RR vs DC: জ্বলে উঠলেন IPL-র সবথেকে দামী খেলোয়াড়, ছক্কা মেরে জেতালেন রাজস্থানকে
Updated: 16 Apr 2021, 12:05 AM ISTমুম্বইয়ে হাড্ডাহাড্ডি হল রাজস্থান এবং দিল্লি।
মুম্বইয়ে হাড্ডাহাড্ডি হল রাজস্থান এবং দিল্লি।
বোলারদের পরিকল্পনায় আকাশ-পাতাল তফাৎ, কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় মিলে গেল দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালয়। তারইমধ্যে শেষলগ্নে জ্বলে উঠলেন আইপিএলের সবথেকে দামী খেলোয়াড় ক্রিস মরিস। তাঁর সেই ইনিংসের উপর ভর করেই দিল্লির বিরুদ্ধে তিন উইকেটে জিতল রাজস্থান। তবে শেষ দু'ওভারে কাগিসো রাবাডা এবং টম কারান বল করলেন, তাতে মরিস নিশ্চয়ই রাতে ধন্যবাদ বলতেই পাআইপিএলের যাবতীয় আপডেট, লাইভ স্কোর দেখুন এখানে)রেন। (
ম্যাচের সেরা হয়েছেন জয়দেব উনাদকাট।
IPL 2021: ছক্কা হাঁকিয়ে জয় এনে দিলেন, যেন RR অধিনায়ককে জবাব দিলেন ক্রিস মরিস – আরও পড়ুন
IPL 2021 points table: কোন দল আছে শীর্ষে? অনেকটা পিছিয়ে KKR, সবার শেষে CSK – আরও পড়ুন।
জ্বলে উঠলেন আইপিএলের সবথেকে দামী খেলোয়াড় ক্রিস মরিস। দু'বল বাকি থাকতে ছক্কা মেরে রাজস্থানকে তিন উইকেটে জেতালেন। ১৮ বলে করলেন অপরাজিত ৩৬ রান। শেষ ওভারে প্রথম বলটি ভালো করলেও পরের তিনটি একেবারে বাজে করলেন টম কারান।
১৯ তম ওভারে উঠল ১৫ রান। কাগিসো রাবাডাকে জোড়া ছক্কা মারলেন ক্রিস মরিস। শেষ ওভারে চাই ১২ রান।
১৮ ওভারে রাজস্থানের স্কোর সাত উইকেটে ১২১ রান। দু'ওভারে রাজস্থানের চাই ২৭ রান। ক্রিজে আছেন ক্রিস মরিস এবং জয়দেব উনাদকাট।
শেষ রাজস্থানের যাবতীয় আশা? পরপর দু'বলে ছক্কা মেরে তৃতীয় ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেলেন ডেভিড মিলার। কিন্তু এবার সফল হলেন না। লং-অনে ধরা পড়লেন। ৪৩ বলে ৬২ রান করলেন। রাজস্থানের স্কোর ১৫.৫ ওভারে সাত উইকেটে ১০৪ হরান।
পাশে পাননি কাউকে। একাই টানছেন রাজস্থানকে। ১৬ তম ওভারের প্রথম বলে একরান নিয়ে ৪০ বলে অর্ধশতরান পূরণ করলেন।
১৫ ওভার শেষে রাজস্থানের উপর ছ'উইকেটে ৯০ রান। জয়ের জন্য ৩০ বলে ৫৮ রান চাই। ক্রিজে আছেন ডেভিড মিলার। ৩৯ বলে ৪৯ রানে অপরাজিত তিনি।
দশম ওভারে উঠল ১০ রান। ১০ ওভারে রাজস্থানের স্কোর পাঁচ উইকেটে ৫২ রান। মিলার অপরাজিত ২৬ বলে ৩০ রানে।
৬ ওভার শেষে দিল্লির স্কোর তিন উইকেটে ২৬ রান। ক্রিজে আছেন ডেভিড মিলার (১১ বলে আট রান) এবং শিবম দুবে (চার বলে এক রান)।
তৃতীয় উইকেট পডল রাজস্থানের। গত ম্যাচে ১০০ করেছিলেন সঞ্জু স্যামসন, দিল্লির বিরুদ্ধে চারের বেশি করতে পারলেন না। আর আইপিএলে ফিরেই দ্বিতীয় বলে উইকেট পেলেন রাবাডা। নিজেদের শক্তি অনুযায়ী বল করেছিলেন। ব্যাটের কাণায় লেগে প্রথম স্লিপে ক্যাচ ধরলেন শিখর ধাওয়ান। ৩.২ ওভারে দিল্লির স্কোর তিন উইকেটে ১৭ রান। বাজে শটের মাসুল সঞ্জুর।
একই ওভারে জোড়া ধাক্কা রাজস্থানের। এবার আউট জোস বাটলার। তিন ওভারে রাজস্থানের স্কোর ২ উইকেটে ১৩ রান।
প্রথম উইকেট পড়ল রাজস্থানের। তৃতীয় ওভারের দ্বিতীয় এবং তৃতীয় বলে চার মারেন মনন। ঢিমেগতির বল ছিল। চতুর্থ বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন। ২.৪ ওভারে রাজস্থানের স্কোর এক উইকেটে ১৩ রান।
রান তাড়া শুরু করল রাজস্থান। ক্রিজে আছেন মনন ভোরা এবং জোস বাটলার। করলেন ক্রিস ওকস। এক ওভারে রাজস্থানের স্কোর বিনা উইকেটে তিন।
আট উইকেটে ১৪৭ রানের বেশি তুলতে পারল না দিল্লি ক্যাপিটালস। দুর্দান্ত বোলিং রাজস্থানের। ২০ তম ওভারে উঠল ১১ রান।
১৯ তম ওভারে উঠল ১২ রান। দ্বিতীয় বলে টম কারানকে বোল্ড করেন মুস্তাফিজুর। শেষ বলে দু'রান নিতে গিয়ে আউট হন রবিচন্দ্রন অশ্বিন। চার বলে সাত করেন তিনি। ১৯ ওভারে দিল্লির স্কোর আট উইকেটে ১৩৬ রান।
১৪.৪ ওভারে আউট ললিত যাদব। বড় শট মারতে গিয়ে আউট হলেন। পিছনের দিকে দৌড়ে ভালো ক্যাচ নিলেন রাহুল তেওয়াটিয়া। উইকেট পেলেন ক্রিস মরিস। ১৫ ওভারে দিল্লির স্কোর ৬ উইকেটে ১০২ রান। ললিত করেন ২৪ বলে ২০ রান।
DC vs RR: উড়ে গিয়ে এক হাতে শিখরের ক্যাচ ধরলেন সঞ্জু, দেখুন ছবি – আরও পড়ুন
ভুল অনুমান ঋষভ পন্তের। কার্যত উইকেট ছুড়ে দিয়ে এলেন। লেগসাইডে বল ঠেলে দ্রুত রান নিতে চেয়েছিলেন। রিয়ান পরাগ দ্রুত বল ধরে ডিরেক্ট থ্রো করেন। পন্ত নিজেই ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগান। সবেই ৫০ রানের পার্টনারশিপ পেরিয়েছিলেন। বাজে সময় উইকেট দিল্লির জন্য। ৩২ বলে ৫১ রান পন্তের। দিল্লির স্কোর ১২.৪ ওভারে পাঁচ উইকেটে ৮৮ রান।
অধিনায়কোচিত ইনিংস ঋষভ পন্তের। ৩০ বলে ৫০ রান করলেন। ১২ ওভারে দিল্লির স্কোর চার উইকেটে ৮৫ রান।
১১ তম ওভারে উঠল ২০ রান। রাহুল তেওয়াটিয়ার ওভারে চারটি চার মারলেন ঋষভ পন্ত। ১১ ওভারে দিল্লির স্কোর চার উইকেটে ৭৭ রান। ২৬ বলে ৪৬ রান করছেন পন্ত
আট ওভার শেষে দিল্লির স্কোর চার উইকেটে ৪৬। ক্রিজে আছেন ললিত যাদব (আট বলে ছ'রান) এবং ঋষভ পন্ত (১৩ বলে ১৭ রান)।
আবারও ঘাতক স্লোয়ার বল। মুস্তাফিজুর রহমানের একেবারে ঢিমেগতির বল বুঝতে পারেননি মার্কাস স্টইনিস। কাটারে ডিফেন্ড করতে গিয়েছিলেন। কিন্তু তা শর্ট এক্সট্রা কভারের বেশি দূর যায়নি। ভালো ক্যাট জোস বাটলারের। পাঁচ বলে শূন্য স্টইনিসের। ৬.৫ ওভারে দিল্লির স্কোর চার উইকেটে ৩৭।
অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে আউট হলেন। তৃতীয় উইকেট উনাদকটের। তাঁর অস্ত্র সেই ঢিমেগতির বল। ঘণ্টায় মাত্র ১০৯ কিলোমিটারের বল করেছিলেন। দিল্লির স্কোর ৫.৫ ওভারে ৩ উইকেটে ৩৬। অত্যন্ত আগে থেকেই এগিয়ে এসে শট মারতে গিয়েছিলেন রাহানে। সম্ভবত আগেই দেখে ফেলেছিলেন উনাদকাট। একেবারে ঢিমেগতির বল করেন। শট মারা থেকে আটকাতে গেলেও পারেননি রাহানে।
IPL 2021: অক্ষর এবং শ্রেয়সের পরিবর্তে DC-তে কারা যোগ দিচ্ছেন, জানেন কি? –আরও পড়ুন
একটুর জন্য হ্যাটট্রিক হল না জয়দেব উনাদকটের। শেষমুহূর্তে বলের মুভমেন্টের জন্য ঋষভ পন্ত বেঁচে গেলেন সম্ভবত।
দুর্ধর্ষ ক্যাচ সঞ্জু স্যামসনের। দ্বিতীয় উইকেট পড়ল দিল্লির। আউট শিখর ধাওয়ান। ৩.১ ওভারে দিল্লির স্কোর ২ উইকেটে ১৬ রান। হ্যাটট্রিকের মুখে উনাদকাট।
দ্বিতীয় ওভারের শেষ বলে আউট পৃথ্বী শ। ঢিমেগতির বল। ঘণ্টায় ১১২ কিলোমিটারের বল। ঢিমেগতির বল ধরতে পারেননি। দু'রানে আউট। উইকেট নিলেন জয়দেব উনাদকট। সহজ ক্যাচ ডেভিড মিলারের। দিল্লির স্কোর এক উইকেট পাঁচ রান।
দুর্দান্ত প্রথম ওভার চেতন সাকারিয়ার। মাত্র দু'রান তুলতে পারল দিল্লি। এক রান করে করেছেন শা এবং ধাওয়ান।
শুরু মহারণ.দিল্লির হয়ে ব্যাট করতে নেমেছেন পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান। বল করছেন চেতন সাকারিয়া।
দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশ - পৃথ্বী শ, শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, অজিঙ্কা রাহানে, মার্কাস স্টইনিস, ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, টম কারান এবং আবেশ খান।
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ - মনন ভোরা, জোস বাটলার, সঞ্জু স্যামসন, ডেভিভ মিলার, শিবম দুবে, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকট, চেতন সাকারিয়া এবং মুস্তাফিজুর রহমান।
টসে জিতল রাজস্থান রয়্যালস। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন সঞ্জু স্যামসন। দলে দুই পরিবর্তন হয়েছে।