বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RR vs DC: ব্যাটে-বলে দুর্দান্ত মার্শ, রাজস্থানকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে থাকা সব দলের মুখে হাসি ফোটাল দিল্লি

RR vs DC: ব্যাটে-বলে দুর্দান্ত মার্শ, রাজস্থানকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে থাকা সব দলের মুখে হাসি ফোটাল দিল্লি

দিল্লির জয় নিশ্চিত করেন ওয়ার্নার-মার্শ। ছবি- আইপিএল।

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে IPL 2022-এর ফিরতি ম্যাচে রাজস্থান রয়্যালসকে দাপটের সঙ্গে পরাজিত করে দিল্লি ক্যাপিটালস।

ব্যাটে-বলে অপ্রতিরোধ্য মিচেল মার্শ। বরং বলা ভালো যে, বলে-ব্যাটে দুর্দান্ত পারফর্ম্যান্স অজি অল-রাউন্ডারের। যার সুবাদে রাজস্থান রয়্যালসকে আইপিএল ২০২২-এর ফিরতি ম্যাচে ১১ বল বাকি থাকতে ৮ উইকেটে পরাজিত করে দিল্লি ক্যাপিটালস। এক্ষেত্রে ব্যাট হাতে মার্শকে যোগ্য সঙ্গত করেন ডেভিড ওয়ার্নার।

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে রাজস্থানকে শুরুতে ব্যাট করতে পাঠায় দিল্লি। রাজস্থান প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে। অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন রবিচন্দ্রন অশ্বিন। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন দেবদূত পাডিক্কাল।

অশ্বিন ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫০ রান করেন। পাডিক্কাল ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৪৮ রান করে আউট হন। এছাড়া যশস্বী জসওয়াল ১৯, জোস বাটলার ৭, সঞ্জু স্যামসন ৬ ও রিয়ান পরাগ ৯ রান করে মাঠ ছাড়েন। রাসি ভ্যান ডার দাসেন ১২ ও ট্রেন্ট বোল্ট ৩ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন:- RR vs DC: যতক্ষণ না হাফ-সেঞ্চুরি হয়, উৎকণ্ঠায় দম আটকে ছিল অশ্বিন ঘরণীর, প্রীতির প্রতিক্রিয়া দেখুন, ভিডিয়ো

চেতন সাকারিয়া ২৩ রানে ২টি উইকেট নেন। ৩৯ রানে ২টি উইকেট দখল করেন এনরিখ নরকিয়া। ২৫ রানে ২টি উইকেট নিয়েছেন মিচেল মার্শ।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস প্রথম ওভারেই স্রিকর ভরতের উইকেট হারায়। খাতা খুলতে পারেননি ভরত। তবে ডেভিড ওয়ার্নারের সঙ্গে জুটি বেঁধে মিচেল মার্শ দিল্লিকে জয়ের ভিতে বসিয়ে দেন। শেষমেশ ১৮.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় ১৬১ রানে তুলে নেয় দিল্লি।

আরও পড়ুন:- RR vs DC: T20-তে হাফ-সেঞ্চুরি ছিল না, IPL-এ কেরিয়ারের সেরা ইনিংস খেলে আক্ষেপ মিটিয়ে নিলেন অশ্বিন

দিল্লির হয়ে হাফ-সেঞ্চুরি করেন ওয়ার্নার ও মার্শ। ওয়ার্নার ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। মার্শ ৫টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৬২ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন। ঋষভ পন্ত নট-আউট থাকেন ৪ বলে ১৩ রান করে। তিনি ২টি ছক্কা হাঁকান। রাজস্থানের হয়ে ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহাল। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মিচেল মার্শ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.