লড়াইটা এক বনাম চারের। লড়াইটা আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বনাম রানার্সেরও। শুক্রবার মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। আমদাবাদে ইতিমধ্যে প্রথম লেগে টাইটান্সকে হাতে হ্যারিকেন ধরিয়ে দিয়েছে রাজস্থান। ফিরতি লিগে রাজস্থানে মুখোমুখি দুই দল।
গত মরসুমে আইপিএলে অভিষেক হয় গুজরাট টাইটান্সের। ফাইনাল সহ মোট তিন বার মুখোমুখি হয়েছিল এই দুই দল । তিন বারই জিতেছিল গুজরাট। এ বার হিসেবে বদলাতে মরিয়া রাজস্থান। তারা ইতিমধ্যে ৩-১ করে ফেলেছে। শুক্রবার রাজস্থানে ফলটা ৩-২ করতে মরিয়া সঞ্জু স্যামসনের দল। আর টাইটান্স চাইবে ঘরের মাঠে হারের বদলা নিতে।
লিগ তালিকার একে থাকা গুজরাট টাইটান্স ক্লোজ কিছু ম্যাচ হারলেও, ধারাবাহিক ভালো খেলেছে। বিশেষ করে বলতে হয় তাদের বোলিংয়ের কথা। পাওয়ার প্লে-তে মহম্মদ শামি আগুন ঝড়াচ্ছেন। শামির ভয়ঙ্কর স্পেলে কুপোকাত খাচ্ছে দলগুলো। এ ছাড়া অভিজ্ঞ মোহিত শর্মা, স্পিনে রশিদ খান তো রয়েছেনই। দোসর হয়েছেন আফগান রিস্ট স্পিনার নুর আহমেদও।
পয়েন্ট টেবলের চার নম্বর টিম রাজস্থান রয়্যালস টি-টোয়েন্টিতে একটি পাওয়ার হাউস দল তৈরি করে ফেলেছে। বোলিং আক্রমণে যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনই ব্যাটিংও শক্তিশালী। ব্যাট হাতে যশস্বী জয়সাওয়াল ভালো ছন্দে রয়েছেন। আগের ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন। জোস বাটলার অবশ্য কিছুটা অফফর্মে রয়েছেন। তবে সঞ্জু স্যামলন, শিমরন হেতমায়েররার তো রয়েছেনই। তেমনই বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মারা, রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চাহালরা বড় ভরসা দলের। প্রসঙ্গত এ বার জয়পুরে প্রায় প্রতিটি ম্যাচই রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পৌঁছেছে।
আরও পড়ুন: ODI WC- ফাইনাল ছাড়া ভারত-পাক ম্যাচ পেতে পারে আমদাবাদ, ইডেনের ভাগ্যে কী জুটছে?
রাজস্থানের কুলদীপ সেন শেষ ম্যাচে নজর কাড়েননি। তবে জয়পুরে তাঁকেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হতে পারে। তা না হলে, রয়্যালস বাঁ-হাতি কুলদীপ যাদবকে খেলাতে পারেন। গত সপ্তাহে কুলদীপ আইপিএল অভিষেকে ভালো ফল করেছিলেন, তিন ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছিলেন।
ঋদ্ধিমান সাহার ন'টি ম্যাচে গড় মাত্র ১৬। তবে টাইটান্সের উইকেটরক্ষক হিসেবে দুরন্ত ছন্দে ঋদ্ধি। যে কারণে তাঁকে বাদ দেওয়ার সম্ভাবনা কম। এ ছাড়াও টাইটান্স তাঁদের খেলোয়াড়দের ফর্মে ফেরার জন্য সময় দিতে পছন্দ করে। ঋদ্ধির ওপেনিং পার্টনার শুভমান গিলকে সম্ভবত ফাস্ট বোলার মোহিত শর্মার সঙ্গে ইমপ্যাক্ট প্লেয়ারের হিসেব অদলবদল করা হবে।
ইমপ্যাক্ট প্লেয়ার সহ রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দ্বাদশ: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), দেবদত্ত পাডিক্কাল, শিমরন হেতমায়ের, ধ্রুব জুরেল, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, কুলদীপ যাদব/কুলদীপ সেন।
ইমপ্যাক্ট প্লেয়ার সহ গুজরাট টাইটান্সের সম্ভাব্য দ্বাদশ: শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নুর আহমেদ, মহম্মদ শামি, জোশ লিটল, মোহিত শর্মা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।