বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RCB vs SRH: লাস্ট বয়ের কাছে হার কোহলিদের,ছক্কা মেরে জেতাতে পারলেন না ডি'ভিলিয়র্স
নিজের চোখেই যেন বিশ্বাস হচ্ছে না কোহলির। ছবি- আইপিএল।

RCB vs SRH: লাস্ট বয়ের কাছে হার কোহলিদের,ছক্কা মেরে জেতাতে পারলেন না ডি'ভিলিয়র্স

শেষ বলে ছক্কা মেরে ব্যাঙ্গালোরকে ম্যাচ জেতানোর সুযোগ ছিল এবি ডি'ভিলিয়র্সের সামনে।

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবি আগেই প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে। তবে প্রথম দুইয়ে থাকার দৌড়ে রয়েছেন বলেই কোহলিদের কাছে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। অন্যদিকে, সানরাইজার্সের কাছে এটি ছিল নিছক নিয়মরক্ষার ম্যাচ। শেষমেশ উত্তেজক ম্যাচে কোহলিদের পরাজিত করে হায়দরাবাদ।

06 Oct 2021, 11:40:50 PM IST

ম্যাচের সেরা উইলিয়ামসন

২৯ বলে ৩১ রান করা ছাড়াও ২টি ক্যাচ ধরা ও ১টি রান-আউট করার পুরস্কার পেলেন কেন উইলিয়ামসন। সঙ্গে দুরন্ত নেতৃত্বও দেন তিনি। ম্যাচের সেরার পুরস্কার ওঠে হায়দরাবাদ অধিনায়কের হাতে।

06 Oct 2021, 11:24:59 PM IST

৪ রানে জয় হায়দরাবাদের

ইতিমধ্যেই প্লে-অফে জায়গা করে নেওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে উত্তেজক ম্যাচে ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করে সানরাইজার্স হায়দরাবাদ। সানরাইজার্সের ৭ উইকেটে ১৪১ রানের জবাবে আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে আটকে যায়। এবিডি ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। ৩ বলে ২ রান করে নট-আউট থাকেন গার্টন।

06 Oct 2021, 11:20:06 PM IST

লাস্ট বয়ের কাছে হার আরসিবির

পচা শামুকে পা কাটল বিরাট কোহলিদের। তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে লিগ টেবিলের একেবারে শেষে থাকা সানরাইজার্স হায়দরাবাদের কাছে হার আরসিবির। শেষ ওভারে ভুবনেশ্বরের প্রথম তিন বলে মাত্র ১ রান সংগ্রহ করে আরসিবি। চতুর্থ বলে ছক্কা মারেন এবিডি। শেষ ২ বলে দরকার ছিল ৬ রান। একটি বল ডট হয়। শেষ বলে ছক্কা মারলেই আরসিবিকে জেতাতে পারতেন ডি'ভিলিয়র্স। তবে তিনি মাত্র ১ রানই সংগ্রহ করতে পারেন শেষ বল থেকে। 

06 Oct 2021, 11:12:55 PM IST

শেষ ওভারে দরকার ১৩ রান

জয়ের জন্য শেষ ওভারে আরসিবির দরকার ১৩ রান। ১৯ ওভার শেষে ব্যাঙ্গালোরের সংগ্রহ ৬ উইকেটে ১২৯ রান। হোল্ডার ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। উমরান মালিক ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেন।

06 Oct 2021, 11:12:13 PM IST

শাহবাজকে ফেরালেন হোল্ডার

১৯তম ওভারের চতুর্থ বলে শাহবাজকে ফেরালেন জেসন হোল্ডার। ২টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১৪ রান করে ক্রিজ ছাড়েন শাহবাজ। আরসিবি ১২৮ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জর্জ গার্টন।

06 Oct 2021, 11:00:39 PM IST

পাডিক্কালকে ফেরালেন রশিদ

১৭তম ওভারের পঞ্চম বলে দেবদূত পাডিক্কালকে ফেরালেন রশিদ খান। ৪টি বাউন্ডারির সাহায্যে ৫২ বলে ৪১ রান করে সামাদের হাতে ধরা পড়েন তিনি। আরসিবি ১০৯ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাহবাজ আহমেদ। ১৭ ওভার শেষে আরসিবি ১১৩/৫। জয়ের জন্য ৩ ওভারে দরকার ২৯ রান।

06 Oct 2021, 10:54:13 PM IST

রান-আউট হলেন ম্যাক্সওয়েল

১৫তম ওভারের প্রথম বলে রান-আউট হলেন ম্যাক্সওয়েল। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪০ রান করে ক্রিজ ছাড়েন গ্লেন। আরসিবি ৯২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডি'ভিলিয়র্স। ১৫ ওভার শেষে ব্যাঙ্গালোর ৯৮/৪।

06 Oct 2021, 10:20:13 PM IST

১০ ওভারে আরসিবি ৬৭/৩

১০ ওভার শেষে আরসিবি ৩ উইকেটের বিনিময়ে ৬৭ রান তুলেছে। রশিদ খানের দশম ওভারে ১টি চার ও ১টি ছক্কা-সহ ১৪ রান তোলেন ম্যাক্সওয়েল। ওভারে মোট ১৫ রান ওঠে। এর আগে অষ্টম ওভারে রশিদ খানের বলে ১টি ছক্কা হাঁকান গ্লেন। আপাতত ম্যাক্সওয়েল ১১ বলে ২৩ রান করে অপরাজিত রয়েছেন। পাডিক্কাল ব্যাট করছেন ৩১ বলে ২৪ রান করে।

06 Oct 2021, 10:04:53 PM IST

প্রথম উইকেট উমরানের

আইপিএল প্রথম উইকেট উমরান মালিকের। সপ্তম ওভারের পঞ্চম বলে তিনি ফিরিয়ে দেন কেএস ভরতকে। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১২ রান করে ঋদ্ধির দস্তানায় ধরা পড়েন ভরত। আরসিবি ৩৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

06 Oct 2021, 10:01:06 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে আরসিবি ৩৭/২

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২ উইকেটের বিনিময়ে ৩৭ রান তুলেছে। সিদ্ধার্থ কউলের ষষ্ঠ ওভারের শেষ দু'টি বলে ভরত একটি ছয় ও একটি চার মারেন। তিনি অপরাজিত রয়েছেন ৭ বলে ১২ রান করে। পাডিক্কাল ব্যাট করছেন ২১ বলে ব্যক্তিগত ১৭ রানে। 

06 Oct 2021, 09:48:28 PM IST

ড্যান ক্রিশ্চিয়ান আউট

চতুর্থ ওভারে বল হাতে নিয়েই ড্যান ক্রিশ্চিয়ানের উইকেট তুলে নিলেন সিদ্ধার্থ কউল। দ্বিতীয় বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন ক্রিশ্চিয়ান। ৪ বলে ১ রান করে সাজঘরে ফেরেন তিনি। আরসিবি দলগত ১৮ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেএস ভরত। সিদ্ধার্থের উইকেট-মেডেন ওভার। ৪ ওভারে ব্যাঙ্গালোর ১৮/২।

06 Oct 2021, 09:34:46 PM IST

কোহলি আউট

প্রথম ওভারেই কোহলিকে ফিরিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার। ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন আরসিবি দলনায়ক। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৫ রান করে ক্রিজ ছাড়েন কোহলি। ব্যাঙ্গালোর দলগত ৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ড্যান ক্রিশ্চিয়ান।

06 Oct 2021, 09:33:06 PM IST

আরসিবির রান তাড়া করা শুরু

আরসিবির হয়ে ইনিংসের ওপেন করতে নামেন বিরাট কোহলি ও দেবদূত পাডিক্কাল। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি মারেন ব্যাঙ্গালোর অধিনায়ক।

06 Oct 2021, 09:18:32 PM IST

বিরাটদের সামনে ১৪২ রানের লক্ষ্য

২০ ওভারে সাত উইকেটে ১৪১ রান তুললো সানরাইজার্স হায়দরাবাদ। সুতরাং, জয়ের জন্য কোহলিদের দরকার ১৪২ রান।

06 Oct 2021, 09:15:03 PM IST

জেসন হোল্ডার আউট

জেসন হোল্ডারকে আউট করলেন হার্ষাল প্যাটেল

06 Oct 2021, 09:08:26 PM IST

১৯ তম ওভারে মাত্র ৬ রান দিলেন সিরাজ

মহম্মদ সিরাজের ওভারে রান তুললেন জেসন হোল্ডার ও রাশিদ খান। ১৯ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ১৩৬/৬। 

06 Oct 2021, 09:00:45 PM IST

ঋদ্ধিমান আউট

৮ বলে ১০ রান করে আউট হলেন ঋদ্ধিমান সাহা। হার্ষাল প্যাটেলের বলে ডি'ভিলিয়র্সের হাতে ধরা পড়েন ঋদ্ধি। ক্রিজে নতুন ব্যাটসম্যান রশিদ খান।

06 Oct 2021, 08:56:54 PM IST

চার…..জেসন হোল্ডারের বাউন্ডারি

রানের গতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন হোল্ডার ও ঋদ্ধিমান সাহা।

06 Oct 2021, 08:49:20 PM IST

আউট…. হায়দরাবাদের ৫ উইকেটের পতন

যুজবেন্দ্র চাহালের বলে  LBW হলেন আব্দুল সামাদ। ৩ বলে ১ রান করলেন সামাদ। ক্রিজে নতুন ব্য়াটসম্যান জেসন হোল্ডার। হায়দরাবাদ ১০৭ রানে ৫ উইকেট খোয়ায়।

06 Oct 2021, 08:46:02 PM IST

জেসন রয় আউট

৪৪ রান করে আউট হলেন জেসন রয়। ৩৮ বলের ইনিংসে তিনি ৫টি বাউন্ডারি মারেন। হায়দরাবাদ ১০৭ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।

06 Oct 2021, 08:42:27 PM IST

আউট প্রিয়ম গর্গ

১৫ রান করে আউট প্রিয়ম গর্গ। অর্ধশতরানের পথে জেসন রয়। ১৪.২ ওভারে সানরাইজার্সের রান ৩ উইকেটে ১০৬ রান।

06 Oct 2021, 08:00:06 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে হায়দরাবাদ ৫০/১

পাওয়ার প্লে-র ৬ ওভারে হায়দরাবাদ ১ উইকেটের বিনিময়ে ৫০ রান তুলেছে। জেসন রয় ১৪ বলে ১৫ রান করে অপরাজিত রয়েছেন। কেন উইলিয়ামসন ১২ বলে ১৯ রান করে ব্যাট করছেন। 

06 Oct 2021, 07:40:06 PM IST

আউট অভিষেক

জীবন দান পেয়েও বড় রান করতে ব্যর্থ অভিষেক। দ্বিতীয় ওভারে জর্জ গার্টনের পঞ্চম বলে ম্যাক্সওয়েলের হাতে ধরা পড়েন তিনি। ওভারের প্রথম বলে চার মারেন অভিষেক। দ্বিতীয় বলে ছক্কা হাঁকান। চতুর্থ বলে ফাইন লেগে তাঁর ক্যাচ মিস করেন মহম্মদ সিরাজ। পঞ্চম বলে আউট হন শর্মা। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১৩ রান করে ক্রিজ ছাড়েন সানরাইজার্স ওপেনার। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। হায়দরাবাদ ২ ওভার শেষে ১৪/১।

06 Oct 2021, 07:31:30 PM IST

ম্যাচ শুরু

হায়দরাবাদের হয়ে ঋদ্ধিমান সাহার পরিবর্তে জেসন রয়ের সঙ্গে ওপেন করতে নামেন অভিষেক শর্মা। ব্যাঙ্গালোরের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম বলেই এক রান নেন জেসন। শেষ বলে ১ রান নেন অভিষেক। প্রথম ওভারে ২ রান ওঠে। কোনও উইকেট হারায়নি সানরাইজার্স।

06 Oct 2021, 07:30:20 PM IST

শক্তিশালী দল নিয়েই লড়াইয়ে আরসিবি

ইতিমধ্যেই প্লে-অফের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে। তাই বলে সানরাইজার্স হায়দরাবাদকে হালকাভাবে নিচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারা লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকার তাগিদেই পূর্ণ শক্তির দল নিয়ে সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে নামে। উল্লেখযোগ্য বিষয় হল, দু'দলই তাদের শেষ ম্যাচের অপরিবর্তিত প্রথম একাদশে মাঠে নামে।

06 Oct 2021, 07:12:12 PM IST

আরসিবির প্রথম একাদশ

আরসিবি চার বিদেশির কোটায় মাঠে নামায় ম্যাক্সওয়েল, ডি'ভিলিয়র্স, গার্টন ও ক্রিশ্চিয়ানকে।প্রথম একাদশ: বিরাট কোহলি (ক্যাপ্টেন), দেবদূত পাডিক্কাল, কেএস ভরত (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি'ভিলিয়র্স, ড্যান ক্রিশ্চিয়ান, জর্জ গার্টন, শাহবাজ আহমেদ, হার্ষাল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল ও মহম্মদ সিরাজ।

06 Oct 2021, 07:10:40 PM IST

হায়দরাবাদের প্রথম একাদশ

হায়দরাবাদ চার বিদেশির কোটায় মাঠে নামায় উইলিয়ামসন, জেসন রয়, হোল্ডার ও রশিদকে।প্লেয়িং ইলেভেন: জেসন রয়, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, আব্দুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও সিদ্ধার্থ কউল।

06 Oct 2021, 07:06:02 PM IST

টস জিতল আরসিবি

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে টস জিতল আরসিবি। টস জিতে ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান হায়দরাবাদকে। সুতরাং, আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাটিং সানরাইজার্সের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেয়ের ছবিতে এসকর্ট গার্ল লিখে পোস্টারিং, আন্তর্জাতিক টেনিস তারকার বিরুদ্ধে FIR বাবা - মা থাকেন না বাড়িতে, তাপপ্রবাহের মধ্যে রিলস বানাতে গিয়ে মৃত্যু কিশোরীর চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য, SC-তে মামলা চলাকালীনও মিলবে মাইনে চিতার মুখ থেকে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটারকে বাঁচিয়ে আনলেন পোষ্য কুকুর ‘খুব কাছাকাছি চলে এসেছে’, মাধ্যমিকের ফল কবে বেরোবে? মুখ খুললেন পর্ষদের কর্তা! ‘‌দুর্নীতিতে যুক্ত পিনারাই বিজয়ন, পদক্ষেপ করে না কেন্দ্র’‌, তোপ প্রিয়াঙ্কার দুর্নীতি ঢাকতে ২০১৬তেই OMR শিট সংরক্ষণের বিধি বদল? বিস্ফোরক অভিযোগ SSCর বিরুদ্ধে Video: পাটনায় রেলস্টেশনের কাছের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬, আহত ৩০ কাঞ্চনকে গাড়ি থেকে নামালেন কল্যাণ, হাসপাতালে ভর্তি ‘কচি বউ’ শ্রীময়ী, হলটা কী? চপার থেকে নামতেই পা জড়িয়ে ধরেন মহিলা, রাস্তায় চুমুও ছুড়লেন তরুণী, কী করলেন দেব

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.