বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RCB vs SRH: গোল্ডেন ডাক করেও ফুরফুরে মেজাজে, ভক্তদের উদ্দেশ্যে ফ্লাইং কিস কোহলির

RCB vs SRH: গোল্ডেন ডাক করেও ফুরফুরে মেজাজে, ভক্তদের উদ্দেশ্যে ফ্লাইং কিস কোহলির

কোহলির ফ্লাইং কিস।

শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কোহলি প্রথম বলেই শূন্য করে আউট হয়ে যান। তার টিমও চূড়ান্ত ব্যর্থ হয়। মাত্র ৬৮ রানে অল আউট হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচটি ৯ উইকেটে হারে তারা।

টানা জঘন্য পারফরম্যান্স। বড় রান তো দূরের কথা, এ বার আইপিএলে এখনও হাফসেঞ্চুরি করে উঠতে পারেননি কোহলি। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন। পরপর দু'ম্যাচে গোল্ডেন ডাক করে বসে রয়েছেন তিনি। তবু কোহলি রয়েছেন ফুরফুরে মেজাজে। হতাশার চিহ্নটুকু নেই। যা দেখে তাজ্জব ক্রিকেট মহল।

শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কোহলি প্রথম বলেই শূন্য করে আউট হয়ে যান। তার টিমও চূড়ান্ত ব্যর্থ হয়। মাত্র ৬৮ রানে অল আউট হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচটি ৯ উইকেটে হারে তারা। তাও ১২ ওভার বাকি থাকতে। তবে ম্যাচের শেষে কোহলি ভক্তদের উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দেন। যা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিষয়টি পছন্দ হয়নি ক্রিকেট মহলের। অনেকে আবার মনে করছেন, হয়তো হতাশ সমর্থকদের উদ্দীপ্ত করতেই এ ভাবে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছেন কোহলি।

আরও পড়ুন: কোহলিরা সব আয়ারাম আর গয়ারাম, ব্যাঙ্গালোরকে ৮ ওভারেই উড়িয়ে দিল হায়দরাবাদ

টস জিতে ব্যাঙ্গালোরকে ব্যাট করতে পাঠিয়েছিল হায়দরাবাদ। ১৬.১ ওভারে আরসিবি অল-আউট হয়ে যায় মাত্র ৬৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে সানরাইজার্স মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা ৮ ওভারে ৭২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭২ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে হায়দরাবাদ।

 

আরসিবির হয়ে সব থেকে বেশি ১৫ রান করেন সুয়াশ প্রভুদেশাই। এছাড়া ১২ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। বাকিরা কেউই দু'অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। শূন্য রানে আউট হন বিরাট কোহলি, অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিক। ফ্যাফ ডু'প্লেসি ৫, শাহবাজ আহমেদ ৭, হার্ষাল প্যাটেল ৪, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৮ এবং মহম্মদ সিরাজ ২ রান করে মাঠ ছাড়েন। ৩ রানে অপরাজিত থাকেন জোস হ্যাজেলউড।

হায়দরাবাদের হয়ে মার্কো জানসেন ২৫ রানে ৩ উইকেট নেন। ১০ রানে ৩টি উইকেট নিয়েছেন টি নটরাজন। ১২ রানে ২টি উইকেট দখল করেন জগদীশা সূচিথ। উমরান মালিক ও ভুবনেশ্বর কুমার ১টি করে উইকেট নিয়েছেন।

সানরাইজার্সের হয়ে ওপেন করতে নেমে নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন অভিষেক শর্মা। তিনি ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৭ রান করে হার্ষালের বলে আউট হন। কেন উইলিয়ামসন ১৬ ও রাহুল ত্রিপাঠী ৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হয়েছেন জানসেন।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের সাহায্য পাবেন কারা? জানুন ১৫ অক্টোবরের রাশিফল অনেক বাড়াবাড়ি হয়েছে! কানাডায় ‘অ্যাকশন’ ভারতের, আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি আকাশে উড়তেই বোঝা গেল বড় বিপদ! কলকাতগামী এয়ার ইন্ডিয়ার বিমান ফিরল দিল্লিতে 'গানের গলা অতটাও ভালো না…’ আলিয়ার গান গাওয়া নিয়ে কেন এমন বললেন করিনা? 'লাভ অ্যান্ড ওয়ার' কি সঙ্গমের রিমেক? এই প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জয় লীলা বানসালী দো পাত্তি: 'লেডি সিংঘম’ কাজল, ডবল রোলে কৃতি; শাহিরকে নিয়ে টানাটানি দুই যমজ বোনের 'যখন রতন টাটা বলেছিলেন এক লাখ টাকার ন্যানো বানাবো তখন, নীরবতা ভাঙলেন নীরা রাদিয়া ব্যাটার নাকি বোলার! ক্রিকেটে কাদের ভূমিকা বেশি? যুক্তি দিয়ে বোঝালেন গম্ভীর নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, তনিমা সেন বললেন… মঙ্গলে শক্তি বাড়বে নিম্নচাপের, বৃষ্টি চলবে বাংলা, প্রবল বর্ষণ ও ঝড় হবে কোথায়?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.