বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > T20 তে এখন রোহিত-বিরাট অচল, সূর্যকুমার-যশস্বীকে দেখে বললেন প্রাক্তন নির্বাচক

T20 তে এখন রোহিত-বিরাট অচল, সূর্যকুমার-যশস্বীকে দেখে বললেন প্রাক্তন নির্বাচক

রোহিত শর্মা ও বিরাট কোহলি (ছবি-আইপিএল)

প্রকৃতপক্ষে, তরুণ ব্যাটসম্যান যশস্বী জসওয়াল ও সূর্যকুমার যাদব সম্পর্কে একটি টুইট করেছেন সাবা করিম। ভারতের প্রাক্তন উইকেটরক্ষক সাবা করিম জানিয়েছেন, ‘যখন কেউ যশস্বী এবং সূর্যের ব্যাটিং দেখেন, তখন এটি পরিষ্কার হয়ে যায় যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির চেয়ে অনেকটা এগিয়ে গিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট।’

রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জসওয়াল কেকেআর-এর বিরুদ্ধে খেলায় একটি ঝলমলে ইনিংস খেলে তাঁর দল রাজস্থান রয়্যালসকে ৯ উইকেটের বড় ব্যবধানে জয়ী করেছিল। এই ম্যাচে, যশস্বী জসওয়াল ১৩ বলে হাফ সেঞ্চুরি করে আইপিএলে ইতিহাস তৈরি করেছেন। আইপিএলে দ্রুততম পঞ্চাশ করে সকলকে অবাক করে দিয়েছেন তিনি। যশস্বী জসওয়ালের ঝোড়ো ইনিংস দেখে বিশেষজ্ঞ থেকে ভক্ত সকলেই তাঁর ভারতীয় দলে প্রবেশের দাবি তুলেছেন। এই পর্বে, যশস্বী জসওয়ালের প্রশংসা করে একটি বড় বক্তব্য দিয়েছেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক সাবা করিম। চলুন দেখে নেওয়া যাক সাবা করিম কী বললেন?

আরও পড়ুন… যখন মুহূর্তটা এল তখন ভাবলাম- কী নিয়ে বললেন কোহলি?

প্রকৃতপক্ষে, তরুণ ব্যাটসম্যান যশস্বী জসওয়াল সম্পর্কে একটি টুইট করেছেন সাবা করিম। ভারতের প্রাক্তন উইকেটরক্ষক সাবা করিম জানিয়েছেন, ‘যখন কেউ যশস্বী এবং সূর্যের ব্যাটিং দেখেন, তখন এটি পরিষ্কার হয়ে যায় যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির চেয়ে অনেকটা এগিয়ে গিয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট।’

আরও পড়ুন… ধরেই নিয়েছেন সচিনের রেকর্ড ভাঙবেন, বললেন কেমন লাগবে তখন

এর মাধ্যমে সাবা করিম বোঝাতে চেয়েছিলেন যে যশস্বী জসওয়াল ও সূর্যকুমার যাদবরা নাকি বর্তমানে রোহিত শর্মা ও বিরাট কোহলিরে থেকেও ভালো। তারা যশস্বী-সূর্য বর্তমানে অনেকটা এগিয়ে রয়েছে।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

দেখে নেওয়া যাক আইপিএল ২০২৩-এ এখনও পর্যন্ত রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশস্বীর পারফরম্যান্স কেমন হয়েছে। RCB দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এই মরশুমে ১১ ম্যাচে ৪২০ রান করেছেন, যার মধ্যে ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে। একই সময়ে, গুজরাট টাইটানসের ম্যাচের আগে পর্যন্ত রোহিত শর্মা এখনও পর্যন্ত ১১ ম্যাচে ১২৪ স্ট্রাইক রেটে ১৯১ রান করেছেন। যশস্বী জসওয়াল মোট ১২টি ম্যাচ খেলে ৫৭৫ রান করেছেন। বর্তমানে তিনি অরেঞ্জ ক্যাপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে সূর্যকুমার যাদব আইলিএল-এর চলতি মরশুমের প্রথমে ফর্ম না খুঁজে পেলেও, মরশুমের মাঝ পথ থেকেই ফর্ম খুঁজে পেয়েছেন। এবং নিজের ৩৬০ ডিগ্রির ব্যাটিংকে প্রদর্শন করছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন