ক্রিকেট বিশ্বে খেলোয়াড়দের তুলনা করাটা সাধারণ বিষয়। কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের তুলনাটা বাকি খেলোয়াড়দের তুলনায় একটু বেশি হয়ে থাকে, আর এই তুলনাটাও একটু অন্য মাত্রা পায়। কিছু সময়ের আগে পর্যন্তপাকিস্তানের প্রাক্তন খেলোয়াড়রা তাদের অধিনায়ক বাবর আজমের সঙ্গে বিরাট কোহলির তুলনা টানতেন। তবে এখন তারা মহম্মদ রিজওয়ান বনাম ঋষভ পন্ত এবং শাহিন আফ্রিদি বনাম জসপ্রীত বুমরাহকে নিয়ে তুলনা করতে শুরু করেছে। এই পর্বে নিজের মতামত দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার আকিব জাভেদ।
এআরওয়াই নিউজের স্পোর্টস শোতে আকিব জাভেদ বলেছিলেন,‘এই দিনগুলিতে পন্তের চেয়ে রিজওয়ান ভাল। পন্ত যে খুব দক্ষ খেলোয়াড় তাতে কোন সন্দেহ নেই কিন্তু রিজওয়ান যেভাবে দায়িত্ব নিচ্ছেন তাতে পন্ত অনেক পিছিয়ে। এটা প্রায়ই বলা হয় যে পন্ত একজন আক্রমনাত্মক খেলোয়াড়,কিন্তু আক্রমণাত্মক মানে কয়েকটি বড় শট মারা এবং আউট হয়ে যাওয়া নয়বরং ক্রিজে থাকা, লড়াই করা এবং খেলা শেষ করা।’
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবার শাহিন আফ্রিদি এবং জসপ্রীত বুমরাহকে নিয়েও তুলনা করেছিলেন।আকিব বলেছেন,‘এখন আমার মনে হয় জসপ্রীত বুমরাহের চেয়ে ভাল শাহিন আফ্রিদি। কারণ শাহিন যখন আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিলবুমরাহ ততদিনে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং সমালোচকরা বলত বুমরাহ টেস্ট,টি-টোয়েন্টিতে ভাল করছে। কিন্তু এখন শাহিন সেটা প্রমাণ করেছেন। সে আরও ভাল এবং বুমরাহের চেয়েও বেশি সম্ভাবনাময়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।