রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম বলেই আউট হন কোহলি। ইনিংসেরও প্রথম বল ছিল এটি। আর প্রথম বলেই উইকেট হারাতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। জগদীশা সুচিথের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কোহলি। এটি এই মরশুমে কোহলির তৃতীয় গোল্ডেন ডাক।
1/5সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচেও গোল্ডেন ডাক করেছিলেন কোহলি। এই বছর এমনিতেই ফর্মে নেই কোহলি। তার উপর মরশুমে তিন বার লজ্জার গোল্ডেন ডাক করে ফেললেন তিনি।
2/5আগে ১৯৯টি আইপিএল ইনিংসে তিনটি গোল্ডেন ডাক করেছিলেন তিনি। এবার মাত্র ১২টি ইনিংসেই তিনটি গোল্ডেন ডাক করে বসে থাকলেন তিনি। এর থেকেই বোঝা যাচ্ছে, তিনি কতটা খারাপ ফর্মে রয়েছেন।
3/5২০১৪ সালের পর ফের ২০২২ মরশুমে তিনটি গোল্ডেন ডাক করলেন কোহলি।
4/5দু'টি ভিন্ন আইপিএল এক মরশুমে কমপক্ষে ৩টি ডাক করা প্রথম সর্বকালের শীর্ষস্থানীয় খেলোয়াড় হলেন কোহলি।
5/5এ বার আইপিএলে বিরাট কোহলি ১২ ম্যাচ খেলে মাত্র ২১৬ রান সংগ্রহ করেছেন। এর মধ্যে আবার তিনটি গোল্ডেন ডাকও করেছেন।