বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > CSK-এর বিরুদ্ধে নামার আগে বড় মোটিভেশন, বর্ষসেরা ৫ক্রিকেটারের মধ্যে MI-এর ২তারকা

CSK-এর বিরুদ্ধে নামার আগে বড় মোটিভেশন, বর্ষসেরা ৫ক্রিকেটারের মধ্যে MI-এর ২তারকা

রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে।

রোহিত এবং বুমরাহ ২০২১ সালে ইংল্যান্ড সফরে খুব ভালো পারফরম্যান্স করেছিলেন। লর্ডসে প্রতিকূল পরিস্থিতিতে রোহিত ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। প্রথম ইনিংসে ৯৯ রানে পিছিয়ে পড়ার পর ভারত ওভাল টেস্টে ঘুরে দাঁড়াতে পেরেছিল রোহিতের ১২৭ রানের সৌজন্যে। বুমরাহ আবার দুর্দান্ত বোলিং করে মোট ১৮ উইকেট নিয়েছিলেন।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স হাফ ডজন ম্যাচ হেরে বসে রয়েছে। সমালোচনা হচ্ছে রোহিত শর্মাকে নিয়ে। তবে বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা এবং দলের তারকা বোলার জসপ্রীত বুমরাহ কিন্তু বাড়তি মোটিভেশন পেয়ে গেলেন।

উইজডেনের বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় ভারত অধিনায়ক রোহিত এবং ফাস্ট বোলার বুমরাহ জায়গা করে নিয়েছেন। এছাড়াও এই তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে, ইংল্যান্ডের ফাস্ট বোলার অলি রবিনসন এবং দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের অধিনায়ক ডেন ভ্যান নাইকার্ক।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট আবার উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ২০২২ সংস্করণে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। ২০২১ সালে রুটের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এই সম্মান। জো রুট গত বছর ১৫ টেস্টে ৬১ গড়ে ১৭০৮ রান করেছিলেন। কিন্তু তাঁর অধিনায়কত্বে ইংল্যান্ড দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক, যার কারণে তিনি অধিনায়কত্ব থেকেও পদত্যাগ করেন।

আরও পড়ুন: ‘আমি কোথায় যাব?’ টুইট করে ধোঁয়াশা তৈরি করলেন MI-এর প্রাক্তন তারকা ধবল কুলকার্নি

আরও পড়ুন: বিরাট কোহলিকে পিছনে ফেলে রোহিত শর্মাকে ধরে ফেললেন ডেভিড ওয়ার্নার

রোহিত এবং বুমরাহ ২০২১ সালে ইংল্যান্ড সফরে খুব ভালো পারফরম্যান্স করেছিলেন। যার ফলে সিরিজে গুরুত্বপূর্ণ ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। লর্ডসে প্রতিকূল পরিস্থিতিতে রোহিত ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। প্রথম ইনিংসে ৯৯ রানে পিছিয়ে পড়ার পর ভারত ওভাল টেস্টে ঘুরে দাঁড়াতে পেরেছিল রোহিতের ১২৭ রানের সৌজন্যে। ওই সিরিজে ৫২ গড়ে রোহিত যে ৩৬৮ রান করেছিলেন, তা ভারতীয় দলের মধ্যে সর্বাধিক। বুমরাহ আবার দুর্দান্ত বোলিং করে মোট ১৮ উইকেট নিয়েছিলেন।

লর্ডসে খেলা অভিষেক ম্যাচেই ডাবল সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে। যার সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে তাঁর দল। ইংল্যান্ডের পেসার অলি রবিনসন ২৮ উইকেট নিয়েছিলেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.