দুই তরুণ ক্রিকেটার - দু'জনেই দলের অধিনায়ক। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই উইকেটরক্ষক-অধিনায়কদের লড়াইয়ে নামতে চলেছেন রাজস্থান রয়্যালয় এবং দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে সহজ পেয়েছে দিল্লি। সেই মহারণে Dream 11-এ খেলোয়াড় কাদের বাছাই করবেন, সেই সংক্রান্ত টিপস দেখে নিন -
প্রথম বিকল্প
সঞ্জু স্যামসন, ঋষভ পন্ত, জোস বাটলার, শিখর ধাওয়ান, পৃথ্বী শ, রিয়ান পরাগ, ক্রিস মরিস, মার্কাস স্টইনিস, কাগিসো রাবাডা, রবিচন্দ্রন অশ্বিন এবং মুস্তাফিজুর রহমান।
অধিনায়ক : ঋষভ পন্ত।
সহ-অধিনায়ক : রিয়ান পরাগ।
আইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখতে এখানে চোখ রাখুন
দ্বিতীয় বিকল্প
সঞ্জু স্যামসন, ঋষভ পন্ত, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, ডেভিড মিলার, পৃথ্বী শ, শিমরন হেতমায়ার, ক্রিস মরিস, রবিচন্দ্রন অশ্বিন, মুস্তাফিজুর রহমান এবং জয়দেব উনাদকট।
অধিনায়ক : শিখর ধাওয়ান।
সহ-অধিনায়ক : পৃথ্বী শ।
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ
মনন ভোরা, জোস বাটলার, সঞ্জু স্যামসন, ডেভিভ মিলার, শিবম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকট, চেতন সাকারিয়া এবং মুস্তাফিজুর রহমান।
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ
পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, অজিঙ্কা রাহানে, মার্কাস স্টইনিস, ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, শিমরন হেতমায়ার, টম কারান এবং আবেশ খান।