RCB vs KKR: প্লে-অফের 'অভিশাপ' কাটালেন নারিন, একাই ভেঙে দিলেন RCB-র মেরুদণ্ড!
1 মিনিটে পড়ুন . Updated: 11 Oct 2021, 09:10 PM IST- সোমবারের আগে পর্যন্ত আইপিএলের ন'টি প্লে-অফ ম্যাচে নারিন নিয়েছিলেন মাত্র চারটি উইকেট।
তিনি নাকি আইপিএলের প্লে-অফে ছন্দ হারিয়ে ফেলেন। সোমবার সেই সমালোচনার জবাব দিলেন সুনীল নারিন। এলিমিনেটরে চার উইকেট দিয়ে একাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (আরসিবি) মেরুদণ্ড ভেঙে দিলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ক্যারিবিয়ান তারকা।
(RCB vs KKR ম্যাচের লাইভ আপডেটস দেখুন এখানে)
শারজায় বল হাতে প্রথম ওভারেই কে এস ভরতকে আউট করে দেন নারিন। ক্যারম বলে ভারতীয় ব্যাটসম্যানকে জব্দ করেন। নিজের দ্বিতীয় ওভারেই বিরাট কোহলিকে আউট করেন নারিন। হাওয়ায় ঢিমেগতিতে বল ভাসিয়ে দেন। বিরাটের ব্যাটের তলা ঢুকে গিয়ে লেগ স্টাম্পে লাগে বল। নিজের তৃতীয় ওভারেই আরও একটি দুর্দান্ত বল করেন ক্যারিবিয়ান তারকা। এবার এবি ডি'ভিলিয়ার্সকে বোল্ড করেন। সোমবারের স্পেলের শেষ ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকেও আউট করে দেন। শেষপর্যন্ত সোমবার শারজায় তাঁর বোলিংয়ের পরিসংখ্যান দাঁড়ায় চার ওভারে ২১ রান দিয়ে চার উইকেট। তাও নারিনের শেষ ওভারে শুভমন গিল একেবারে সহজ ক্যাচ ফস্কান। নাহলে প্লে-অফে পাঁচ উইকেট পেতে যেতেন নারিন।
অথচ এতদিন আইপিএলের প্লে-অফে একেবারেই ফর্মে থাকতেন না। সে ব্যাট হাতে হোক বা বল হাতে হোক। সোমবারের আগে পর্যন্ত আইপিএলের ন'টি প্লে-অফ ম্যাচে নারিন নিয়েছিলেন মাত্র চারটি উইকেট। বল হাতে ইকোনমি রেট ছিল ৮.৬। ফলে কোহলিদের বিরুদ্ধে নিজের বিরুদ্ধেই লড়াই ছিল নারিনের। সেই লড়াইয়ে একেবারে দুর্দান্ত ফল করলেন তিনি।
প্রথম ইনিংসে বিরতির পর নারিন বলেন, 'আজ সবকিছু ভালো হয়েছে। কেউ কেউ না জ্বলে উঠবেন - আমি নয়তো, অন্য কেউ। গত ম্যাচের তুলনায় আরও বেশি গ্রিপ আছে। যা আমাদের সাহায্য করেছে। আমাদের ব্যাটারদের পাশে থাকতে হবে, যাতে যতটা সহজে হয়, ততটা সহজে জেতা যায়।'