বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: দুরন্ত শতরান পাডিক্কালের, মাইলস্টোন কোহলির, অসাধারণ জয় RCB-র
দাপুটে ব্যাটিং পাডিক্কালেন। ছবি- আইপিএল।

IPL 2021: দুরন্ত শতরান পাডিক্কালের, মাইলস্টোন কোহলির, অসাধারণ জয় RCB-র

ব্যাট হাতে লড়াই চালান শিবম দুবে ও রাহুল তেওয়াটিয়া।

আইপিএলের ইতিহাসে প্রথমবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ৩ ম্যাচের ৩টিতেই জয় তুলে নিয়েছে আরসিবি। তারাই একমাত্র দল, যারা চলতি আইপিএলে এখনও কোনও ম্যাচ হারেনি। অন্যদিকে রাজস্থান রয়্যালস তাদের ৩ ম্যাচের মাত্র ১টি'তে জয় তুলে নিয়েছে। এই অবস্থায় টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে সঞ্জু স্যামসনরা মুখোমুখি কোহলিদের।

22 Apr 2021, 11:47:57 PM IST

ম্যাচের সেরা পাডিক্কাল

দুরন্ত শতরানের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন দেবদূত পাডিক্কাল।

22 Apr 2021, 10:58:55 PM IST

১০ উইকেটের অসাধারণ জয় ব্যাঙ্গালোরের

রাজস্থানের ৯ উইকেটে ১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে আরসিবি ১৬.৩ ওভারে বিনা উইকেটে ১৮১ রান তুলে ম্যাচ জিতে যায়। দেবদূত পাডিক্কাল ১১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫২ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। বিরাট কোহলি ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭২ রান করে নট-আউট থাকেন।

22 Apr 2021, 10:54:38 PM IST

আইপিএলে প্রথম সেঞ্চুরি পাডিক্কালের

১১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫১ বলে ব্যাক্তিগত শতরান পূর্ণ করেন পাডিক্কাল। আইপিএলে এটি তাঁর প্রথম সেঞ্চুরি।

22 Apr 2021, 10:53:45 PM IST

১৬ ওভারে আরসিবি ১৭০/০

সাকারিয়ার ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন পাডিক্কাল। ১৬ ওভারে আরসিবি ১৭০/০।

22 Apr 2021, 10:47:19 PM IST

১৫ ওভারে আরসিবি ১৬২/২

মুস্তাফিজুরের ওভারে ৩ রান ওঠে। ১৫ ওভারে আরসিবি ১৬২/২। পাডিক্কাল ৯১ ও কোহলি ৬৯ রানে ব্যাট করছেন।

22 Apr 2021, 10:43:55 PM IST

১৪ ওভারে আরসিবি ১৫৯/০

গোপালের ওভারে ১৭ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন কোহলি। ১টি চার মারেন পাডিক্কাল। ১৪ ওবার শেষে ব্যাঙ্গালোর ১৫৯/০। পাডিক্কাল ৯০ ও কোহলি ৬৭ রানে ব্যাট করছেন।

22 Apr 2021, 10:42:00 PM IST

১৩ ওভারে আরসিবি ১৪২/০

মরিসের ওভারে ১৩ রান ওঠে। কোহলি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ১৩ ওভারে আরসিবি ১৪২/০। কোহলি ৫৫ ও পাডিক্কাল ৮৫ রানে ব্যাট করছেন।

22 Apr 2021, 10:34:17 PM IST

কোহলির হাফ-সেঞ্চুরি

৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি।

22 Apr 2021, 10:32:51 PM IST

১২ ওভারে আরসিবি ১২০/০

সাকারিয়ার ওভারে ২টি বাউন্ডারি মারেন কোহলি। ওভারে মোট ১২ রান ওঠে। ১২ ওভারে আরসিবি ১২৯/০।

22 Apr 2021, 10:28:28 PM IST

১১ ওভারে আরসিবি ১১৭/০

মরিসের ওভারে ১০ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন কোহলি। ১১ ওভারে আরসিবি ১১৭/০। পাডিক্কাল ৮৩ ও কোহিল ৩৩ রানে ব্যাট করছেন।

22 Apr 2021, 10:22:00 PM IST

১০ ওভারে আরসিবির দরকার ৭১ রান

অর্ধের ইনিংস শেষ। ১০ ওভারে ব্যাঙ্গালোর ১০৭/০। জয়ের জন্য শেষ ১০ ওভারে আরসিবির দরকার ৭১ রান। মুস্তাফিজুরের ওভারে ১১ রান ওঠে। ১টি ছক্কা মারেন পাডিক্কাল। দেবদূত ৮০ ও কোহলি ২৬ রানে ব্যাট করছেন।

22 Apr 2021, 10:20:56 PM IST

১০০ টপকাল আরসিবি

ইনিংসের নবম ওভারে দলগত ১০০ রান টপকে যায় ব্যাঙ্গালোর।

22 Apr 2021, 10:18:00 PM IST

তেওয়াটিয়ার ওভারে জোড়া ছক্কা হাঁকান পাডিক্কাল

তেওয়াটিয়ার ওভারে জোড়া ছক্কা হাঁকান পাডিক্কাল। ১৫ রান ওঠে ওভারে। ৯ ওভারে আরসিবি ৯৬/০। পাডিক্কাল ৭২ ও কোহলি ২৩ রানে ব্যাট করছেন।

22 Apr 2021, 10:13:38 PM IST

৮ ওভারে আরসিবি ৮১/০

রিয়ানের ওভারে ১৪ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন পাডিক্কাল। ৮ ওভারে আরসিবি ৮১/০। দেবদূত ৫৯ ও কোহলি ২১ রানে ব্যাট করছেন।

22 Apr 2021, 10:11:49 PM IST

২৭ বলে হাফ-সেঞ্চুরি পাডিক্কালের

৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দেবদবত পাডিক্কাল।

22 Apr 2021, 10:07:59 PM IST

৭ ওভারে আরসিবি ৬৭/০

তেওয়াটিরা ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন পাডিক্কাল। ৭ ওভারে আরসিবি ৬৭/০।

22 Apr 2021, 10:04:02 PM IST

পাওয়ার প্লে'র খেলা শেষ

সাকারিয়ার ওভারে ১০ রান ওঠে। ১টি ছক্কা মারেন পাডিক্কাল। পাওয়ার প্লে'র ৬ ওভারে আরসিবি বিনা উইকেটে ৫৯ রান তুলেছে। পাডিক্কাল ব্যাট করছেন ৪১ রানে। কোহলি অপরাজিত ১৭ রানে।

22 Apr 2021, 10:01:48 PM IST

ব্যাঙ্গালোর ৫০

ষষ্ঠ ওভারে ব্যাঙ্গালোর দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়।

22 Apr 2021, 10:01:18 PM IST

৫ ওভারে ব্যাঙ্গালোর ৪৯/০

মুস্তাফিজুরের ওভারে ১০ রান ওঠে। ১টি ছক্কা ও ১টি চার মারেন পাডিক্কাল। ৫ ওভারে ব্যাঙ্গালোর ৪৯/০।

22 Apr 2021, 09:54:05 PM IST

৪ ওভারে ব্যাঙ্গালোর ৩৯/০

মরিসের ওভারে ২টি চার মারেন পাডিক্কাল। ১টি চার মারেন কোহলি। মোট ১৫ রান ওঠে ওভারে। ৪ ওভার শেষে ব্যাঙ্গালোর ৩৯/০। দেবদূত ২৪ ও কোহলি ১৫ রানে ব্যাট করছেন।

22 Apr 2021, 09:51:58 PM IST

আরসিবি ৩ ওভারে ২৪/০

গোপালের ওভারে ২টি চার মারেন পাডিক্কাল। ১০ রান ওঠে ওভারে। আরসিবি ৩ ওভারে ২৪/০।

22 Apr 2021, 09:48:48 PM IST

২ ওভারে আরসিবি ১৪/০

সাকারিয়ার ওভারে ১টি বাউন্ডারি মারেন পাডিক্কাল। ২ ওভারে আরসিবি ১৪/০।

22 Apr 2021, 09:44:35 PM IST

আরসিবির রান তাড়া করা শুরু

ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করতে নামেন কোহলি ও পাডিক্কাল। বোলিং শুরু করেন গোপাল। প্রথম ওভারেই ১টি ছক্কা মারেন কোহলি। ১ ওভারে আরসিবি বিনা উইকেটে ৮ রান তুলেছে।

22 Apr 2021, 09:43:28 PM IST

ব্যাঙ্গালোরের বোলিং পারফর্ম্যান্স

সিরাজ ২৭ রানে ৩টি, হার্ষাল ৪৭ রানে ৩টি, জেমিসন ২৮ রানে ১টি, রিচার্ডসন ২৯ রানে ১টি ও ওয়াশিংটন ২৩ রানে ১টি উইকেট নেন।

22 Apr 2021, 09:42:10 PM IST

রাজস্থানের ব্যাটিং পারফর্ম্য়ান্স

বাটলার ৮, মনন ৭, সঞ্জু ২১, মিলার ০, দুবে ৪৬, রিয়ান ২৫, তেওয়াটিয়া ৪০, মরিস ১০, গোপাল অপরাজিত ৭, সাকারিয়া ০ রান করেন।

22 Apr 2021, 09:24:52 PM IST

২০ ওভারে রাজস্থান রয়্যালস ১৭৭/৯

শ্রেয়স গোপাল ১টি ছক্কা হাঁকান শেষ ওভারে। ২০ ওভারে রাজস্থান রয়্যালস ৯ উইকেটে ১৭৭ রান তুলেছে। ৭ রানে অপরাজিত থাকেন গোপাল। জয়ের জন্য আরসিবির দরকার ১৭৮ রান।

22 Apr 2021, 09:20:20 PM IST

চেতন সাকারিয়াকেও ফেরালেন হার্ষাল

মরিসকে আউট করার পরের বলেই চেতন সাকারিয়ার উইকেট তুলে নিলেন হার্ষাল। খাতা খোলার আগেই এবিডির দস্তানায় ধরা পড়ে যান সাকারিয়া। ১৭০ রানে ৯ উইকেট হারায় রাজস্থান।

22 Apr 2021, 09:18:48 PM IST

মরিস আউট

শেষ ওভারের প্রথম বলে ক্রিস মরিসের উইকেট তুলে নিলেন হার্ষাল প্যাটেল। ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ১০ রান করে চাহালের হাতে ধরা দেন মরিস। ১৭০ রানে ৮ উইকেট হারায় রাজস্থান।

22 Apr 2021, 09:17:19 PM IST

তেওয়াটিয়াকে ফরালেন সিরাজ

১৯তম ওভারের শেষ বলে রাহুল তেওয়াটিয়ার উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪০ রান করে শাহবাজের হাতে ধরা পড়েন তিনি। রাজস্থান ১৭০ রানে ৭ উইকেট হারায়। ওভারে মোট ১৩ রান ওঠে। ১টি চার ও ১টি ছ্ক্কা মারেন তেওয়াটিয়া।

22 Apr 2021, 09:11:45 PM IST

১৮ ওভারে রাজস্থান ১৫৭/৬

১৮তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে রাজস্থান। জেমিসনের ওভারে ১২ রান ওঠে। ১টি ছক্কা মারেন মরিস। ১৮ ওভারে রাজস্থান ১৫৭/৬।

22 Apr 2021, 09:06:04 PM IST

রাজস্থান ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে

হার্ষালের ওভারে ৯ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন তেওয়াটিয়া। রাজস্থান ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে। ২৫ রানে ব্যাট করছেন তেওয়াটিয়া।

22 Apr 2021, 08:57:16 PM IST

হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরলেন দুবে

১৬তম ওভারের তৃতীয় বলে কেন রিচার্ডসন আউট করেন শিবম দুবেকে। হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে ফেরেন দুবে। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৪৬ রান করে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়েন তিনি। ক্রিজে নতুন ব্যাটসম্যান মরিস। রিচার্ডসনের ওভারে ৮ রান ওঠে। ১৬ ওভারে রাজস্থান ১৩৬/৬।

22 Apr 2021, 08:55:03 PM IST

১৫ ওভারে রাজস্থান ১২৮/৫

সুন্দরের ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন তেওয়াটিয়া। ১৫ ওভারে রাজস্থান ১২৮/৫।

22 Apr 2021, 08:48:57 PM IST

১৪ ওভারে রাজস্থান ১২০/৫

ক্রিজে এসেই হার্ষালকে ১টি চার ও ১টি ছক্কা মারেন তেওয়াটিয়া। রাজস্থান ১৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২০ রান তুলেছে। দুবে ৪১ ও তেওয়াটিয়া ১০ রানে ব্যাট করছেন।

22 Apr 2021, 08:45:45 PM IST

রিয়ান পরাগ আউট

১৪তম ওভারের তৃতীয় বলে রিয়ান পরাগকে আউট করেন হার্ষাল প্যাটেল। ৪টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২৫ রান করে চাহালের হাতে ধরা পড়েন রিয়ান। রাজস্থান ১০৯ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান তেওয়াটিয়া।

22 Apr 2021, 08:45:02 PM IST

১৩ ওভারে রাজস্থান ১০৪/৪

জেমিসনের ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন রিয়ান। ১৩ ওভারে রাজস্থান ১০৪/৪।

22 Apr 2021, 08:37:49 PM IST

১০০ টপকাল রাজস্থান

ইনিংসের ১৩তম ওভারে দলগত ১০০ রান পূর্ণ করে রাজস্থান।

22 Apr 2021, 08:37:15 PM IST

হার্ষালের ওভারে ১৫ রান তোলে রাজস্থান

হার্ষাল প্যাটেলের ওভারে রিয়ান ২টি ও দুবে ১টি বাউন্ডারি মারেন। ওভারে মোট ১৫ রান ওটে। ১২ ওভার শেষে রাজস্থান ৪ উইকেটে ৯৬ রান তুলেছে। দুবে ৩৭ ও রিয়ান ১৬ রানে ব্যাট করছেন।

22 Apr 2021, 08:34:47 PM IST

আক্রমণ জারি দুবের

তিটার্ডসেনর ওভারে জোড়া বাউন্ডারি মারেন দুবে। ওবারে মোট ১১ রান ওটে। ১১ ওবার শেষে রাজস্থান ৪ উইকেটে ৮১ রান তোলে।

22 Apr 2021, 08:28:39 PM IST

অর্ধেক ইনিংস শেষ

১০ ওভার শেষে রাজস্থান ৪ উইকেটের বিনিময়ে ৭০ রান তুলেছে। সুন্দরের ওভারে ৬ রান ওঠে। দুবে ২২ রানে ব্যাট করছেন।

22 Apr 2021, 08:20:54 PM IST

চাহালের ওভারে জোড়া ছক্কা হাঁকালেন দুবে

যুজবেন্দ্র চাহালের ওভারে ২টি ছক্কা হাঁকান শিবম দুবে। ওভারে মোট ১৭ রান ওঠে। ৯ ওভারে রাজস্থান ৪ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে। দুবে ১৯ রানে ব্যাট করছেন।

22 Apr 2021, 08:16:43 PM IST

৫০ রানের গণ্ডি পেরিয়ে গেল রাজস্থান

ইনিংসের নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি পেরিয়ে যায় রাজস্থান রয়্যালস।

22 Apr 2021, 08:12:05 PM IST

স্যামসনের উইকেট তুলে নিলেন সুন্দর

ওয়াশিংটন সুন্দরকে ছক্কা হাঁকিয়েই সাজঘরের পথ ধরলেন সঞ্জু স্যামসন। অষ্টম ওভারের প্রথম বলেই সুন্দরকে ছক্কা স্বাগত জানান। পরের বলে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়েন তিনি। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ২১ রান করে ক্রিজ ছাড়েন সঞ্জু। রাজস্থান ৪৩ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিয়ান পরাগ। সুন্দরের ওভারে মোট ১০ রান ওঠে। ৮ ওভার শেষে রাজস্থান ৪৭/৪।

22 Apr 2021, 08:08:38 PM IST

৭ ওভারে রয়্যালস ৩৭/৩

চাহালের ওভারে ৫ রান ওঠে। ৭ ওভার শেষে রাজস্থান ৩ উইকেটে ৩৭ রান তুলেছে।

22 Apr 2021, 08:05:59 PM IST

পাওয়ার প্লে'র খেলা শেষ

পাওয়ার প্লে'র ৬ ওভারে রাজস্থান ৩ উইকেট হারিয়ে ৩২ রান তুলেছে। কেন রিচার্ডসনের ওভারে ১০ রান ওঠে। ২টি বাউন্ডারি মারেন সঞ্জু স্যামসন। তিনি ১২ রানে ব্যাট করছেন।

22 Apr 2021, 07:56:36 PM IST

মিলারকে সাজঘরের পথ দেখালেন সিরাজ

পঞ্চম ওভারের তৃতীয় বলে ডেভিড মিলারকে সাজঘরের পথ দেখালেন মহম্মদ সিরাজ। খাতা খোলার আগেই এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছাড়তে হয় মিলারকে। রাজস্থান ১৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শিবম দুবে। তিনি ১টি বাউন্ডারি মারেন। ওভারে মোট ৫ রান ওঠে। ৫ ওভারে রাজস্থান ২২/৩। 

22 Apr 2021, 07:49:26 PM IST

মননের উইকেট তুলে নিলেন জেমিসন

চতুর্থ ওভারের পঞ্চম বলে মনন ভোরাকে ফেরত পাঠালেন কাইল জেমিসন। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৭ রান করে রিচার্ডসনের হাতে ধরা পড়েন মনন। রাজস্থান ১৬ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মিলার। জেমিসনের ওভারে ৩ রান ওঠে। ৪ ওভারে রাজস্থান ১৭/২।

22 Apr 2021, 07:43:30 PM IST

বাটলারকে ফেরালেন সিরাজ

প্রথম ওভারে জোড়া বাউন্ডারি হজম করতে হলেও ইনিংসের তৃতীয় ওভারে বাটলারকে ফেরালেন সিরাজ। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৮ রান করে বোল্ড হন বাটলার। রাজস্থান ১৪ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান স্যামসন। সিরাজের ওভারে ১ রান ওঠে। ৩ ওভারে রয়্যালস ১৪/১

22 Apr 2021, 07:39:45 PM IST

২ ওভারে রাজস্থান ১৩/০

২ ওভার শেষে রাজস্থান রয়্যালস বিনা উইকেটে ১৩ রান তুলেছে। জেমিসনের ওভারে ৫ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন মনন।

22 Apr 2021, 07:34:32 PM IST

১ ওভারে রাজস্থান ৮/০

সিরাজকে ওভারের শেষ ২টি বলে পরপর বাউন্ডারি মারেন বাটলার। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে ৮ রান তোলে রাজস্থান।

22 Apr 2021, 07:32:40 PM IST

ম্যাচ শুরু

রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন বাটলার ও মনন। বোলিং শুরু করেন সিরাজ।

22 Apr 2021, 07:19:53 PM IST

রাজস্থানের প্রথম একাদশ

জোস বাটলার, মনন ভোরা, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, শ্রেয়স গোপাল, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।

22 Apr 2021, 07:18:20 PM IST

ব্যাঙ্গালোরের প্রথম একাদশ

বিরাট কোহলি (ক্যাপ্টেন), দেবদূত পাডিক্কাল, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি'ভিলিয়র্স (উইকেটকিপার), কাইল জেমিসন, ওয়াশিংটন সুন্দর, হার্ষাল প্যাটেল, কেন রিচার্ডসন, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল। 

22 Apr 2021, 07:09:52 PM IST

রাজস্থান মাঠে নামায় শ্রেয়স গোপালকে

রাজস্থান জয়দেব উনাদকাটের পরিবর্তে মাঠে নামায় শ্রেয়স গোপালকে।

22 Apr 2021, 07:09:19 PM IST

চার বিদেশির ছকে ফিরল আরসিবি

কেকেআরের বিরুদ্ধে গত ম্যাচে তিনজন বিদেশি ক্রিকেটারকে মাঠে নামায় ব্যাঙ্গালোর। রাজস্থানের বিরুদ্ধে চার বিদেশির ছকেই ফিরে যান কোহলিরা। রজত পতিদার জায়গা ছেড়ে দেন কেন রিচার্ডসনকে।

22 Apr 2021, 07:08:11 PM IST

টস জিতল আরসিবি

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টস জিতে আরসিবি দলনায়ক বিরাট কোহলি প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজস্থানকে। সুতরাং, ওয়াংখেড়েতে প্রথমে ব্যাটিং সঞ্জু স্যামসনদের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.