বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs LSG: একাই হারিয়ে দিচ্ছিলেন, সেই রিঙ্কুর ভূয়সী প্রশংসা LSG কোচের, বললেন ‘কমপ্লিট প্যাকেজ’

KKR vs LSG: একাই হারিয়ে দিচ্ছিলেন, সেই রিঙ্কুর ভূয়সী প্রশংসা LSG কোচের, বললেন ‘কমপ্লিট প্যাকেজ’

রিঙ্কু সিং ও অ্যান্ডি ফ্লাওয়ার। ছবি- এএফপি ও টুইটার

যেভাবে শেষ কয়েকটি ওভারে ব্যাটিং করেন রিঙ্কু সিং। তাতে লখনউয়ের টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাজ দেখা দেয়। ম্যাচ জিতে রিঙ্কুর প্রশংসায় ফ্লাওয়ার।

রিঙ্কু, রিঙ্কু, রিঙ্কু। শনিবার কলকাতা নাইট রাইডার্স ইনিংসের শেষের দিকে এই নামেই গর্জে ওঠে গোটা ইডেন গার্ডেন্স। শেষের দিকে ম্যাচ জেতার জন্য গর্জে ওঠে রিঙ্কু সিংয়ের ব্যাট। নাইট সমর্থকদের আশা জাগিয়ে ছিলেন তিনি। কারণ এর আগেও অসাধ্য সাধন করেছেন উত্তরপ্রদেশের এই ছেলে।‌ তবে শেষ তিন বলে ১৮ রানের দরকার হলে দুটো ছয় মারতে পারেন রিঙ্কু। কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হারলেও এই উঠতি প্রতিভাবান ক্রিকেটার নজর কেড়েছে সবার। বাদ যায়নি লখনউ সুপার জায়ান্টসের কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলে যান, রিঙ্কুর মধ্যে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার জন্য সব মশলা মজুত রয়েছে।

এই মরশুমের আইপিএল জুড়ে কলকাতা নাইট রাইডার্সের উজ্জল তারকা হিসাবে উঠে এসেছে রিঙ্কু সিংয়ের নাম। দলের খারাপ পারফম্যান্সের সময় নিজে একা হাতে লড়াই করেছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এক রানের ম্যাচ হেরে এই বছরের আইপিএল যাত্রা শেষ হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তবে রিঙ্কু উন্মাদনা ভক্তদের মধ্যে রয়ে গিয়েছে। তাঁর ধারাবাহিকভাবে রান করে যাওয়া। কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে ম্যাচ জিতিয়ে আনা। সব গুণাবলীর নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। রিঙ্কুর মধ্যে থাকা এই গুণাবলীই তাকে আন্তর্জাতিক ক্ষেত্রে মান্যতা দেবে বলে মনে করেন লখনউ সুপার জায়ান্টসের কোচ ফ্লাওয়ার।

ম্যাচের পরে তিনি বলেন, 'রিঙ্কু আবারও অসাধারণ একটা ম্যাচ খেলল। এই ম্যাচে আমরা ভালো জায়গায় ছিলাম। তবুও এখান থেকে যদি ওরা জিতে যেত তাহলে বলতেই হয় ব্যাপারটা আক্ষরিক অর্থে অসাধারণ হতো। আমি মনে করি রিঙ্কু শারীরিকভাবেও শক্তিশালী ক্রিকেটার। এর সঙ্গে সঙ্গেই রিঙ্কুর মধ্যে সাফল্যের খিদে রয়েছে মারাত্মকভাবে। ও কী করতে পারে সেই বিষয়ে নিজের প্রতি দৃঢ় আত্মবিশ্বাস রয়েছে। সব মিলিয়ে একটা পরিপূর্ণ প্যাকেজ রয়েছে রিঙ্কুর মধ্যে।'

এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, 'ভারতবর্ষের আনাচে-কানাচে অনেক ব্যাটিং প্রতিভা লুকিয়ে রয়েছে। রিঙ্কু এটা দেখিয়ে দিয়েছে ও চাপের মধ্যে থেকেও নিজের সেরাটা দিতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য একজন ক্রিকেটারের মধ্যে এই গুণাবলী থাকা প্রয়োজন। আমি মনে করি ও নিজের ভবিষ্যতের পথ খুঁজে পেয়েছে।'

১৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে কলকাতা নাইট রাইডার্স। ইনিংস বেশ ভালোভাবে শুরু করলেও মাঝের দিকে রান ওঠা কমে যায় নাইটদের। শেষের দিকে ওভার প্রতি রানের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। এই অবস্থায় মাঠে থেকে ৩৩ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন রিঙ্কু। তবে ১ রানে ম্যাচ হেরে যায় কেকেআর। এই হারের সঙ্গে সঙ্গে চলতি মরশুমে কলকাতার আইপিএল যাত্রা শেষ হয়েছে।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

বন্ধ করুন