বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > রিপোর্ট নেগেটিভ, সুস্থ নাইট ক্রিকেটার টিম সেফার্ত, বাড়ি ফেরার অপেক্ষায় কিউই উইকেটরক্ষক

রিপোর্ট নেগেটিভ, সুস্থ নাইট ক্রিকেটার টিম সেফার্ত, বাড়ি ফেরার অপেক্ষায় কিউই উইকেটরক্ষক

টিম সেফার্ত (ছবি; কেকেআর)

অবশেষে নাইট শিবিরে খুশির খবর, শেষ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে কেকেআর-এর অন্যতম সদস্য টিম সেফার্ত। তবে এই খবরে কেকেআর- এর মুখে যতটা না খুশি এনে দিয়েছে তার থেকে দ্বিগুন খুশি এসেছে নিউজিল্যান্ড শিবিরে।

অবশেষে নাইট শিবিরে খুশির খবর, শেষ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে কেকেআর-এর অন্যতম সদস্য টিম সেফার্ত। তবে এই খবরে কেকেআর- এর মুখে যতটা না খুশি এনে দিয়েছে তার থেকে দ্বিগুন খুশি এসেছে নিউজিল্যান্ড শিবিরে। কারণ সামনেই রয়েছে নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফর, তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাঠে নামবে কিউই বাহিনী, তাই দলের ক্রিকেটার সুস্থ হওয়ার খবরে খুশি হয়েছেন দলের প্রধান কোচ, গ্যারি স্টিড। 

টিম সেফার্ত নিজের সুস্থ হওয়ার খবর প্রথম জানিয়েছেন কিউই কোচকেই। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, ‘এই কিছুক্ষণ আগে টিম নিজেই আমায় এই খবর জানিয়েছেন। সত্যি এটাতেই ভাল লাগছে যে ওর টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে, আমার মনে হচ্ছে খুব তারাতারি ও ভারত থেকে ফেরার বিমান ধরবে।’

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড আরও জানিয়েছেন, ‘আমি জানিনা ওর নিউজিল্যান্ডে ফিরতে কতটা সময় লাগবে বা ও ভায়া কোথায় হয়ে ফিরবে, কিন্তু টিমের কাছে এটা ভাল খবর যে, যে কোনও ভাবেই হোক ওর শরীর সুস্থ হয়েছে, এখন বিষয় হল যে ও যেন আর না পজিটিভ হয়।’

২০২১ আইপিএল স্থগিত হওয়ার পরে দেশে ফেরার সময় করোনা রিপোর্ট পজিটিভ আসে নিউজিল্যান্ডের আক্রমণাত্মক উইকিপার-ব্যাটসম্যান টিম সেফার্তের। এরপর দেশে ফেরার বিমান ধরার আগেই তার বাড়ি ফেরার টিকিট বাতিল করা হয়। সেই সময় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে খবরের সত্যতা স্বীকার করে জানানো হয়, ‘সেফার্ত বিমানে চড়ার আগে ওর দু'টি আরটি-পিসিআর টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলস্বরূপ ওকে নিভৃতবাসে রাখা হয়েছে। খবর অনুযায়ী, ওর মাঝারি উপশম রয়েছে। ও সুস্থ হয়ে উঠলে ওকে নিউজিল্যান্ডে ফেরত পাঠানো হবে এবং দেশে ফিরে আবারও প্রয়োজনীয় ১৪ দিনের নিভৃতবাস কাটানোর পরেই ও পরিবারের সঙ্গে দেখা করতে পারবে।’ ভারতেই তাঁর চিকিৎসা চলছিল। 

অবশেষে তাঁর রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি এসেছে কিউই শিবিরে। এখন আক্রমণাত্মক উইকিপার-ব্যাটসম্যান টিম সেফার্তের অপেক্ষায় প্রহর গুনতে শুরু করেছে নিউজিল্যান্ড শিবির। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন