বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs CSK: ব্যর্থ রুতুরাজের শতরান, যশস্বী-দুবের ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে দাপুটে জয় রাজস্থানের
দাপুটে জয় রাজস্থানের। ছবি- আইপিএল।

RR vs CSK: ব্যর্থ রুতুরাজের শতরান, যশস্বী-দুবের ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে দাপুটে জয় রাজস্থানের

সেঞ্চুরি করে কমলা টুপির দখল নেন রুতুরাজ গায়কোয়াড়।
  • ১৯ বলে হাফ-সেঞ্চুরি করেন যশস্বী জসওয়াল।
  • আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। চেন্নাই ইতিমধ্যেই প্লে-অফে জায়গা করে নিয়েছে। রাজস্থানের সামনে প্লে-অফের দৌড়ে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে। সুতরাং সঞ্জু স্যামসনদের কাছে এই ম্যাচটি কার্যত ডু-অর-ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছিল। শেষমেশ চেন্নাইয়ের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নেয় রাজস্থান রয়্যালস।

    02 Oct 2021, 11:43:14 PM IST

    ম্যাচের সেরা রুতুরাজ

    দল হারলেও অনবদ্য শতরানের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন চেন্নাই সুপার কিংসের রুতুরাজ গায়কোয়াড়। তিনি ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। প্রথম ক্রিকেটার হিসেবে চলতি আইপিএল ৫০০ রানের গণ্ডি টপকে যান রুতুরাজ।

    02 Oct 2021, 11:22:23 PM IST

    ৭ উইকেটে জয় রাজস্থানের

    চেন্নাইয়ের ৪ উইকেটে ১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৯০ রান তুলে নেয়। ব্যর্থ হয় রুতুরাজ গায়কোয়াড়ের দুরন্ত শতরান।

    02 Oct 2021, 11:20:47 PM IST

    দাপুটে জয় রাজস্থানের

    আবু ধাবির এই পিচে ১৯০ রান তাড়া করে জয় তুলে নেওয়া মোটেও সহজ কাজ নয়। তবে সেই কঠিন কাজটা নিতান্ত সহজে করে দেখাল রাজস্থান রয়্যালস। তারা ১৫ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শিবম দুবে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৪ রান করে নট-আউট থাকেন গ্লেন ফিলিপস।

    02 Oct 2021, 11:11:13 PM IST

    ৩ ওভারে দরকার ৪ রান

    জয়ের জন্য শেষ ৩ ওভারে রাজস্থানের দরকার ৪ রান। ১৭ ওভার শেষে রাজস্থান ১৮৬/৩। দুবে ৬১ ও ফিলিপস ১৩ রানে ব্যাট করছেন।

    02 Oct 2021, 11:02:36 PM IST

    স্যামসনকে ফেরালেন শার্দুল

    ১৬তম ওভারের চতুর্থ বলে সঞ্জু স্যামসনকে ফেরালেন শার্দুল ঠাকুর। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ২৮ রান করে গায়কোয়াড়ের হাতে দরা পড়েন রাজস্থান দলনায়ক। রাজস্থান ১৭০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস।

    02 Oct 2021, 11:00:58 PM IST

    ১৫ ওভারে রাজস্থান ১৬৫/২

    ১৫ ওভার শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলেছে। শিবম দুবে ৩৫ বলে ৫৪ রান করে অপরাজিত রয়েছেন। ২৩ বলে ২৮ রান করেছেন সঞ্জু স্যামসন। জয়ের জন্য ৫ ওভারে দরকার ২৫ রান।

    02 Oct 2021, 10:54:57 PM IST

    হাফ-সেঞ্চুরি দুবের

    ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি করেন শিবম দুবে। আইপিএলে এটি তাঁর প্রথম অর্ধশতরান। রাজস্থান ১৪ ওভারে ১৬০/২।

    02 Oct 2021, 10:48:15 PM IST

    ১৩ ওভারে রাজস্থান ১৫৩/২

    ১৩ ওভার শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেটে ১৫৩ রান তুলেছে। জয়ের জন্য ৭ ওভারে তাদের দরকার ৩৭ রান। শিবম দুবে ২৭ বলে ৪৭ রান করে অপরাজিত রয়েছেন। সঞ্জু স্যামসন ১৯ বলে ২৬ রান করে নট-আউট রয়েছেন।

    02 Oct 2021, 10:31:58 PM IST

    ১০ ওভার শেষে রাজস্থান রয়্যালস ১১৯/২

    ১০ ওভার শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেটের বিনিময়ে ১১৯ রান তুলেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৭১ রান। শিবম দুবে ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২৫ রান করে অপরাজিত রয়েছেন। ১৩ বলে ১৭ রান করে নট-আউট রয়েছেন সঞ্জু স্যামসন।

    02 Oct 2021, 10:16:12 PM IST

    প্রথম বলেই যশস্বীকে ফেরালেন আসিফ

    সপ্তাম ওভারে ধোনি বল তুলে দেন দীপক চাহারের পরিবর্তে দলে ঢোকা আসিফের হাতে। প্রথম বলেই তিনি তুলে নেন হাফ-সেঞ্চুরি করা যশস্বীর উইকেট। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২১ বলে ৫০ রান করে ধোনির দস্তানায় ধরা পড়েন যশস্বী। ক্রিজে নতুন ব্যাটসম্যান শিবম দুবে। ৭ ওভারে রাজস্থান ৮৯/২।

    02 Oct 2021, 10:11:01 PM IST

    লুইসকে ফেরালেন শার্দুল

    ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে লুইসকে ফেরালেন শার্দুল। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৭ রান করে হ্যাজেলউডের হাতে ধরা পড়েন লুইস। রাজস্থান ৭৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। পাওয়ার প্লে-র ৬ ওভারে রাজস্থান ৮১/১।

    02 Oct 2021, 10:07:07 PM IST

    ১৯ বলে হাফ-সেঞ্চুরি যশস্বীর

    ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্য়ে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূ৪ণ করেন যশস্বী জসওয়াল। পঞ্চম ওভারে হ্যাজেলউডের বলে পরপর ৬, ৬, ৪ ও ৬ রান সংগ্রহ করেন তিনি। রাজস্থান ৫ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেছে। যশস্বী ৫০ ও লুইস ১০ বলে ২৫ রান করে অপরাজিত রয়েছেন।

    02 Oct 2021, 09:55:41 PM IST

    ৩ ওভার শেষে রাজস্থান ৪১/০

    তৃতীয় ওভারে কারানের বলে ১৭ রান তোলে রাজস্থান। ১টি চার ও ১টি ছক্কা মারেন লুইস। ১টি চার মারেন যশস্বী। ৩ ওভার শেষে রাজস্থান ৪১/০। যশস্বী ২৭ ও লুইস ১৪ রানে ব্যাট করছেন।

    02 Oct 2021, 09:51:19 PM IST

    যশস্বীর ক্যাচ ছাড়লেন আম্বাতি

    দ্বিতীয় ওভারে হ্যাজেলউডের চতুর্থ বলে যশস্বীর ক্যাচ ছাড়েন আম্বাতি। সেই ওভারেই ৩টি বাউন্ডারি-সহ ১৬ রান তোলেন জসওয়াল। রাজস্থান ২ ওভারে ২৪/০। যশস্বী ১০ বলে ২২ রান করে অপরাজিত রয়েছেন। 

    02 Oct 2021, 09:47:18 PM IST

    রাজস্থানের রান তাড়া করা শুরু

    রাজস্থানের হয়ে ইনিংসের ওপেন করেত নামেন এভিন লুইস ও যশস্বী জসওয়াল। চেন্নাইয়ের হয়ে বোলিং শুরু করেন স্যাম কারান। প্রথম ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন যশস্বী।

    02 Oct 2021, 09:33:33 PM IST

    চেন্নাই ২০ ওভারে ১৮৯/৪

    চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য রাজস্থান রয়্যালসের দরকার ১৯০। আবু ধাবির পিচে এই লক্ষ্য তাড়া করে জয় তুলে নেওয়া নিঃসন্দেহ কঠিন কাজ।

    02 Oct 2021, 09:30:03 PM IST

    দুরন্ত সেঞ্চুরি রুতুরাজের

    ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করার জন্য ইনিংসের শেষ বলে ৫ রান দরকার ছিল রুতুরাজের। মুস্তাফিজুরের ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কে পৌঁছে যান রুতুরাজ। শেষ ওভারে ২২ রান ওঠে। জাদেজা ২টি চার ও ১টি ছক্কা মারেন। রুতুরাজ ৯টি টার ও ৫টি ছক্কার সাহায্যে ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। জাদেজা ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩২ রান করে নট-আউট থেকে যান।

    02 Oct 2021, 09:20:31 PM IST

    ১৯ ওভারে চেন্নাই ১৬৭/৪

    ১৯ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ৪ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলেছে। রুতুরাজ ৫৮ বলে ৯৫ রান করে অপরাজিত রয়েছেন। ১১ বলে ১৭ রান করেছেন জাদেজা।

    02 Oct 2021, 09:16:37 PM IST

    ১৮ ওভারে চেন্নাই ১৫৫/৪

    ১৮ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ৪ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলেছে। রুতুরাজ ৫৭ বলে ৯৩ রান করে অপরাজিত রয়েছেন। ৬ বলে ৮ রান করেছেন জাদেজা। 

    02 Oct 2021, 09:14:54 PM IST

    অরেঞ্জ ক্যাপ রুতুরাজের

    প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল ২০২১-এ ৫০০ রান পূর্ণ করলেন রুতুরাজ গায়কোয়াড়। সেই সঙ্গে লোকশ রাহুলের থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেন তিনি।

    02 Oct 2021, 09:06:12 PM IST

    আম্বাতিকে ফরালেন সাকারিয়া

    ১৭তম ওভারের দ্বিতীয় বলে আম্বাতির উইকেট তুলে নিলেন সাকারিয়া। ৪ বলে ২ রান করে ফিলিপসের হাতে ধরা পড়েন রায়াড়ু। চেন্নাই ১৩৪ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা।

    02 Oct 2021, 09:04:18 PM IST

    আকাশের ওভারে ১৭ রান তুলল চেন্নাই

    আকাশ সিংয়ের ১৬তম ওভারে ১৭ রান তোলে চেন্নাই সুপার কিংস। ২টি চার ও ১টি ছক্কা মারেন রুতুরাজ। ১৬ ওভার শেষে সিএসকে ১৩৩/৩। রুতুরাজ ৮০ রানে ব্যাট করছেন। 

    02 Oct 2021, 08:51:38 PM IST

    মইন আলি আউট

    ১৫তম ওভারে তেওয়াটিয়ার প্রথম ২ বলে জোড়া ছক্কা হাঁকান রুতুরাজ। তৃতীয় বলে ১ রান নেন তিনি। সেই ওভারেই চতুর্থ বলে মইন আলির উইকেট তুলে নেন তেওয়াটিয়া। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২১ রান করে স্টাম্প আউট হন মইন। চেন্নাই ১১৪ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আম্বাতি রায়াড়ু। ১৫ ওভার শেষে সিএসকে ১১৬/৩। রুতুরাজ ৬৫ রানে ব্যাট করছেন। তেওয়াটিয়া ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩৯ রানে ৩ উইকেট নিয়ে।

    02 Oct 2021, 08:44:41 PM IST

    হাফ-সেঞ্চুরি রুতুরাজের, ১৪ ওভারে চেন্নাই ১০০/২

    ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রুতুরাজ। সেই সঙ্গে চেন্নাই পৌঁছে যায় তিন অঙ্কে। ১৪ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ২ উইকেটের বিনিময়ে ১০০ রান তুলেছে।

    02 Oct 2021, 08:27:39 PM IST

    ১০ ওভারে চেন্নাই ৬৩/২

    ১০ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ২ উইকেটের বিনিময়ে ৬৩ রান তুলেছে। রুতুরাজ গায়কোয়াড় ৩১ বলে ৩২ রান করে অপরাজিত রয়েছেন। ৫ বলে ৩ রান করে নট-আউট রয়েছেন মইন আলি।

    02 Oct 2021, 08:18:24 PM IST

    রায়নার উইকেট তুলে নিলেন তেওয়াটিয়া

    নিজের প্রথম ওভারে বল করতে এসে ডু'প্লেসিকে আউট করেন তেওয়াটিয়া। এবার দ্বিতীয় ওভারে বল করতে এসে রায়নার উইকেট তুলে নিলেন তিনি। ৫ বলে ৩ রান করে দুবের হাতে ধরা পড়েন রায়না। ৮.৩ ওভারে ৫৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় সিএসকে। ক্রিজে নতুন ব্যাটসম্যান মইন আলি। ৯ ওভারে চেন্নাই ৫৯/২।

    02 Oct 2021, 08:08:32 PM IST

    তেওয়াটিয়া ফেরালেন ডু'প্লেসিকে

    সপ্তম ওভারের পঞ্চম বলে রাহুল তেওয়াটিয়া ফেরালেন ডু'প্লেসিকে। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৫ রান করে স্টাম্প আউট হন ডু'প্লেসি। চেন্নাই ৪৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সুরেশ রায়না। ৭ ওভারে চেন্নাই ৪৮/১।

    02 Oct 2021, 08:04:27 PM IST

    পাওয়ার প্লে-র ৬ ওভারে চেন্নাই ৪৪/০

    পাওয়ার প্লে-র ৬ ওভারে চেন্নাই কোনও উইকেট না হারিয়ে ৪৪ রান তুলেছে।

    02 Oct 2021, 07:55:51 PM IST

    ৫ ওভারে চেন্নাই ৩৪/০

    ৫ ওভার শেষে চেন্নাই সুপার কিংস বিনা উইকেটে ৩৪ রান তুলেছে। রুতুরাজ গায়কোয়াড় ১৬ বলে ১৮ রান করে অপরাজিত রয়েছেন। ফ্যাফ ডু'প্লেসি ব্যাট করছেন ১৪ বলে ১৬ রান করে।

    02 Oct 2021, 07:32:55 PM IST

    ম্যাচ শুরু

    চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু'প্লেসি। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন আকাশ সিং। প্রথম বলেই বাউন্ডারি মারেন রুতুরাজ। শেষ বলে আরও একটি ছক্কা মারেন তিনি। প্রথম ওভারে ১০ রান ওঠে।

    02 Oct 2021, 07:25:38 PM IST

    রাজস্থান প্রথম একাদশে চরটি রদবদল করে

    রাজস্থান বিদেশির কোটায় লিভিংস্টোন ও মরিসকে বসিয়ে জায়গা করে দেয় গ্লেন ফিলিপস ও ডেভিড মিলারকে। রিয়ান পরাগ ও কার্তিক ত্যাগীর বদলে তারা মাঠে নামায় আকাশ সিং ও মায়াঙ্ক মার্কান্ডেকে।

    02 Oct 2021, 07:24:08 PM IST

    রাজস্থানের প্রথম একাদশ

    রাজস্থান চার বিদেশির কোটায় মাঠে নামায় লুইস, গ্লেন ফিলিপস, ডেভিড মিলার ও মুস্তাফিজুরকে।রাজস্থানের প্লেয়িং ইলেভেন: যশস্বী জসওয়াল, এভিন লুইস, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটককিপার), গ্লেন ফিলিপস, শিবম দুবে, আকাশ সিং, রাহুল তেওয়াটিয়া, ডেভিড মিলার, মায়াঙ্ক মার্কান্ডে, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।

    02 Oct 2021, 07:20:34 PM IST

    চেন্নাইয়ের প্রথম একাদশ

    চেন্নাই চার বিদেশি ক্রিকেটারের কোটায় মাঠে নামায় ফ্যাফ ডু'প্লেসি, মইন আলি, স্যাম কারান ও জোস হ্যাজেলউডকে।চেন্নাইয়ের প্লেয়িং ইলেভেন: ফ্যাফ ডু'প্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কেএম আসিফ ও জোস হ্যাজেলউড।

    02 Oct 2021, 07:08:59 PM IST

    বিশ্রামে ব্র্যাভো ও চাহার

    চেন্নাই সুপার কিংস কার্যত নিয়মরক্ষার ম্যাচে বিশ্রাম দেয় ডোয়েন ব্র্যাভো ও দীপক চাহারকে। তারা পরিবর্তে মাঠে নামায় স্যাম কারান ও আসিফকে।

    02 Oct 2021, 07:05:12 PM IST

    টস জিতল রাজস্থান

    আবু ধাবিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে টস জিতল রাজস্থান রয়্যালস। টস জিতে রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসন প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান চেন্নাইকে। সুতরাং, টস হেরে শুরুতে ব্যাটিং সিএসকের।

    02 Oct 2021, 07:05:13 PM IST

    প্রথম লেগের ফলাফল

    ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর প্রথম লেগে রাজস্থান রয়্যালসকে ৪৫ রানে পরাজিত করে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে চেন্নাই ৯ উইকেটে ১৮৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ৯ উইকেটে ১৪৩ রানে আটকে যায়।

    রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

    ময়দান খবর

    Latest News

    ‘ভয়ের দরকার নেই, সরকার পাশে আছে’, সলমনের সঙ্গে দেখা করে আশ্বাস মুখ্যমন্ত্রীর পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে ধোঁয়াশা, বিজেপির ইস্তেহারে উল্লেখ নেই ‘ও নারী, আমি পুরুষ বলেই…’, শ্রাবন্তীকে ফের নায়িকা বাছতেই সাফাই দিলেন শুভ্রজিৎ রাম নবমীর দিনে করুন এই সহজ কাজ, দূর হবে জীবনের সমস্ত বাধা ৪৯ বলে সেঞ্চুরি নারিনের! ইডেনে ৮৪ তম ম্যাচে প্রথম শতরান কোনও KKR ব্যাটারের ভিডিয়ো- সল্টকে অনবদ্য কট অ্যান্ড বোল্ড আবেশের,তারপরেই সঞ্জুর ওপর নিলেন প্রতিশোধ! রামনবমী উপলক্ষ্যে সিসি ক্যামেরায় মুড়ছে ধর্মীয় স্থান, নির্দেশ জারি করল লালবাজার মেয়ের পা ধুইয়ে দিলেন, অষ্টমীতে কুমারী পুজো করলেন শিল্পা শেট্টি স্ত্রীর সঙ্গে বচসার জেরে ৩ সন্তানকে একের পর এক কুয়োয় ফেলে খুন, ধৃত ব্যক্তি সলমনের বাড়িতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সুরক্ষার আশ্বাস দিলেন পরিবারকে

    Latest IPL News

    ৪৯ বলে সেঞ্চুরি নারিনের! ইডেনে ৮৪ তম ম্যাচে প্রথম শতরান কোনও KKR ব্যাটারের ভিডিয়ো- সল্টকে অনবদ্য কট অ্যান্ড বোল্ড আবেশের,তারপরেই সঞ্জুর ওপর নিলেন প্রতিশোধ! অর্ধেক প্লেয়ার ইংরেজিই বোঝে না- RCB-র ব্যর্থতার গুরুতর দিকটি তুলে ধরলেন সেহওয়াগ ভারতীয় দল CSK-র মতো ড্যাডস আর্মি নয়, বুড়ো কার্তিককে T20 বিশ্বকাপে চান না ইরফান এক ঢিলে দুই পাখি, ইনস্টায় নির্মম রসিকতা কামিন্সের, নিশানায় ল্যাবুশান ও RCB-র মাঠ T20 WC-এর দলে থকাবেন হার্দিক? ২ ঘণ্টা বৈঠক রোহিত, দ্রাবিড়, আগরকরের- রিপোর্ট ‘ভাই তুই আর আমাদের জামা পরিস না’,কাকে মিনতি করলেন বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স! এয়ারপোর্টে ছেলের মুখ দেখালেন অনুষ্কা, রইল শর্ত! ভামিকা-অকায়কে নিয়ে দেশে ফিরলেন SRH-এর ২৮৭ নিয়ে হইচই, T20-তে এক ইনিংসে ৩০০-র বেশি রান তোলার নজির আছে জানেন কি? ‘সব দোষ একা হার্দিকের নয়’,ডাগ আউটে কোচ বাউচারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মনোজ

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.