

18 Apr 2021, 05:25:39 PM IST

আরসিবির ব্যাটিং পারফর্ম্যান্স

কোহলি ৫, পাডিক্কাল ২৫, রজত ১, ম্যাক্সওয়েল ৭৮, এবিডি অপরাজিত ৭৬, ও জেমিসন অপরাজিত ১১ রান করেন।

18 Apr 2021, 05:24:28 PM IST

রাসেল ২ ওভারে ৩৮/০

রাসেল ২ ওভারে ৩৮ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি।

18 Apr 2021, 05:16:11 PM IST

২০ ওভারে আরসিবি ২০৪/৪

রাসেলের ওভারে ডি'ভিলিয়র্স ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ওভারে মোট ২১ রান ওঠে। আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৪ রান তুলেছে। এবিডি অপরাজিত থাকেন ৩৪ বলে ৭৬ রান করে। তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন। জেমিসন ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪ বলে ১১ রান করে নট-আউট থাকেন। 

18 Apr 2021, 05:13:29 PM IST

আরসিবি ২০০

ইনিংসের শেষ ওভারে দলগত ২০০ রান পূর্ণ করে আরসিবি।

18 Apr 2021, 05:12:22 PM IST

হরভজন ৪ ওভারে ৩৮/০

হরভজন সিং ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন বিনা উইকেটে ৩৮ রান খরচ করে।

18 Apr 2021, 05:11:35 PM IST

ভাজ্জির ওভারে ১৮ রান তোলে আরসিবি

ভাজ্জির ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন জেমিসন। ১টি ছক্কা হাঁকান ডি'ভিলিয়র্স। ওভারে মোট ১৮ রান ওঠে ১৯ ওভার শেষে আরসিবি ১৮৩/৪। এবিডি ৫৬ ও জেমিসন ১১ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 05:09:05 PM IST

ডি'ভিলিয়র্সের হাফ-সেঞ্চুরি

৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এবিডি।

18 Apr 2021, 05:06:29 PM IST

রাসেলের ওভারে ২টি চার ও ১টি ছক্কা মারেন এবিডি

রাসেলের ওভারে ২টি চার ও ১টি ছক্কা মারেন ডি'ভিলিয়ার্স। ওভারে মোট ১৭ রান ওঠে। ১৮ ওভার শেষে আরসিবি ১৬৫/৪। এবিডি ৪৯ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 05:04:08 PM IST

কামিন্স ৪ ওভারে ৩৪/১

প্যাট কামিন্স ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩৪ রানে ১ উইকেট নিয়ে।

18 Apr 2021, 05:03:06 PM IST

আরসিবি ১৫০

১৮ ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করে ব্যাঙ্গালোর।

18 Apr 2021, 05:00:13 PM IST

ম্যাক্সওয়েল আউট

১৭তম ওভারের শেষ বলে ম্যাক্সওয়েলের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন প্যাট কামিন্স। ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৭৮ রান করে হরভজনের হাতে ধরা পড়েন ম্যাক্সওয়েল। আরসিবি ১৪৮ রানে ৪ উইকেট হারায়। কামিন্সের ওভারে ৩ রান ওঠে। ক্রিজে নতুন ব্যাটসম্যান জেমিসন। এবিডি ৩৩ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 04:57:56 PM IST

প্রসিধ কৃষ্ণা ৪ ওভারে ৩১/২

প্রসিধ কৃষ্ণা ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩১ রানে ১ উইতকেট নিয়ে।

18 Apr 2021, 04:55:45 PM IST

১৬ ওভারে ব্যাঙ্গালোর ১৪৫/৩

প্রসিধ কৃষ্ণার ওভারে ২টি বাউন্ডারি মারেন এবি ডি'ভিলিয়র্স। ওভারে মোট ১১ রান ওঠে। ১৬ ওভার শেষে আরসিবি ৩ উইকেটে ১৪৫ রান তুলেছে। ম্যাক্সওয়েল ৭৭ ও এবিডি ৩১ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 04:50:49 PM IST

বরুণ ৪ ওভারে ৩৯/২

বরুণ চক্রবর্তী ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩৯ রানে ২ উইকেট নিয়ে।

18 Apr 2021, 04:49:59 PM IST

বরুণের ওভারে ১৭ তোলে আরসিবি

বরুণের ওভারে ২টি বাউন্ডারি মারেন এবিডি। একটি ছক্কা হাঁকান ম্যাক্সওয়েল। ওভারে মোট ১৭ রান ওঠে। ম্যাক্সওয়েল ৪৪ বলে ৭৬ ও এবিডি ১৩ বলে ২১ রানে ব্যাট করছেন। ১৫ ওভারে ব্যাঙ্গালোর ১৩৪/৩।

18 Apr 2021, 04:46:40 PM IST

১৪ ওভারে আরসিবি ১১৭/

কামিন্সের ওভারে ১১ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন ম্যাক্সওয়েল। ২টি ওয়াইড বল করেন প্যাট। ১৪ ওভারে আরসিবি ১১৭/৩। ম্যাক্সওয়েল ৬৮ ও এবিডি ১২ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 04:37:07 PM IST

আরসিবি ১৩ ওভারে ১০৬/৩

বরুণের ওভারে ৫ রান ওঠে। ১৩ ওভারে আরসিবি ১০৬/৩। ম্যাক্সওয়েল ৬৩ রানে ব্য়াট করছেন।

18 Apr 2021, 04:32:36 PM IST

ব্যাঙ্গালোর ১০০

১২ ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে আরসিবি। ব্যাঙ্গালোরের স্কোর ১০১/৩। প্রসিধের ওভারে ৬ রান ওঠে। ম্যাক্সওয়েল ৬১ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 04:28:19 PM IST

পাডিক্কাল আউট

জুটি ভাঙলেন প্রসিধ। ১২তম ওভারের প্রথম বলে ত্রিপাঠীর হাতে ধরা পড়েন পাডিক্কাল। আরসিবি ৯৫ রানে ৩ উইকেট হারায়। ২টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২৫ রান করে ক্রিজ ছাড়েন পাডিক্কাল। ক্রিজে নতুন ব্যাটসম্যান এবি ডি'ভিলিয়র্স।

18 Apr 2021, 04:27:10 PM IST

ভাজ্জির ওভারে ১১ রান ওঠে

১১ ওভার শেষে আরসিবি ৯৫/২। হরভজনের ওভারে ১১ রান ওঠে। ম্যাক্সওয়েল ও পাডিক্কাল ১টি করে বাউন্ডারি মারেন।

18 Apr 2021, 04:22:19 PM IST

১০ ওভারে ব্যাঙ্গালোর ৮৪/২

অর্ধেক ইনিংস শেষে। ১০ ওভারে আরসিবি ২ উইকেটে ৮৪ রান তুলেছে। প্রসিধের ওভারে ৬ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন ম্যাক্সওয়েল। তিনি ৫৫ ও পাডিক্কাল ১৯ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 04:17:25 PM IST

ম্যাক্সওয়েলের হাফ-সেঞ্চুরি

৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাক্সওয়েল। কামিন্সের ওভারে ১১ রান ওঠে। ১টি চার মারেন ম্যাক্সওয়েল। ৯ ওভার শেষে ব্যাঙ্গালোর ৭৮/২।

18 Apr 2021, 04:13:16 PM IST

৮ ওভারে আরসিবি ৬৭/২

দ্বিতীয় স্পেলে বল করতে এলে বরুণের বলে ম্যাক্সওয়েল ১টি চার ও ১টি ছক্কা মারেন। ওভারে মোট ১৪ রান ওঠে। ৮ ওভার শেষে আরসিবি ৬৭/২। ম্যাক্সওয়েল ৪২ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 04:04:57 PM IST

আরসিবি ৫০

৭ ওভারে দলগত ৫০ রান পূর্ণ করে ব্যাঙ্গালোর। প্রসিধ কৃষ্ণার ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন ম্যাক্সওয়েল। আরসিবি ৫৩/২। ম্যাক্সওয়েল ৩০ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 03:58:53 PM IST

পাওয়ার প্লে'র খেলা শেষ

১ ওভারে জোড়া উইকেট তুলে নেওয়া সত্ত্বেও পাওয়ার প্লে'তে আর বরুণকে বল করালেন না মর্গ্যান। ষষ্ট ওভারে শাকিবের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন ম্যাক্সওয়েল। ১টি চার মারেন পাডিক্কাল। ওভারে মোট ১৭ রান ওঠে। আরসিবি ৬ ওভারে ২ উইকেটে ৪৫ রান তোলে। ম্যাক্সওয়েল ২৪ ও পাডিক্কাল ১৩ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 03:54:16 PM IST

৫ ওভারে আরসিবি ২৮/২

প্যাট কামিন্সের ওভারে ৯ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন ম্যাক্সওয়েল। ৫ ওভার শেষে আরসিবি ২ উইকেটে ২৮ রান তুলেছে। ম্যাক্সওয়েল ১২ ও পাডিক্কাল ৮ রানে ব্যাট করছেন।

18 Apr 2021, 03:48:40 PM IST

৪ ওভারে ব্যাঙ্গালোর ১৯/২

শাকিবের ওভারে ৭ রান ওঠে। ম্যাক্সওয়েল একটি বাউন্ডারি মারেন। ৪ ওভার শেষে আরসিবি ২ উইকেটে ১৯ রান তুলেছে। 

18 Apr 2021, 03:44:54 PM IST

৩ ওভারে আরসিবি ১২/২

হরভজনের ওভারে ৩ রান ওঠে। ৩ ওভার শেষে ব্যাঙ্গালোর ২ উইকেটে ১২ রান তুলেছে।

18 Apr 2021, 03:40:33 PM IST

রজত আউট

কোহলিকে ফেরানোর পর একই ওভারের শেষ বলে রজত পতিদারের উইকেটও তুলে নেন বরুণ। ২ বলে ১ রান করে বোল্ড হন রজত। ক্রিজে এলেন নতুন ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। বরুণের ওভারে মোট ৩ রান ওঠে। ২টি উইকেট পড়ে। আরসিবি ২ ওভার শেষে ৯/২।

18 Apr 2021, 03:37:46 PM IST

কোহলি আউট

দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে বড়সড় সাফল্য পেল কেকেআর। বরুণ চক্রবর্তীর বলে বিরাটের দুরন্ত ক্যাচ ধরেন রাহুল ত্রিপাঠী। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৫ রান করে ক্রিজ ছাড়েন বিরাট। আরসিবি ৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রজত পতিদার।

18 Apr 2021, 03:34:46 PM IST

১ ওভারে আরসিবি ৬/০

ভাজ্জির প্রথম ওভারে ব্যাঙ্গালোর কোনও উইকেট না হারিয়ে ৬ রান তোলে। কোহলি ১টি বাউন্ডারি মারেন।

18 Apr 2021, 03:31:44 PM IST

ম্যাচ শুরু

আরসিবির হয়ে ওপেন করতে নামেন বিরাট কোহলি ও দেবদূত পাডিক্কাল। বোলিং শুরু করেন হরভজন সিং।

18 Apr 2021, 03:10:16 PM IST

আরসিবির প্রথম একাদশ

দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলি (ক্যাপ্টেন), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি'ভিলিয়র্স (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, রজত পতিদার, কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল, শাহবাজ আহমেদ, মহম্মদ সিরাজ ও হার্ষাল প্যাটেল।

18 Apr 2021, 03:09:16 PM IST

কলকতার প্রথম একাদশ

নীতিশ রানা, শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিধ কৃষ্ণা ও বরুণ চক্রবর্তী।

18 Apr 2021, 03:07:45 PM IST

 অপরিবর্তিত KKR

কলকাতা নাইট রাইডার্স আরসিবির বিরুদ্ধেও তাদের প্লেয়িং ইলেভেন অপরিবর্তিত রাখে।

18 Apr 2021, 03:07:11 PM IST

তিনজন বিদেশি নিয়ে RCB

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চার জনের বদলে তিনজন বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামছে ব্যাঙ্গালোর। ড্যান ক্রিশ্চিয়ানের বদলে দলে ফিরলেন রজত পতিদার। প্রথম ম্যাচে মাঠে নেমেছিলেন রজত। তরে পরের ম্যাচে দেবদূত পাডিক্কাল ফিরে আসায় তাঁকে জায়গা ছেড়ে দিতে হয়েছিল পতিদারকে। স্পিন ভালো খেলেন বলে আরসিবি প্লেয়িং ইলেভেনে ফিরিয়ে আনে রজতকে।

18 Apr 2021, 03:05:29 PM IST

টস জিতল আরসিবি

কেকেআরের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ম্যাচে টস জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি অধিনায়ক বিরাট কোহলি টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.