প্লে-অফে কি খেলছেন শাকিব? IPL-এ সবথেকে বড় ভুল করল KKR?
1 মিনিটে পড়ুন . Updated: 11 Oct 2021, 07:04 PM IST- যাবতীয় জল্পনার অবসান।
যাবতীয় জল্পনার অবসান। আইপিএলের প্লে-অফে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শাকিব আল হাসানকে প্রথম একাদশে রাখল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফলে নক-আউট ম্যাচে খেলছেন না ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল।
সোমবার শারজায় টসে জিতে প্রথমে ব্যাটিং নেন ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। তবে যাবতীয় নজর ছিল নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যানের দিকে। প্রথম একাদশে কী পরিবর্তন হচ্ছে, তা নিয়ে যাবতীয় আগ্রহ ছিল। মর্গ্যান জানিয়ে দেন, প্রথম একাদশে কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যাঁরা খেলেছিলেন, তাঁরাই নক-আউট ম্যাচে নামছেন। তাঁদের মধ্যে আছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার শাকিবও। যিনি আইপিএলের দ্বিতীয় ভাগে মাত্র দুটি ম্যাচে খেলেছেন। দুটি ম্যাচেই ভালো পারফরম্যান্স করেছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চার ওভারে ২০ রানের বিনিময়ে এক উইকেট নিয়েছিলেন। সঙ্গে দুর্দান্ত থ্রোয়ে আউট করেছিলেন কেন উইলিয়ামসনকে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ওভারেই উইকেট তুলে নিয়েছিলেন।
(RCB vs KKR ম্যাচের লাইভ আপডেটস দেখুন এখানে)
তারইমধ্যে মর্গ্যান জানান, টসে হেরে আক্ষেপ নেই তাঁর। কারণ তিনিও টসে জিতলে বোলিংয়ের সিদ্ধান্ত নিতেন। নাইট অধিনায়ক বলেন, 'আমরা প্রথমে বল করতাম। তাই আমরা চিন্তিত নই। আগের থেকে পিচ ভালো হয়েছে বলে মনে হচ্ছে। তাছাড়া আমরা ভালো ক্রিকেট খেলেছি। ছেলেরা প্রথম একাদশে নিজেদের ভূমিকা পালন করতে সক্ষম হচ্ছে। আগের ম্যাচের দল অপরিবর্তিত থাকছে।'
কেকেআরের প্রথম একাদশ : শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক, ইয়ন মর্গ্যান, শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী এবং শিবম মাভি।