কত দ্রুত বদলাচ্ছে টি-২০ ক্রিকেট, চলতি আইপিএলই তার যথাযথ প্রমাণ। এবারের ইন্ডিয়ান প্রিমিয়র লিগে যেভাবে মুড়ি মুড়কির মতো রান সংগ্রহ করছেন ব্যাটসম্যানরা, তাতে বোলারদের জন্য দুঃখ হওয়াই স্বাভাবিক। যদিও ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম যে আইপিএলে বড়সড় প্রভাব ফেলেছে, সেটা অস্বীকার করার উপায় নেই।
একজন বাড়তি বোলার ব্যবহারের সুযোগও রয়েছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু হওয়ায়। তবে বাড়তি বিশেষজ্ঞ ব্যাটসম্যান থাকলে ব্য়াটিং ইউনিটের মেজাজ কত ডাকাবুকো হয়ে দাঁড়ায়, তা বোঝা যায় এবছর আইপিএলে।
২০ ওভারে ২০০ রান তোলা আইপিএলে অতি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি ২০০ রান তাড়া করে জয় তোলাও এখনও কঠিন নয় মোটেও। চলতি আইপিএলে ইতিমধ্যেই রেকর্ড সংখ্যক ইনিংসে ২০০ বা তারও বেশি রান উঠেছে। লিগের ৭০টি ম্যাচের মধ্যে ৩৫টি ইনিংসে ২০০ বা তারও বেশি রান উঠেছে। এই নিয়ে ১৬টি মরশুমে পা দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। আগের ১৫টি মরশুমের কোনওবারই এত বেশি সংখ্যাক ইনিংসে ২০০ বার তারও বেশি রান দেখা যায়নি।
আইপিএল ২০২৩-তে ২০০ রানের ইতিবৃত্ত:-
১. চলতি আইপিএলে প্রথমে ব্যাট করা দল মোট ২২ বার ২০০ রান তারও বেশি রানের ইনিংস গড়েছে।
২. রান তাড়া করা দল ২০০ বা তারও বেশি রান সংগ্রহ করেছে মোট ১৩ বার।
৩. এবছর মুম্বই ইন্ডিয়ান্স সব থেকে বেশি ৬ বার ২০০ রানের ইনিংস খেলে, যা একটি আইপিএলে কোনও একটি দলের সর্বকালীন রেকর্ড।
৪. মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের ইতিহাসে মোট ৫ বার ২০০ বা তারও বেশি রান তাড়া করতে নেমে জয় তুলে নেয়। যার মধ্যে তারা এবছরই ৪ বার এমন কৃতিত্ব দেখায়। টি-২০ ক্রিকেটে সব থেকে বেশিবার ২০০ বা তারও বেশি রান তাড়া করে জয় তুলে নেওয়ার যুগ্ম রেকর্ড গড়ে মুম্বই। এই কৃতিত্ব রয়েছে পিএসএল দল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সেরও।
আরও পড়ুন:- T20 ক্রিকেটে ৫০ টপকানোয় বয়সের থেকেও দ্রুত এগোচ্ছেন গিল, ভেঙে দিলেন বাবর-শেহজাদদের রেকর্ড
৫. মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখেড়ে স্টেডিয়ামে টানা ৫টি ইনিংসে ২০০ বা তারও বেশি রানের ইনিংস গড়ে তোলে। কোনও টুর্নামেন্টের একই মরশুমে কোনও দলের একটি মাঠে সব থেকে বেশিবার ২০০ টপকানোর সর্বকালীন রেকর্ড এটি।
৬. আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে এবছর টানা চারটি ম্যাচে ২০০ টপকানোর নজির গড়ে পঞ্জাব কিংস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।