বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ৬,৪,৪,৪,৪,৪: বোল্টের ওভারের সব বল বাউন্ডারির বাইরে, মাত্র ১৯ বলে হাফ-সেঞ্চুরি মইন আলির

৬,৪,৪,৪,৪,৪: বোল্টের ওভারের সব বল বাউন্ডারির বাইরে, মাত্র ১৯ বলে হাফ-সেঞ্চুরি মইন আলির

মইন আলি। ছবি- পিটিআই (PTI)

প্রথম ৪ বলে খাতা খুলতে পারেননি মইন আলি। পরের ১৫ বলে ৫১ রান সংগ্রহ করেন CSK-র ব্রিটিশ তারকা। 

ম্যাচের প্রথম ওভারে ট্রেন্ট বোল্টের শেষ বলে রুতুরাজ গায়কোয়াড় আউট হতে ব্যাট হাতে মাঠে নামেন মইন আলি। প্রসিধ কৃষ্ণার দ্বিতীয় ওভারে ৪টি বল খেলেন মইন। কোনও রান সংগ্রহ করতে পারেননি তিনি। তৃতীয় ওভারে কোনও বল খেলার সুযোগ পাননি মইন। চতুর্থ ওভারে প্রসিধ কৃষ্ণার প্রথম বলে চার মেরে খাতা খোলেন ব্রিটিশ তারকা।

সেই শুরু, তার পরে রাজস্থান বোলারদের ত্রাস হয়ে দেখা দেন মইন। চতুর্থ ওভারে প্রসিধের বলে ৩টি চার ও ১টি ছক্কা-সহ মোট ১৮ রান সংগ্রহ করেন তিনি। পঞ্চম ওভারে অশ্বিনের বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন আলি। ষষ্ঠ ওভারে ট্রেন্ট বোল্টের ৬টি বলকেই বাউন্ডারির বাইরে পাঠিয়ে ২৬ রান সংগ্রহ করেন তিনি। প্রথম বলে ছক্কা মারেন। পরের ৫টি বলে ৫টি চার মারেন মইন। সুতরাং, সেই ওভারের ৬টি বলে ৬, ৪, ৪, ৪, ৪ ও ৪ রান ওঠে।

রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন

বোল্টের এক ওভারে মইল আলির ২৬ রান তোলার ভিডিয়ো দেখতে ক্লিক করুন:- https://www.iplt20.com/video/45678/1-over---26-runs-moeen-ali-goes-bang-vs-boult

সব মিলিয়ে মাত্র ১৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মইন আলি। ৫০ রানে পৌঁছতে তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। সুতরাং, প্রথম ৪টি ডট বল বাদ দিলে মইন ৫১ রান সংগ্রহ করেন ১৫টি বলে।

ইনিংসের মাঝে একসময় ১৯টি বলে মইন সংগ্রহ করেন যথাক্রমে ৪, ৪, ০, ৬, ৪, ০, ৪, ০, ৪, ৬, ১, ৬, ৪, ৪, ৪, ৪, ৪, ১, ৪ রান। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে সব থেকে কম ১৬ বলে হাফ-সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে রায়নার। মইন আলি ১৯ বলে হাফ-সেঞ্চুরি করে সেই তালিকার দ্বিতীয় স্থানে নাম লিখিয়ে নেন। শেষমেশ ১৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ৯৩ রান করে মাঠ ছাড়েন মইন। নিশ্চিত শতরান হাতছাড়া করেন তিনি।

বন্ধ করুন