আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। চেন্নাই ইতিমধ্যেই প্লে-অফে জায়গা করে নিয়েছে। রাজস্থানের সামনে প্লে-অফের দৌড়ে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে। সুতরাং সঞ্জু স্যামসনদের কাছে এই ম্যাচটি কার্যত ডু-অর-ডাই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছিল। শেষমেশ চেন্নাইয়ের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নেয় রাজস্থান রয়্যালস।
ম্যাচের সেরা রুতুরাজ
দল হারলেও অনবদ্য শতরানের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন চেন্নাই সুপার কিংসের রুতুরাজ গায়কোয়াড়। তিনি ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। প্রথম ক্রিকেটার হিসেবে চলতি আইপিএল ৫০০ রানের গণ্ডি টপকে যান রুতুরাজ।
৭ উইকেটে জয় রাজস্থানের
চেন্নাইয়ের ৪ উইকেটে ১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৯০ রান তুলে নেয়। ব্যর্থ হয় রুতুরাজ গায়কোয়াড়ের দুরন্ত শতরান।
দাপুটে জয় রাজস্থানের
আবু ধাবির এই পিচে ১৯০ রান তাড়া করে জয় তুলে নেওয়া মোটেও সহজ কাজ নয়। তবে সেই কঠিন কাজটা নিতান্ত সহজে করে দেখাল রাজস্থান রয়্যালস। তারা ১৫ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শিবম দুবে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৪ রান করে নট-আউট থাকেন গ্লেন ফিলিপস।
৩ ওভারে দরকার ৪ রান
জয়ের জন্য শেষ ৩ ওভারে রাজস্থানের দরকার ৪ রান। ১৭ ওভার শেষে রাজস্থান ১৮৬/৩। দুবে ৬১ ও ফিলিপস ১৩ রানে ব্যাট করছেন।
স্যামসনকে ফেরালেন শার্দুল
১৬তম ওভারের চতুর্থ বলে সঞ্জু স্যামসনকে ফেরালেন শার্দুল ঠাকুর। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ২৮ রান করে গায়কোয়াড়ের হাতে দরা পড়েন রাজস্থান দলনায়ক। রাজস্থান ১৭০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস।
১৫ ওভারে রাজস্থান ১৬৫/২
১৫ ওভার শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেটের বিনিময়ে ১৬৫ রান তুলেছে। শিবম দুবে ৩৫ বলে ৫৪ রান করে অপরাজিত রয়েছেন। ২৩ বলে ২৮ রান করেছেন সঞ্জু স্যামসন। জয়ের জন্য ৫ ওভারে দরকার ২৫ রান।
হাফ-সেঞ্চুরি দুবের
২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি করেন শিবম দুবে। আইপিএলে এটি তাঁর প্রথম অর্ধশতরান। রাজস্থান ১৪ ওভারে ১৬০/২।
১৩ ওভারে রাজস্থান ১৫৩/২
১৩ ওভার শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেটে ১৫৩ রান তুলেছে। জয়ের জন্য ৭ ওভারে তাদের দরকার ৩৭ রান। শিবম দুবে ২৭ বলে ৪৭ রান করে অপরাজিত রয়েছেন। সঞ্জু স্যামসন ১৯ বলে ২৬ রান করে নট-আউট রয়েছেন।
১০ ওভার শেষে রাজস্থান রয়্যালস ১১৯/২
১০ ওভার শেষে রাজস্থান রয়্যালস ২ উইকেটের বিনিময়ে ১১৯ রান তুলেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৭১ রান। শিবম দুবে ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২৫ রান করে অপরাজিত রয়েছেন। ১৩ বলে ১৭ রান করে নট-আউট রয়েছেন সঞ্জু স্যামসন।
প্রথম বলেই যশস্বীকে ফেরালেন আসিফ
সপ্তাম ওভারে ধোনি বল তুলে দেন দীপক চাহারের পরিবর্তে দলে ঢোকা আসিফের হাতে। প্রথম বলেই তিনি তুলে নেন হাফ-সেঞ্চুরি করা যশস্বীর উইকেট। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২১ বলে ৫০ রান করে ধোনির দস্তানায় ধরা পড়েন যশস্বী। ক্রিজে নতুন ব্যাটসম্যান শিবম দুবে। ৭ ওভারে রাজস্থান ৮৯/২।
লুইসকে ফেরালেন শার্দুল
ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে লুইসকে ফেরালেন শার্দুল। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৭ রান করে হ্যাজেলউডের হাতে ধরা পড়েন লুইস। রাজস্থান ৭৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। পাওয়ার প্লে-র ৬ ওভারে রাজস্থান ৮১/১।
১৯ বলে হাফ-সেঞ্চুরি যশস্বীর
৬টি চার ও ৩টি ছক্কার সাহায্য়ে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূ৪ণ করেন যশস্বী জসওয়াল। পঞ্চম ওভারে হ্যাজেলউডের বলে পরপর ৬, ৬, ৪ ও ৬ রান সংগ্রহ করেন তিনি। রাজস্থান ৫ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেছে। যশস্বী ৫০ ও লুইস ১০ বলে ২৫ রান করে অপরাজিত রয়েছেন।
৩ ওভার শেষে রাজস্থান ৪১/০
তৃতীয় ওভারে কারানের বলে ১৭ রান তোলে রাজস্থান। ১টি চার ও ১টি ছক্কা মারেন লুইস। ১টি চার মারেন যশস্বী। ৩ ওভার শেষে রাজস্থান ৪১/০। যশস্বী ২৭ ও লুইস ১৪ রানে ব্যাট করছেন।
যশস্বীর ক্যাচ ছাড়লেন আম্বাতি
দ্বিতীয় ওভারে হ্যাজেলউডের চতুর্থ বলে যশস্বীর ক্যাচ ছাড়েন আম্বাতি। সেই ওভারেই ৩টি বাউন্ডারি-সহ ১৬ রান তোলেন জসওয়াল। রাজস্থান ২ ওভারে ২৪/০। যশস্বী ১০ বলে ২২ রান করে অপরাজিত রয়েছেন।
রাজস্থানের রান তাড়া করা শুরু
রাজস্থানের হয়ে ইনিংসের ওপেন করেত নামেন এভিন লুইস ও যশস্বী জসওয়াল। চেন্নাইয়ের হয়ে বোলিং শুরু করেন স্যাম কারান। প্রথম ওভারে ৮ রান ওঠে। ১টি বাউন্ডারি মারেন যশস্বী।
চেন্নাই ২০ ওভারে ১৮৯/৪
চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য রাজস্থান রয়্যালসের দরকার ১৯০। আবু ধাবির পিচে এই লক্ষ্য তাড়া করে জয় তুলে নেওয়া নিঃসন্দেহ কঠিন কাজ।
দুরন্ত সেঞ্চুরি রুতুরাজের
ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করার জন্য ইনিংসের শেষ বলে ৫ রান দরকার ছিল রুতুরাজের। মুস্তাফিজুরের ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কে পৌঁছে যান রুতুরাজ। শেষ ওভারে ২২ রান ওঠে। জাদেজা ২টি চার ও ১টি ছক্কা মারেন। রুতুরাজ ৯টি টার ও ৫টি ছক্কার সাহায্যে ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। জাদেজা ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩২ রান করে নট-আউট থেকে যান।
১৯ ওভারে চেন্নাই ১৬৭/৪
১৯ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ৪ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলেছে। রুতুরাজ ৫৮ বলে ৯৫ রান করে অপরাজিত রয়েছেন। ১১ বলে ১৭ রান করেছেন জাদেজা।
১৮ ওভারে চেন্নাই ১৫৫/৪
১৮ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ৪ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলেছে। রুতুরাজ ৫৭ বলে ৯৩ রান করে অপরাজিত রয়েছেন। ৬ বলে ৮ রান করেছেন জাদেজা।
অরেঞ্জ ক্যাপ রুতুরাজের
প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল ২০২১-এ ৫০০ রান পূর্ণ করলেন রুতুরাজ গায়কোয়াড়। সেই সঙ্গে লোকশ রাহুলের থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নেন তিনি।
আম্বাতিকে ফরালেন সাকারিয়া
১৭তম ওভারের দ্বিতীয় বলে আম্বাতির উইকেট তুলে নিলেন সাকারিয়া। ৪ বলে ২ রান করে ফিলিপসের হাতে ধরা পড়েন রায়াড়ু। চেন্নাই ১৩৪ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা।
আকাশের ওভারে ১৭ রান তুলল চেন্নাই
আকাশ সিংয়ের ১৬তম ওভারে ১৭ রান তোলে চেন্নাই সুপার কিংস। ২টি চার ও ১টি ছক্কা মারেন রুতুরাজ। ১৬ ওভার শেষে সিএসকে ১৩৩/৩। রুতুরাজ ৮০ রানে ব্যাট করছেন।
মইন আলি আউট
১৫তম ওভারে তেওয়াটিয়ার প্রথম ২ বলে জোড়া ছক্কা হাঁকান রুতুরাজ। তৃতীয় বলে ১ রান নেন তিনি। সেই ওভারেই চতুর্থ বলে মইন আলির উইকেট তুলে নেন তেওয়াটিয়া। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২১ রান করে স্টাম্প আউট হন মইন। চেন্নাই ১১৪ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আম্বাতি রায়াড়ু। ১৫ ওভার শেষে সিএসকে ১১৬/৩। রুতুরাজ ৬৫ রানে ব্যাট করছেন। তেওয়াটিয়া ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ৩৯ রানে ৩ উইকেট নিয়ে।
হাফ-সেঞ্চুরি রুতুরাজের, ১৪ ওভারে চেন্নাই ১০০/২
৬টি বাউন্ডারির সাহায্যে ৪৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রুতুরাজ। সেই সঙ্গে চেন্নাই পৌঁছে যায় তিন অঙ্কে। ১৪ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ২ উইকেটের বিনিময়ে ১০০ রান তুলেছে।
১০ ওভারে চেন্নাই ৬৩/২
১০ ওভার শেষে চেন্নাই সুপার কিংস ২ উইকেটের বিনিময়ে ৬৩ রান তুলেছে। রুতুরাজ গায়কোয়াড় ৩১ বলে ৩২ রান করে অপরাজিত রয়েছেন। ৫ বলে ৩ রান করে নট-আউট রয়েছেন মইন আলি।
রায়নার উইকেট তুলে নিলেন তেওয়াটিয়া
নিজের প্রথম ওভারে বল করতে এসে ডু'প্লেসিকে আউট করেন তেওয়াটিয়া। এবার দ্বিতীয় ওভারে বল করতে এসে রায়নার উইকেট তুলে নিলেন তিনি। ৫ বলে ৩ রান করে দুবের হাতে ধরা পড়েন রায়না। ৮.৩ ওভারে ৫৭ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় সিএসকে। ক্রিজে নতুন ব্যাটসম্যান মইন আলি। ৯ ওভারে চেন্নাই ৫৯/২।
তেওয়াটিয়া ফেরালেন ডু'প্লেসিকে
সপ্তম ওভারের পঞ্চম বলে রাহুল তেওয়াটিয়া ফেরালেন ডু'প্লেসিকে। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৫ রান করে স্টাম্প আউট হন ডু'প্লেসি। চেন্নাই ৪৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সুরেশ রায়না। ৭ ওভারে চেন্নাই ৪৮/১।
পাওয়ার প্লে-র ৬ ওভারে চেন্নাই ৪৪/০
পাওয়ার প্লে-র ৬ ওভারে চেন্নাই কোনও উইকেট না হারিয়ে ৪৪ রান তুলেছে।
৫ ওভারে চেন্নাই ৩৪/০
৫ ওভার শেষে চেন্নাই সুপার কিংস বিনা উইকেটে ৩৪ রান তুলেছে। রুতুরাজ গায়কোয়াড় ১৬ বলে ১৮ রান করে অপরাজিত রয়েছেন। ফ্যাফ ডু'প্লেসি ব্যাট করছেন ১৪ বলে ১৬ রান করে।
ম্যাচ শুরু
চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ ডু'প্লেসি। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন আকাশ সিং। প্রথম বলেই বাউন্ডারি মারেন রুতুরাজ। শেষ বলে আরও একটি ছক্কা মারেন তিনি। প্রথম ওভারে ১০ রান ওঠে।
রাজস্থান প্রথম একাদশে চরটি রদবদল করে
রাজস্থান বিদেশির কোটায় লিভিংস্টোন ও মরিসকে বসিয়ে জায়গা করে দেয় গ্লেন ফিলিপস ও ডেভিড মিলারকে। রিয়ান পরাগ ও কার্তিক ত্যাগীর বদলে তারা মাঠে নামায় আকাশ সিং ও মায়াঙ্ক মার্কান্ডেকে।
রাজস্থানের প্রথম একাদশ
রাজস্থান চার বিদেশির কোটায় মাঠে নামায় লুইস, গ্লেন ফিলিপস, ডেভিড মিলার ও মুস্তাফিজুরকে।
রাজস্থানের প্লেয়িং ইলেভেন: যশস্বী জসওয়াল, এভিন লুইস, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটককিপার), গ্লেন ফিলিপস, শিবম দুবে, আকাশ সিং, রাহুল তেওয়াটিয়া, ডেভিড মিলার, মায়াঙ্ক মার্কান্ডে, চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান।
চেন্নাইয়ের প্রথম একাদশ
চেন্নাই চার বিদেশি ক্রিকেটারের কোটায় মাঠে নামায় ফ্যাফ ডু'প্লেসি, মইন আলি, স্যাম কারান ও জোস হ্যাজেলউডকে।
চেন্নাইয়ের প্লেয়িং ইলেভেন: ফ্যাফ ডু'প্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), শার্দুল ঠাকুর, কেএম আসিফ ও জোস হ্যাজেলউড।
বিশ্রামে ব্র্যাভো ও চাহার
চেন্নাই সুপার কিংস কার্যত নিয়মরক্ষার ম্যাচে বিশ্রাম দেয় ডোয়েন ব্র্যাভো ও দীপক চাহারকে। তারা পরিবর্তে মাঠে নামায় স্যাম কারান ও আসিফকে।
টস জিতল রাজস্থান
আবু ধাবিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর ফিরতি ম্যাচে টস জিতল রাজস্থান রয়্যালস। টস জিতে রাজস্থান দলনায়ক সঞ্জু স্যামসন প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান চেন্নাইকে। সুতরাং, টস হেরে শুরুতে ব্যাটিং সিএসকের।
প্রথম লেগের ফলাফল
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২১-এর প্রথম লেগে রাজস্থান রয়্যালসকে ৪৫ রানে পরাজিত করে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে চেন্নাই ৯ উইকেটে ১৮৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ৯ উইকেটে ১৪৩ রানে আটকে যায়।