কোয়ালিফায়ার টু-তে খেলতে নামা মানেই, নির্ধারিত ভাবে ব্যর্থ হবেন বিরাট কোহলি।এমনটা পুরনো পরিসংখ্যানই বলছিল। আর শুক্রবার সেটা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফের প্রমাণ করে দিলেন কোহলি নিজেই।
এ দিন কোয়ালিফায়ার টু-তে ৮ বলে মাত্র ৭ রান করে আউট হয়ে যান বিরাট কোহলি। এর আগে ২০১১ সালে কোয়ালিফায়ার টু-তে মাত্র ৮ রান করেছিলেন। ২০১৫ সালে আবার কোয়ালিফায়ার টু-এর ম্যাচে ১২ রান করেছিলেন। মোদ্দা কথা, বিরাট কোহলির উপর যতই প্রত্যাশা রাখা হোক না কেন, কোয়ালিফায়ার টু-তে সফল হওয়ার ভাগ্য়ই নেই প্রাক্তন আরসিবি অধিনায়কের।
আরও পড়ুন: Eliminator-এ শতরান, Qualifier-এ ৫০, অনন্য নজির আনক্যাপড পতিদারের, ছুঁলেন রায়নাকে
এ দিন রাজস্থান রয়্যালস টসে জিতে ব্যাট করতে পাঠায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। রজিত পতিদার ৪২ বলে ৫৮ করেন। এ ছাড়া ২৫ (২৭ বলে) করেছেন ফ্যাফ ডু'প্লেসি। ১৩ বলে ২৪ করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। শাহবাজ আহমেদের সংগ্রহ ১২ রান। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। পতিদার হাফ সেঞ্চুরি না করলে ১৫০ টপকানো হত না আরসিবি-র।
নির্দিষ্ট ২০ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছে। ওবেড ম্যাকয়ে এবং প্রসিধ কৃষ্ণ ৩টি করে উইকেট নিয়েছেন। ট্রেন্ট বোল্ট এবং রবিচন্দ্রন অশ্বিন ১টি করে উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।