গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন শেষ ওভারে বিশাল ২৯ রান করার পর ভারতে রাতারাতি তারকা হয়ে ওঠেন কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান রিঙ্কু সিং। সকলেই জানতে চায় যে কে রিঙ্কু সিং? সে কোথা থেকে এসেছে? তাঁর ইতিহাস কি? রিঙ্কুর দুর্দান্ত ব্যাটিংয়ে গুজরাটের চোয়াল থেকে জয় ছিনিয়ে নিয়ে এসেছিল কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কুর এই ইনিংসের পরে তাঁর ভক্তদের তালিকায় যোগ হয়েছে সুপারস্টার রজনীকান্তের নামও।
হ্যাঁ, রিঙ্কু সিংয়ের পাঁচ ছক্কার ইনিংসের পর তাঁর ভক্ত হয়ে উঠেছেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্তও। রিঙ্কু নিজেই এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলার পরে, রিঙ্কু সিং জিও সিনেমায় প্রচারিত শোতে জাহির খানের সঙ্গে আলাপচারিতা করেছিলেন। এই সময় তিনি বলেছিলেন যে গুজরাট টাইটানসের যশ দয়ালে পাঁচটি ছক্কা মারার পরে রজনীকান্ত স্যার নিজেই তাঁকে ফোন করেছিলেন।
আরও পড়ুন… পঞ্জাবের বিরুদ্ধে খেলা মন্থর পিচেই রাজস্থান যুদ্ধ, আবার কি স্পিনার বোঝাই করে নামবে KKR?
রিঙ্কু সিং বলেন, ‘ম্যাচের পর রজনীকান্ত স্যারের কাছ থেকে ফোন পেয়েছিলাম। তিনি বলেছিলেন যে আপনি যখন চেন্নাই ম্যাচ খেলতে আসবেন, আমি অবশ্যই আপনার সঙ্গে দেখা করব।’ আমরা আপনাকে জানিয়ে রাখি যে ১৪ মে চেন্নাইতে কেকেআরকে হোম টিম সিএসকে-র বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে হবে। তারপর রজনীকান্তের সঙ্গে দেখা করতে পারেন রিঙ্কু সিং। শাহরুখ খান সম্পর্কিত গল্পের কথা বলতে গিয়ে রিংকু সিং বলেছেন, ‘ম্যাচ জেতার পর দলের মালিক শাহরুখ খান বলেছিলেন লোকে ডাকলেও আমি কারোর বিয়েতে যাই না। সকলে ডাকতে থাকে কিন্তু আমি না করেদি তবে তোমার বিয়েতে এসে অনেক নাচবো।’
আরও পড়ুন… এখনও কি প্লে-অফে যেতে পারে DC? জেনে নিন কোন দলের সম্ভাবনা কতটা?
রিঙ্কু সিং-এর প্রশংসা করার জন্য, রজনীকান্ত ব্যক্তিগতভাবে কেকেআর-এর এই তারকাকে ফোন করেছিলেন। রজনীকান্তের সঙ্গে কিছু উৎসাহজনক কথা শেয়ার করেছেন রিঙ্কু সিং। রিঙ্কু সিং, যিনি ইংরেজি সেভাবে বলতে পারেন না বা বুঝতে পারেন না। ফোনে রজনীকান্তের বলা অনেক শব্দ বুঝতে পারেননি রিঙ্কু। তবে তিনি চেন্নাইতে সুপারস্টার অভিনেতার সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত। উল্লেখ্য যে রিঙ্কু সিং এই সপ্তাহান্তে চেন্নাইয়ে থাকবেন কারণ তার কলকাতা দল একটি গুরুত্বপূর্ণ ম্যাচে হোম টিমের মুখোমুখি হবে। কিন্তু দুর্ভাগ্যবশত, রজনীকান্ত সেই সময়ে চেন্নাইতে থাকতে পারবেন না কারণ তিনি তাঁর আসন্ন ছবি ‘লাল সালাম’-এর শুটিং করতে সম্প্রতি মুম্বই পৌঁছেছেন। যাইহোক, রজনীকান্ত আবারও প্রমাণ করেছেন যে তিনি তরুণ প্রতিভাকে উৎসাহিত করতে ব্যর্থ হন না, তারা যে ক্ষেত্রেই হোক না কেন।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।