বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs CSK: ব্যাট হাতে ম্যাচ জেতালেন অশ্বিন, চেন্নাইকে হারিয়ে সরাসরি কোয়ালিফায়ারে রাজস্থান
রবিচন্দ্রন অশ্বিন। ছবি- আইপিএল।

RR vs CSK: ব্যাট হাতে ম্যাচ জেতালেন অশ্বিন, চেন্নাইকে হারিয়ে সরাসরি কোয়ালিফায়ারে রাজস্থান

ব্যর্থ হয় মইন আলির দুর্দান্ত লড়াই। অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন যশস্বী জসওয়াল।

হারলেও প্লে-অফে যাওয়ার সুযোগ থাকত রাজস্থান রয়্যালসের সামনে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে নিতান্ত ভরাডুবির মুখে না পড়লে সঞ্জু স্যামসনদের শেষ চারে যাওয়া আটকাত না। তবু রাজস্থানের কাছে চেন্নাই ম্যাচটি বাড়তি গুরুত্বপূর্ণ ছিল অন্য কারণে। এই ম্যাচে জিতলে নেট রান-রেটের নিরিখে লখনউকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ ছিল রয়্যালসের সামনে, যে সুযোগটাকে তারা যথাযথ কাজে লাগায়। এক্ষেত্রে চেন্নাইকে হারিয়ে সরাসরি প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামার সুযোগ পেয়ে যায় রাজস্থান। অর্থাৎ, ফাইনালে ওঠার জন্য প্রয়োজনে দু'টি ম্যাচে লড়াই চালানোর সুযোগ পাবে রয়্যালস।

20 May 2022, 11:37:30 PM IST

ম্যাচের সেরা অশ্বিন

প্রথমে বল হাতে ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট, পরে ব্যাট হাতে ২৩ বলে অপরাজিত ৪০ রান। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রবিচন্দ্রন অশ্বিন।

20 May 2022, 11:27:32 PM IST

কোয়ালিফায়ারে রাজস্থান

চেন্নাই সুপার কিংসের ৬ উইকেটে ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৯.৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫১ রান তুলে নেয়। অশ্বিন ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১০ রান করে নট-আউট থাকেন রিয়ান পরাগ। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্বের অভিযান শেষ করে রাজস্থান। ফলে তারা গুজরাটের সঙ্গে প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামার যোগ্যতা অর্জন করে।

20 May 2022, 11:09:42 PM IST

৫ উইকেট জয় রাজস্থানের

৬ বলে য়ের জন্য রাজস্থানের দরকার ছিল ৭ রান। পথিরানার প্রথম বলে গেল-বাই হিসেবে ১ রান আসে। দ্বিতীয় বলে ৪ মারেন অশ্বিন। তৃতীয় বলে ১ রান নিয়ে স্কোর লেভেল করেন রবিচন্দ্রন। ৩ বলে ১ রান দরকার ছিল রাজস্থানের। চতুর্থ বলে কোনও রান ওঠেনি। পঞ্চম বল করতে গিয়ে পথিনারা ওয়াইড বল করে বসেন। রাজস্থান ২ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় তুলে নেয়।

20 May 2022, 11:06:19 PM IST

শেষ ওভারে ৭ রান দরকার রাজস্থানের

জয়ের জন্য শেষ ওভারে ৭ রান দরকার রাজস্থান রয়্যালসের। ১৯ ওভার শেষে রয়্যালসের স্কোর ৫ উইকেটে ১৪৪ রান। অশ্বিন ২১ বলে ৩৫ রান করেছেন। ৮ বলে ১০ রান করেছেন পরাগ।

20 May 2022, 10:59:28 PM IST

২ ওভারে ১৯ রান দরকার রাজস্থানের

জয়ের জন্য শেষ ২ ওভারে ১৯ রান দরকার রাজস্থান রয়্যালসের। ১৮ ওভার শেষে রয়্যালসের স্কোর ৫ উইকেটে ১৩২ রান। অশ্বিন ১৭ বলে ২৫ রান করেছেন। ৬ বলে ৮ রান করেছেন পরাগ।

20 May 2022, 10:49:39 PM IST

হেতমায়ের আউট

১৬.২ ওভারে সোলাঙ্কির বলে কনওয়ের হাতে ধরা পড়েন শিমরন হেতমায়ের। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান তারকা। রাজস্থান ১১২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন রিয়ান পরাগ। ১৭ ওভার শেষে রাজস্থানের স্কোর ৫ উইকেটে ১১৯ রান। অশ্বিন ১৫ বলে ২১ রান সংগ্রহ করেছেন। ২টি ছক্কা মেরেছেন অশ্বিন।

20 May 2022, 10:42:35 PM IST

যশস্বী আউট

১৪.৫ ওভারে প্রশান্ত সোলাঙ্কির বলে পথিরানার হাতে ধরা পড়েন যশস্বী। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৫৯ রান করে মাঠ ছাড়েন জসওয়াল। রাজস্থান ১০৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন শিমরন হেতমায়ের। অশ্বিন ১১ বলে ১৩ রান করেছেন।

20 May 2022, 10:37:28 PM IST

হাফ-সেঞ্চুরি যশস্বীর

৮টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী জসওয়াল। ১৪ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৩ উইকেটে ৯৪ রান।

20 May 2022, 10:26:11 PM IST

পাডিক্কাল আউট

১১.২ ওভারে দেবদূত পাডিক্কালকে বোল্ড করেন মইন আলি। ৯ বলে ৩ রান করে মাঠ ছাড়েন দেবদূত। রাজস্থান ৭৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন রবিচন্দ্রন অশ্বিন। ১২ ওভার শেষে রাজস্থানের স্কোর ৩ উইকেটে ৮০ রান। ৮টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ৪৭ রান করেছেন জসওয়াল।

20 May 2022, 10:15:08 PM IST

স্যামসন আউট

৮.৩ ওভারে নিজের বলেই স্যামসনের অনবদ্য ক্যাচ ধরেন মিচেল স্যান্টনার। ২টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন রাজস্থান দলনায়ক। রয়্যালস ৬৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন পাডিক্কাল। ৯ ওভারে রাজস্থানের স্কোর ২ উইকেটে ৭১ রান।

20 May 2022, 09:59:52 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৫২

পাওয়ার প্লে-র ৬ ওভারে রাজস্থান রয়্যালসের স্কোর ১ উইকেটে ৫২ রান। ৭টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ৩২ রান করেছেন যশস্বী। স্যামসন ১২ বলে ১৩ রান করেছেন।

20 May 2022, 09:52:40 PM IST

৪ ওভারে রাজস্থানের স্কোর ১ উইকেটে ৩৭

৪ ওভার শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১ উইকেটে ৩৭ রান। ১৪ বলে ২৬ রান করেছেন যশস্বী জসওয়াল। ৫ বলে ৮ রান করেছেন সঞ্জু স্যামসন।

20 May 2022, 09:42:17 PM IST

বাটলার আউট

১.৪ ওভারে সিমরজিৎ সিংয়ের বলে মইন আলির হাতে ধরা পড়েন জোস বাটলার। ৫ বলে ২ রান করে মাঠ ছাড়েন ব্রিটিশ তারকা। রাজস্থান ১৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন সঞ্জু স্যামসন।

20 May 2022, 09:36:16 PM IST

রাজস্থানের রান তাড়া করা শুরু

রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নামেন যশস্বী জয়ওয়াল ও জোস বাটলার। চেন্নাইয়ের হয়ে বোলিং শুরু করেন মুকেশ চৌধরী। প্রথম ২ বলে জোড়া বাউন্ডারি মেরে ইনিংস শুরু করেন জসওয়াল। প্রথম ওভারে ১১ রান ওঠে।

20 May 2022, 09:18:55 PM IST

২০ ওভারে চেন্নাইয়ের স্কোর ৬ উইকেটে ১৫০

নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সুপার কিংস ৬ উইকেটের বিনিময়ে ১৫০ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য রাজস্থানের দরকার ১৫১ রান। সিমরজিৎ ৩ বলে ৩ রান করে অপরাজিত থাকেন। ২ বলে ১ রান করে নট-আউট থাকেন মিচেল স্যান্টনার। চাহাল ও ম্যাকয় ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট দখল করেন অশ্বিন ও বোল্ট।

20 May 2022, 09:14:14 PM IST

মইন আলি আউট

১৯.১ ওভারে ম্যাকয়ের বলে রিয়ান পরাগের হাতে ধরা পড়েন মইন আলি। ১৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ৯৩ রান করে মাঠ ছাড়েন মইন। চেন্নাই ১৪৬ রানে ৬ উইকেট হারায়।

20 May 2022, 09:12:43 PM IST

ধোনি আউট

১৮.৬ ওভারে চাহালের বলে বাটলারের হাতে ধরা পড়েন মহেন্দ্র সিং ধোনি। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন ধোনি। চেন্নাই ১৪৬ রানে ৫ উইকেট হারায়।

20 May 2022, 09:05:51 PM IST

১৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৪ উইকেটে ১৩৬

১৮ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৪ উইকেটে ১৩৬ রান। ৫৩ বলে ৮৭ রান করেছেন মইন আলি। ধোনি ২৫ বলে ২৩ রান করেছেন।

20 May 2022, 08:50:21 PM IST

১৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৪ উইকেটে ১১৭

১৫ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৪ উইকেটে ১১৭ রান। ৪৩ বলে ৭৮ রান করেছেন মইন আলি। ধোনি ১৭ বলে ১৩ রান করেছেন।

20 May 2022, 08:41:56 PM IST

ফের জীবনদান পেলেন ধোনি

১২.২ ওভারে ওবেদ ম্যাকয়ের বলে ধোনির ক্যাচ ছাড়েন সঞ্জু। ১৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৪ উইকেটে ১০৮ রান। ৩৭ বলে ৭৬ রান করেছেন মইন আলি। ধোনি ১১ বলে ৬ রান করেছেন।

20 May 2022, 08:26:40 PM IST

আম্বাতি আউট

১০.২ ওভারে চাহালের বলে পাডিক্কালের হাতে ধরা পড়েন আম্বাতি। ৬ বলে ৩ রান করেন তিনি। চেন্নাই ৯৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন মহেন্দ্র সিং ধোনি। মাঠে নেমেই স্যামসনের হাত থেকে জীবনদান পান মাহি। ১১ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৪ উইকেটে ৯৬ রান। ৩২ বলে ৭১ রান করেছেন মইন।

20 May 2022, 08:18:33 PM IST

জগদীশানকে সাজঘরে ফেরালেন ম্যাকয়

৮.৪ ওভারে ম্যাকয়ের বলে রিয়ান পরাগের হাতে ধরা পড়েন নারায়ন জদগদীশান। ৪ বলে ১ রান করেন তিনি। চেন্নাই ৮৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন আম্বাতি।

20 May 2022, 08:11:15 PM IST

কনওয়ে আউট

৭.৩ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হন ডেভন কনওয়ে। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ১৬ রান করে মাঠ ছাড়েন কনওয়ে। চেন্নাই ৮৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন জগদীশান। ৮ ওভারে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৮৭ রান। মইন আলি ২৭ বলে ৬৭ রান করেছেন।

20 May 2022, 08:00:40 PM IST

১৯ বলে হাফ-সেঞ্চুরি মইন আলির

পঞ্চম ওভারে অশ্বিনের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন মইন আলি। ষষ্ঠ ওভারে বোল্টের বলে ১টি ছয় ও ৫টি চার মারেন তিনি। মইন ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। পাওয়ার প্লে-র ৬ ওভারে চেন্নাই ১ উইকেটে ৭৫ রান সংগ্রহ করেছে। মইন ১০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২১ বলে ৫৯ রান করেছেন। ৯ বলে ১৪ রান করেছেন কনওয়ে।

20 May 2022, 07:51:06 PM IST

প্রসিধের ওভারে ১৮ রান তোলে চেন্নাই

চতুর্থ ওভারে প্রসিধ কৃষ্ণার বলে ৩টি চার ও ১টি ছক্কা মারেন মইন আলি। ওভারে ১৮ রান ওঠে। ৪ ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ ১ উইকেটে ৩৩ রান।

20 May 2022, 07:44:36 PM IST

৩ ওভারে চেন্নাইয়ের সংগ্রহ ১ উইকেটে ১৫

৩ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের সংগ্রহ ১ উইকেটে ১৫ রান। ডেভন কনওয়ে ৮ বলে ১৩ রান করেছেন।

20 May 2022, 07:42:43 PM IST

এটাই কি ধোনির শেষ ম্যাচ?

পরের আইপিএলেও কি মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি? জবাব দিলেন নিজেই। বিস্তারিত পড়ুন:- CSK-র জার্সিতে এটাই কি শেষ ম্যাচ? ধোনির জবাবে তুমুল আলোড়ন ক্রিকেটমহলে: ভিডিয়ো

20 May 2022, 07:35:10 PM IST

প্রথম ওভারেই আউট রুতুরাজ

চেন্নাইয়ের হয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। রাজস্থানের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ড। ওভারের শেষ বলে সঞ্জু স্যামসনের হাতে ধরা পড়েন রুতুরাজ। ৬ বলে ২ রান করে মাঠ ছাড়েন গায়কোয়াড়। ব্যাট হাতে মাঠে আসেন মইন আলি।

20 May 2022, 07:16:05 PM IST

রাজস্থানের প্রথম একাদশ

যশস্বী জসওয়াল, জোস বাটলার, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), দেবদূত পাডিক্কাল, শিমরন হেতমায়ের, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রসিধ কৃষ্ণা ও ওবেদ ম্যাকয়।

20 May 2022, 07:14:06 PM IST

চেন্নাইয়ের প্রথম একাদশ

ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, এন জগদীশান, আম্বাতি রায়াড়ু, মিচেল স্যান্টনার, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, মাথিসা পথিরানা ও মুকেশ চৌধরী।

20 May 2022, 07:07:21 PM IST

টস জিতলেন ধোনি

চলতি আইপিএলে নিজেদের শেষ ম্যাচে টস জিতল চেন্নাই সুপার কিংস। টস জিতে মহেন্দ্র সিং ধোনি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ব্র্য়াবোর্ন স্টেডিয়ামে রান তাড়া করবে রাজস্থান। 

20 May 2022, 06:50:37 PM IST

মাইলস্টোনের সামনে স্যামসন

চেন্নাইয়ের বিরুদ্ধে ৫৮ রান করলে রাজস্থান রয়্যালসের হয়ে ৩০০০ রানের মাইলস্টোন ছোঁবেন সঞ্জু স্যামসন। সেক্ষেত্রে রাহানের (৩০৯৮) পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রাজস্থান রয়্যালসের জার্সিতে এমন কৃতিত্ব অর্জন করবেন তিনি।

20 May 2022, 06:35:06 PM IST

রাজস্থানের নজর কোয়ালিফায়ারে

চেন্নাই সুপার কিংসকে হারালে প্লে-অফ নিশ্চিত। সেই সঙ্গে নেট রান-রেটের নিরিখে প্রথম দুইয়ে থাকারও সম্ভাবনা রয়েছে সঞ্জু স্যামসনদের। দ্বিতীয় স্থানে থাকতে পারলে গুজরাট টাইটানসের বিরুদ্ধে সরাসরি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামার সুযোগ পাওয়া যাবে। স্বাভাবিকভাবেই রয়্যালস পাখির চোখ করছে কোয়ালিফায়ারকেই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কেমন কাটবে আগামিকাল? লক্ষ্মীবারে ভাগ্য প্রসন্ন হবে? জেনে নিন ২৫ এপ্রিলের রাশিফল ছিল ২৫ হাজার কোটির ব্যাঙ্ক দুর্নীতির অভিযোগ, EOWর ক্লিনচিট অজিত পত্নী সুনেত্রাকে বলেছিল, ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে: শুভেন্দু অধিকারী ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি 5 ওভার শেষে Delhi Capitals-র স্কোর 43/2 মমতা বন্দ্যোপাধ্যায় কি রোহিঙ্গা? প্রশ্ন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ‘‌বিজেপির ১০ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায়’‌, বিস্ফোরক দাবি অভিষেকের গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? শামি 'আদ্যোপান্ত দুশ্চরিত্র'! অন্য 'মহিলাদের পিছনে ছুকছুক করতেন'! বেফাঁস হাসিন

Latest IPL News

ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.